/indian-express-bangla/media/media_files/2025/11/05/hero-2025-11-05-14-26-36.jpg)
যা করেছিলেন নায়িকা...
Bollywood Actress: বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালেও লুকিয়ে থাকে অন্ধকার দিক। টিনসেল টাউনে ব্যভিচার থেকে অর্থপাচার, মাদক থেকে সহিংসতা...বছরের পর বছর ধরে এমন নানা অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি গোয়েন্দা তানিয়া পুরি, তাঁর ক্যারিয়ারের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যার মধ্যে বলিউড-সম্পর্কিত এক বিশেষ ঘটনাও রয়েছে।
সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে উপস্থিত হয়ে তানিয়ার কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রিতে এমন কোনও ঘটনা কি রয়েছে যা আজও তাঁকে অবাক করে। কোনও নাম প্রকাশ না করেই তিনি সেই রহস্যময় কেসের বর্ণনা দেন।
বিলাসিতা ছিল শুধু দেখনদারি! বিয়ের আগেই অভিনেত্রীর ‘নকল লাইফস্টাইল’ ধরে ফেলল গোয়েন্দা..
তানিয়া জানান, এক জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে ক্যারিয়ারের এক পর্যায়ে গিয়ে কাজ কমে যাওয়ায় তাঁর ভাবমূর্তিতে ধাক্কা লাগে। যদিও ওই অভিনেত্রী প্রকাশ্যে এক সম্পর্কের মধ্যে ছিলেন, তবুও সেই সম্পর্ক ছিল শুধুই বাহ্যিক ছদ্মবেশ।
তানিয়ার মতে, ব্যয়বহুল লাইফস্টাইল বজায় রাখতে অভিনেত্রী গোপনে এসকর্ট সার্ভিসে যুক্ত হন। "তিনি বিভিন্ন জনের সঙ্গে দেখা করতেন, তাঁদের সঙ্গে নানা জায়গায় উপস্থিত থাকার জন্য পারিশ্রমিক নিতেন," মন্তব্য তানিয়ার। তিনি জানান, অভিনেত্রীর সঙ্গী যিনি ইন্ডাস্ট্রির মানুষ নন, সন্দেহবশত গোয়েন্দার সাহায্য নেন। এবং তদন্তে উঠে আসে অভিনেত্রীর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য।
Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী?
তবুও, চাঞ্চল্যকর তথ্য জানতে পারার পরও ওই সঙ্গী সম্পর্ক ভাঙেননি। তানিয়ার ভাষায়, “তিনি সেই সম্পর্ক ভাঙেননি। কারণ এতে তাঁদের আর্থিক ও ব্যবসায়ী স্বার্থ জড়িয়ে ছিল।” তানিয়া শেষে আরও বলেন, "এ ধরনের মামলা অত্যন্ত সংবেদনশীল। তাই সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা আমাদের কর্তব্য।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us