Bollywood: 'পরজন্মে দেখা হবে..', শাম্মীকে এভাবেই বিদায় জানান মুমতাজ, আজও পৃথ্বীরাজ কাপুরের দেওয়া আঘাত...

Bollywood Actress Mumtaz: অভিনেত্রী, তৎকালীন সময়ে যে ডাকসাইটে সুন্দরী ছিলেন, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তাই নায়কদের তাঁর প্রেমে পড়া নিতান্তই সাধারণ ব্যাপার। শাম্মী কাপুর তাঁর প্রেমে পড়েছিলেন শুধু না, তাঁকে...।

Bollywood Actress Mumtaz: অভিনেত্রী, তৎকালীন সময়ে যে ডাকসাইটে সুন্দরী ছিলেন, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তাই নায়কদের তাঁর প্রেমে পড়া নিতান্তই সাধারণ ব্যাপার। শাম্মী কাপুর তাঁর প্রেমে পড়েছিলেন শুধু না, তাঁকে...।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bollywood Actress mumtaz recalls shammi kapoor last meet before he passed away..

শেষ দেখা আজও ভোলেননি তিনি... Photograph: (Instagram)

Bollywood Golden era: স্বর্ণযুগের অভিনেত্রী মুমতাজ, সম্প্রতি মুখ ঝুঁকছেন নানা বিষয়ে। কখনও তিনি বলছেন, তাঁকে যশ চোপড়া বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আবার কখনও তিনি বলছেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাম্মী কাপুর। কাপুর খানদান থেকে অনেকেই নায়িকাকে বিয়ে করেছেন। কিন্তু শাম্মী এবং মুমতাজের বিবাহ হল না কেন?

Advertisment

অভিনেত্রী, তৎকালীন সময়ে যে ডাকসাইটে সুন্দরী ছিলেন, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তাই নায়কদের তাঁর প্রেমে পড়া নিতান্তই সাধারণ ব্যাপার। শাম্মী কাপুর তাঁর প্রেমে পড়েছিলেন শুধু না, তাঁকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী সম্প্রতি জানান কেন, ঠিক কী কারণে তাঁর এবং শাম্মীর বিয়ে হল না। তাঁকে বলতে শোনা গেল তেই বিয়ে না হওয়ার পেছনে একমাত্র হাত ছিল পৃথ্বীরাজ কাপুরের। এবং তিনি একটি শর্ত রেখেছিলেন তাঁর সামনে। বলেছিলেন...

Swastika Mukherjee: সেনবাবুর প্রেমে হুঁশ নেই, 'ক্রাশ খেয়ে আমি...', ভ…

Advertisment

যদি শাম্মীকে বিয়ে করতে হয়, তাহলে কেরিয়ার ছাড়তে হবে তাঁকে। কিন্তু, তখন কেরিয়ারের মধ্য গগনে মুমতাজ। কল্পনাও করতে পারেননি যে কেরিয়ার ছেড়ে তাঁকে এই কাজ করতে হবে। তাই তিনি শাম্মীর থেকে দূরে সরে যাওয়ায় শ্রেয় বলে মনে করেছিলেন। এখানেই শেষ না। পরবর্তীতে আবারও একবার মুখোমুখি হয়েছিলেন তাঁরা। তখন দুজনেই বয়সের ভারে ঝুঁকে পড়েছেন। শাম্মীর স্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিনেতার জন্মদিনেই সেখানে গিয়েছিলেন তিনি। বলেন..  "আমি একদিন শপিং করছিলাম। সেখানে উনার স্ত্রী আমাকে ফোন করে বলেন, উনার জন্মদিনে উনি আপনাকে এখানে আমন্ত্রণ জানাতে চান। উনি চান, যে আপনি আসুন। আমি আর সেদিন না করিনি। বলেছিলাম, অবশ্যই যাব।"

Konkona Sen Sharma: মৃত তারকার জন্য মন কাঁদছে, প্রয়াত অভিনেতাকে কী এ…

শাম্মীর সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত আজও ভোলেননি তিনি। তাই তো বললেন, "ওটাই আমাদের শেষ দেখা। উনি খুব অসুস্থ ছিলেন। উনার শেষ জন্মদিন ছিল সেটা। চেয়ারে বসে ছিলেন। এবং যথারীতি মদ্যপান করছিলেন। আমি একটু দূরেই ছিলাম, উনাকে ডেকে জিজ্ঞেস করলাম, আপনি মদ্যপান করছেন কেন? এত শরীর খারাপ আপনার। আমি বুঝতে পারছিলাম, উনি আর বেশিদিন নেই আমাদের সঙ্গে।"  পুরোনো বন্ধু এবং ভালবাসার মানুষের পাশে গিয়ে বসেছিলেন তিনি সেদিন। সাবধানে থাকতে বলেছিলেন। নিজের খেয়াল রাখতে বলেছিলেন।

মুমতাজ সেদিনের স্মৃতি স্মরণ করে আজও ভারাক্রান্ত হয়ে পড়েন। সেদিন বন্ধুর পাশে শান্ত হয়ে বসে, তিনি জানিয়েছিলেন, "মানুষ বলে পরজন্ম বলে কিছু হয়। যদি, সেটাই হয়ে থাকে। তাহলে আমি পরের জন্মে নিশ্চই তোমার সঙ্গে দেখা করব। একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি। একটু পিকুলার টাইপের ছিলেন, কিন্তু দারুণ মানুষ ছিলেন। খুব সিলেক্টিভ ছিলেন।"

bollywood bollywood actress Bollywood Actor