Advertisment

Mamta Kulkarni: নিজেই নিজের পিন্ডদান করলেন, সন্ন্যাস নিয়েই চোখে জল মমতার, তারপর?

Mamta Kulkarni being Mahamandleshwar: মমতার নতুন নাম হয়েছে সন্ন্যাস গ্রহণের পর। ২০ বছর ধরে নিজের স্পিরিচুয়াল যাত্রা বজায় রেখেছেন তিনি। আর বর্তমানে সব ছেড়ে, নিজের নাম ধাম সব ত্যাগ করে তিনি সন্ন্যাসিনী হয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mamta kulkarni sannyas

সন্ন্যাস নেওয়ার আগেই সব নিয়ম পালন করলেন মমতা Photograph: (Instagram)

গতকাল থেকেই আলোচনায় শাহরুখের সহ অভিনেত্রী মমতা কুলকার্নি। কারণ, তিনি সন্ন্যাস নিয়েছেন মহাকুম্ভ থেকে। রুপোলি জগৎ থেকে যদিও বা তিনি বহুদিন আগেই বিদায় নিয়েছেন এবং প্রায় ২৫ বছর নিজের জীবনের কঠিন তপস্যা এবং ধর্মের প্রতি ঝোঁকের কথা তিনি বর্ণনা করেছেন।

Advertisment

গতকাল কিন্নর আখড়ার টিনা মা অর্থাৎ মহামান্ডলেশ্বর কৌশল্যা নন্দগিরি তাঁকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানা যাচ্ছে, মমতার নতুন নাম হয়েছে সন্ন্যাস গ্রহণের পর। ২০ বছর ধরে নিজের স্পিরিচুয়াল যাত্রা বজায় রেখেছেন তিনি। আর বর্তমানে সব ছেড়ে, নিজের নাম ধাম সব ত্যাগ করে তিনি সন্ন্যাসিনী হয়েছেন। অভিনেত্রী একেকটি পর্বের ভিডিও তুলে ধরছেন সমাজ মাধ্যমে।

জানা যাচ্ছে, সন্ন্যাস গ্রহণের প্রতিটা পর্ব তিনি সম্পূর্ন করেছেন। সন্ন্যাস নিতে গেলে নিজের পূর্ব পরিচয় যেমন ছেড়ে দিতে হয়, ঠিক তেমনই আরও অনেক কিছু বদলে ফেলতে হয়। জানা যাচ্ছে অভিনেত্রী সবকিছুই করেছেন। একদম প্রথমে তিনি সঙ্গমে নিজের পিণ্ডদান করেন। এবং তারপর তাঁর পত্তভীষেক হয়। এবং সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম মহামান্ডলেশ্বর মই মমতা নন্দগিরি।

Advertisment

তবে সন্ন্যাস গ্রহণ শেষে কেঁদে ভাসান তিনি। যেন বহু বছরের স্বপ্নপূরণ হল তাঁর। হর হর মহাদেব ধ্বনি দিয়েই তাঁর সন্ন্যাস গ্রহণের প্রক্রিয়া শেষ হয় তাঁর। তখন চোখে জল মমতার। তিনি সব শেষে সংবাদমাধ্যমে বলেন... "আমি জানতাম না যে শেষ তিন দিন ধরে আমার পরীক্ষা নেওয়া হবে। আমার ভক্তরা খুব রেগে আছেন। তাঁরা ভেবেছিলেন হয়তো আমি বলিউডে ব্যাক করেছি। কিন্তু না। আজ যেটা হয়েছে সেটা সবটাই আমার মহাদেব এবং কালীর ইচ্ছে। আমার গুরুর ইচ্ছে। তাঁরা এই দিনটা বেছে নিয়েছিলেন আমার জন্য।"

৫২ বছর বয়সী এই অভিনেত্রী যিনি বর্তমানে কিন্নর আখড়ার মহামান্ডলেশ্বর, তিনি জানিয়েছেন অভিনয় দুনিয়া ছেড়ে দেওয়ায় একটুও তাঁর দুঃখ হয়নি। বরং, তিনি অনেকটা চাপের বশে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন।

bollywood bollywood actress Mamta Kulkarni
Advertisment