Bollywood Actress: রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা, প্রিয়জনকে হারানোর ইঙ্গিত অভিনেত্রী-ডান্সার নোরার

Nora Fatehi: রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা দিলবর গার্ল নোরা ফতেহির। সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনুমান, প্রিয়জনকে হারিয়েছেন।

Nora Fatehi: রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা দিলবর গার্ল নোরা ফতেহির। সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে অনুমান, প্রিয়জনকে হারিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অশ্রুস্নাত নোরা

Nora Fatehi Crying Moment: দিন কয়েক আগেই বিমানবন্দরে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা চোপড়ার শোকার্ত মুহূর্ত ধরা পড়েছিল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। প্রয়াত বাবার শেষকৃত্য যাওয়ার সময়ের সেোই মুহূর্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই রকমই একটি মুহূর্ত ফের ভাইরাল সমাজমাধ্যমে। রোদচশমার আড়ালে চোখের জল লুকানোর চেষ্টা করছেন দিলবর গার্ল নোরা ফতেহি। পরনে কালো পোশাক আর চোখে কালো রোদচশমা পরে দ্রুতগতিতে বিমানবন্দরের ভিতরে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। ভিডিও দেখে অনুমান, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন নোরা। সেই সময় এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এলে তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন দেহরক্ষী।

Advertisment

Advertisment

কী কারণে নোরার চোখে জল সেই বিষয়টা স্পষ্ট নয় ঠিকই, তবে অভিনেত্রী-ডান্সার নোরার ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন'।  যার অর্থ, আমরা আল্লারই অংশ। সত্যিই আমরা তাঁর কাছেই ফিরে যাই। ইসলাম ধর্মাবলোম্বীরা আপনজনকে হারানোর শোকে এই কথা বলে থাকেন। নোরা ফতেহিও হয়ত স্বজন হারানোর যন্ত্রণায় এই কথা লিখেছেন। বিমানবন্দরে নোরার সঙ্গে যিনি সেলফি তুলতে এগিয়ে আসেন তাঁকে তুলোধনা করেছেন অভিনেত্রী অনুরাগীরা।

 এক ভক্ত ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'দেখেই তো বোঝা যাচ্ছে, ওঁর মন খারাপ। এইরকম পরিস্থিতিতে কেউ সেলফি তোলে? প্রিয় তারকার সেই সময়ের পরিস্থিতিটাও ভক্তের বোঝা উচিত। কোনও মানুষ সর্বদা খুশি থাকতে পারেন না।' অপর এক অনুরাগী লেখেন, 'ওঁর পরিবারের কেউ প্রয়াত হয়েছেন'।

ওই ব্যক্তিকে একহাত নিয়ে নোরা ফতেহির এক অনুরাগী প্রশ্ন করেছেন, 'আপনি দেখতে পাচ্ছেন না উনি কাঁদছেন। সেই সময়ও সেলফি তুলবেন? কেউ যখন প্রিয়জনকে হারায় তখন তাঁকে একটু নিজের মতো থাকতে দেওয়া উচিত।' নেটিজেনদের একাংশের মতে দেহরক্ষীর আচরণে ক্ষুব্ধ হওয়া অযাতিত। নোরা ফতেহির যখন মন ভাল নেই তখন তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসা ব্যক্তিটিও অমানবিক। 

Bollywood News Nora Fatehi