Bollywood Actress: স্বামী যখন অসহ্য হয়ে ওঠেন, তখন বোধহয় এমনই হয়। তার মধ্যে সেই স্বামী যদি প্রডিউসার হয়ে থাকেন, তাহলে তো অভিনেত্রীর সাংঘাতিক অবস্থা। কেন? বলিউডের যত পাওয়ার কাপল আছে তার মধ্যে অজয় এবং কাজল সবসময়ই শিরোনামে থাকেন। তাদের দুজনের মধ্যে সব সময় তু তু ম্যায় ম্যায় চলতে থাকে। আর এবার তো কাজলের আসন্ন ছবি মা নিয়েও অজয় দেবগন যা বলেছেন...
মা আসছে খুব শীঘ্রই। কাজল সেই ছবিতে এমন এক অবতারে ধরা দিয়েছেন, যেটি প্রশংসনীয়। এমনিতেই সমস্ত মেয়েদের মধ্যে, মা আছে। এবং একজন সন্তানের জন্য মা সবকিছু করতে পারে। মা ছবির প্রযোজক অজয় দেবগন। অজয়ের সঙ্গে কাজলের সবসময়ই কিছু না কিছু কারণে বাক-বিতণ্ডা হতেই থাকে। এবার তো স্বামীকে নিয়ে ভয়ংকর অভিযোগ করে বসেছেন তিনি। সব থেকে বেশি হেনস্থা নাকি অজয় করেছেন তাঁকে! সেকি কথা..? নায়িকা নিজে থেকেই একথা শেয়ার করেছেন।
মা ছবির ফ্লোরেই নাকি অজয় কাজলকে এ মন কিছু কথাবার্তা বলেছেন যা তিনি আজও ভোলেননি। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ফ্লোরে জেন্ডার রোলস নিয়ে কথা হচ্ছিল তাঁর সঙ্গে অজয়ের। মা হিসেবে কাজল কতটা পারদর্শী সে কথাই বলেছিলেন সিংঘম। অজয় সন্তানদের জীবনে মা হয়ে উঠতে পারবেন না। কারন, সেই অভিজ্ঞতা তাঁর ছোট থেকে নেই। কাজল কে বলতে শোনা গেল..." আমার স্বামী একদিন আমাকে বললেন, তুমি খুব ভাগ্যবতী। তুমি আমাদের মেয়ে নাইসার বেস্ট ফ্রেন্ড, তুমি একদিন ঠাকুমা বা দিদিমা হয়ে যাবে। তুমি অবশ্যই একজন অনবদ্য মা। তুমি আমার স্ত্রী। তুমি এ প্রত্যেকটা ভূমিকা ভীষণ সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে পালন করেছো। তোমায় চেষ্টা করতে হয়নি। পুরুষ হিসেবে, আমি কিন্তু এই ধরনের ভূমিকা সহজে পালন করতে পারবো না এবং এর জন্য আমায় কঠোর পরিশ্রম করতে হয়।" যদিও কাজলের কথায় মেয়েদেরকে ছোট থেকে অনেক কিছু শেখানো হয়। সেই কারণে বিভিন্ন পরিস্থিতিতে তারা অনেককিছু বুঝে নিতে পারেন এবং এডজাস্ট করতে পারেন।
Bengali Actress Loss: পরিবারেই প্রতারক! অভিনেত্রীকে নিঃস্ব করে ছেড়ে দ…
কিন্তু অজয় কাজলের সঙ্গে ফ্লোরে যা করেছেন সেই কথাও তিনি প্রকাশ্যে আনলেন। প্রডিউসার হিসেবে তারকাদের অনেক ধরনের ভূমিকা থাকে। তারা যখন অভিনয় করেন তখন প্রোডাকশনে কি হচ্ছে সে কথা তা না জানলেও চলে। কিন্তু প্রযোজক হয়ে গেলে সমস্ত খুঁটিনাটি নিজের দায়িত্ব রাখতে হয়। অভিনেত্রী বললেন... অজয়ের মত প্রযোজক কে নিয়ে আমি কি আর বলবো। জোরে আমাকে প্রচন্ড হেনস্থা করেছে, বিব্রত করেছে এবং আমাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কেউ বিশ্বাস করবে না আমার সাথে কি করেছে। যদিও এইটুকু বলেই কাজল হাসতে শুরু করেন। এবং তার সঙ্গে সঙ্গে এরকমও বলেন, অজয়ের মত ভালো প্রডিউসার একটাও হয় না।