বলিপাড়ায় বুকে প্রেমের চর্চা নেহাতই নতুন ঘটনা নয়। বিশেষ করে তারকাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়। এবং দীর্ঘ অনেক সময় ধরে ক্রিকেট তারকাদের সঙ্গে বলি নায়িকাদের প্রেমের গল্প তো সেই কবে থেকে। মনসুর আলী খান পতৌদির সঙ্গে ধর্মের বিপরীতে গিয়েও গাঁটছড়া বেঁধেছিলেন শর্মিলা ঠাকুর। তারপর, অনেকেই আছেন...
এমনকি, কিছুদিন আগেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল উর্বশী এবং ঋষভ পান্থের। তবে, তারপরেও গুঞ্জনের তালিকা শেষ হয়নি। বিশ্বজয়ী এক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছিল বিগ বস খ্যাত এক অভিনেত্রীর। যিনি একসময়, সেই শোয়ে গিয়েই নিজেকে বড়লোক বলে দাবি করেছিলেন, সেই ব্যক্তি নাকি ভারতীয় ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চর্চা ছিল এমনই। তবে, এবার তিনি মুখ খুলেছেন।
না, প্রসঙ্গে শুভমন গিল নন। বরং এমন এক বোলার, যিনি উইকেটের সঙ্গে কথা বলেন। আসলে বিগ বসের এই প্রতিযোগী মাহিরা শর্মা, তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল বোলার মহম্মদ সিরাজের সঙ্গে। তাঁরা নাকি প্রেমের সম্পর্কে আছেন? এতদিন এই নিয়ে মুখ না খুললেও, এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তো তিনি এবার এই সম্পর্কের সত্যি মিথ্যে নিয়ে আওয়াজ তুলেছেন।
মাহিরা এই প্রসঙ্গে বলেন, "কারওর কিছু নেই। আমি কারওর সঙ্গে প্রেম করছি না। ভক্তরা তো যে কারওর সঙ্গে আপনাকে জুড়ে দেবে। আমি যখন কোনো অভিনেতার সঙ্গে কাজ করি, তখন আমাকে তাঁদের সঙ্গেও জুড়ে দেওয়া হয়। তাঁরা নানা ধরনের এডিট করে, আরও উল্টো পাল্টা ভিডিও বানায়। আমি এসব খেয়াল করি না, আর পাত্তাও দি না। যদি, আমার অনুরাগীরা এগুলো উপভোগ করে তাহলে করুক, আমার কিছু বলার নেই। কিন্তু, এসব ঘটনা একেবারেই সত্যিই নয়। এগুলো মিথ্যে।"
উল্লেখ্য, মাহিরা বিগ বসের ঘরে গিয়েই অভিনেতা পরশের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে, সেই ঘর থেকে বেরিয়ে আসতেই তাঁদের সম্পর্কে চিড় ধরে।