Kriti Sanon Love Life: প্রেমের গুঞ্জন বলিউডে। দীর্ঘদিন ধরে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন কৃতি শ্যানন। অভিনেত্রীকে মাঝে মধ্যে এদিক ওদিক সেই মানুষটির সঙ্গে পার্টি করতেও দেখা যাচ্ছে। তিনি দিব্যি প্রেমে মজে রয়েছেন। এবং তাঁর প্রেমিক লন্ডন নিবাসী ব্যবসায়ী আসলে ক্রিকেটার ধোনির ঘনিষ্ঠ। তাঁদের একসঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে বড়দিনে।
আর এবার প্রেম নিয়েই তিনি বলে বসেছেন নানা কথা। যেমন? সম্পর্কের উষ্ণতা এবং ভালোবাসার ব্যাখ্যা করতে গিয়েই অভিনেত্রী জানিয়েছেন অনেক সময় প্রয়োজন পড়লে অনেক কিছু করতে হয়। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি তথাকথিত সহজে মুখ খোলেন না। কিন্তু এবার তাঁকে বলতে শোনা গেল। তাঁর আকার ইঙ্গিতে অন্তত এটুকু পরিষ্কার যে তিনি প্রেমে আলাদাই আনন্দে রয়েছেন।
অভিনেত্রীকে সম্প্রতি দেখা গিয়েছিল নতুন বছরে নাচগান করতে। অনেকেই ধারণা করেছেন তিনি হয়তো বা প্রেমিকের সঙ্গেই নববর্ষ উদযাপনে ব্যস্ত। সম্পর্কে থাকলে মানুষকে কত কী করতে হয় সেটা নিয়েই এবার মুখ খুলেছেন তিনি। সবসময় প্রেমিকের জন্য বড় কিছু করতে হবে এমনটা কিন্তু তিনি মনে করেন না। বরং, তাঁর কাছে ছোট ছোট খেয়াল রাখার মাধ্যমেও কাউকে কাছের এবং গুরুত্বপূর্ন ফিল করানো যায়। অভিনেত্রীর কথায়...
"ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। এই যেমন সঙ্গীকে একটু উষ্ণ আলিঙ্গন করলেন। হয়তো সেই সময় ওই আলিঙ্গনটা তাঁর দরকার ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানালেন। তাঁর থেকে প্রেম এবং ভালবাসা তথা গুরুত্ব পাওয়াটাই আসল বিষয়। কেউ যদি আপনার ছোট ছোট জিনিস মনে রাখেন তাহলে আরও ভাল কথা।" অভিনেত্রী এখানেই থামলেন না। বরং প্রেমের সঙ্গে পরিবারকে তিনি মিলিয়ে দিলেন।
প্রেমিক যে হবে, তাঁর সঙ্গ যদি পরিবারের মত না হয় তাহলে যে কী মুশকিল, একথা জানালেন তিনি। তাঁর কথায়, "আমাদের পরিবার কেমন হবে সেটা কিন্তু ঈশ্বর ঠিক করে পাঠান। কিন্তু আমাদের সঙ্গী পরিবার হয়ে উঠতে পারবেন কিনা সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত। ওটা কিন্তু আমরা ঠিক করি।"