Kriti Sanon: প্লেট থেকে তুলে পেরেক - স্ক্রু খেয়ে ফেললেন বলি নায়িকা, এ আবার কী কান্ড?

Kriti Sanon: অভিনেত্রী সমাজ মাধ্যমে বেজায় সক্রিয়। নানা ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন। আর এবার দেখালেন, সাধারণ ফুড হ্যবিটের সঙ্গে সঙ্গে লোহার জিনিস পত্র খাওয়ার ক্ষমতাও রাখেন তিনি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kriti sanon took iron screw to eat

Kriti-Bollywood: হঠাৎ এসব কী করছেন তিনি? Photograph: (Instagram)

Kriti sanon: কীসব অদ্ভুত কাণ্ড! খিদে পেয়েছে বলে এই? খিদের এতই তাড়না যে যা হাতের কাছে পাচ্ছেন তাই খেয়ে নেবেন। এমনকি লোহার জিনিস চিবিয়েও খেয়ে ফেলবেন? কৃতী স্যাননের এই কান্ড দেখলে চমকে যেতে হয়। অভিনেত্রীকে দেখা গেল যা করতে...

Advertisment

অভিনেত্রী সমাজ মাধ্যমে বেজায় সক্রিয়। নানা ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকেন। আর এবার দেখালেন, সাধারণ ফুড হ্যবিটের সঙ্গে সঙ্গে লোহার জিনিস পত্র খাওয়ার ক্ষমতাও রাখেন তিনি। খিদে পেলে এতটুকু সহ্য নেই? নাকি প্লেট থেকে যা পাবেন তাই মুখে দিয়ে দেবেন? কৃতীকে দেখা এক এমনই কিছু করতে। আসলে অভিনেত্রী নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে...

অভিনেত্রীর সামনে একটা প্লেট এগিয়ে দেওয়া হল। যেখানে, প্লেটের ওপর খাবারের জায়গায়, স্ক্রু, সুইচ থেকে পেরেক আরও অনেক কিছুই ছিল। এবং সেই প্লেট এগিয়ে দিয়েই নায়িকার উদ্দেশ্যে এক ব্যক্তি বললেন, আপনার লাঞ্চ। অভিনেত্রী মুখটা বেঁকিয়ে রাখলেও প্লেটটা হাসিমুখে নিলেন এবং সেখান থেকে একটা স্ক্রু তুলে মুখে পুড়ে দিলেন। কিন্তু, তাঁর আশেপাশের কেউ একটুও অবাক হলেন না।

Advertisment

আসলে, অভিনেত্রী এই সবটাই করেছেন তাঁর অন্যতম জনপ্রিয় ছবি তেরি বাতো ম্যায় এসা উলঝা জিয়া ছবির একবছর পূর্তি উপলক্ষে। সেই ছবিতে দেখা গিয়েছিল তিনি একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে এও দেখা গিয়েছিল, তাঁকে চার্জ আপ করার জন্য এসব মেটেরিয়াল প্রয়োজন পড়ত। সেই কারণেই একবছর পর কৃতির সঙ্গে এহেন মজা করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, কৃতি স্যানন শেষ দো পত্তি ছবিতে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে প্রযোজক পর্যন্ত ছিলেন। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা যাচ্ছিল, তিনি ক্রিয়ু ছবির জন্যও বেশ আলোচনায় ছিলেন। তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল।

bollywood bollywood actress Kriti Sanon