scorecardresearch

বড় খবর

বিমানবন্দরে সারার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা প্রৌঢ়র! লজ্জায় মুখ ‘নিচু’ সইফ-কন্যার

ভয়ঙ্কর লজ্জার! সেই মুহূর্ত উঠে এল পাপ্পারাজিদের ক্যামেরায়…

Sara Ali Khan, Sara Ali Khan trolled, Sara Ali Khan airport, Saif Kareena, Bollywood news, সারা আলি খান, সারা আলি খান ট্রোলড, বিমানবন্দরে সারা, সইফ-কন্যা, সইফ আলি খান, সইফ করিনা, বলিউডের খবর
বিমানবন্দরে সারা আলি খানের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা প্রৌঢ়র

তারকাদের জীবনে উনিশ-বিশ হলেই হল! নেটদুনিয়ার নীতিপুলিশেরা আতসকাচ নিয়ে সর্বক্ষণ-ই প্রস্তুত থাকেন। সারা আলি খানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছে সইফ-কন্যাকে। কিন্তু তাই বলে বিমানবন্দরে হেনস্তা! বলিউডের ‘সংস্কারি কন্যা’র সঙ্গে এবার প্রকাশ্যেই চূড়ান্ত অসভ্যতা করলেন এক প্রৌঢ়।

যে ঘটনার জেরে লজ্জায় পড়তে হল সারা আলি খানকে। বিমানবন্দরে আকছার পাপ্পারাজিদের লেন্সবন্দি হন সেলেবরা। কে, কোথায়, কার সঙ্গে যাচ্ছেন? এহেন হাঁড়ির খবর ফটোশিকারিদের কাছে সবই থাকে। সারা আলি খানের ক্ষেত্রেও তাই। অভিনেত্রীকে বিমানবন্দরে দেখে একদল কচিকাঁচা অনুরাগী ছুটে আসেন ছবি তোলার জন্য। ফেরাননি সইফ-কন্যাও। সাধারণত ভক্তদের তিনি কখনোই নিরাশ করেন না। হাসিমুখে সেই বাচ্চা পার্টির সঙ্গে বিমানবন্দরে পোজ দিতে দেখা যায় সারা আলি খানকে। আর এরপরই ঘটে বিপত্তি!

ঠিক কী ঘটেছে? যেমনি অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্য ছুটে আসে কচিকাচারা, ঠিক সেই সময়েই সারার গা ঘেঁষে এক প্রৌঢ় ব্যক্তি যাচ্ছিলেন। পাশা কাটিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তির মন্তব্য, “কেন এদের পিছনে নিজেদের সময় নষ্ট করো?” তবে প্রৌঢ়র কাছ থেকে এমন অপ্রীতিকর মন্তব্য শুনে থেমে যাননি সারা। কোনও প্রতিবাদও করেননি। বরং একেবারে অগ্রাহ্য করেই বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন। তবে মুম্বইয়ের ফটোশিকারিদের দৌলতে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। যা দেখে খেপে উঠেছেন নায়িকার অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘প্লে-বয়’ ইমেজ অতীত! ‘বাবা-মাকে হারানো..’, ঋষির মৃত্যু প্রসঙ্গে কান্নাভেজা গলায় রণবীর]

কারও মন্তব্য, “ওই বুড়ো লোকটির ভিমরতি হয়েছে..।” কেউ বা এমন আচরণের কড়া নিন্দা করে বলছেন, “এমন ব্যবহার মোটেই শোভনীয় নয়।” নেটপাড়ার একাংশের মন্তব্য, “আসলে বয়স বাড়লেই যে সম্মান দিতে শেখেন কেউ এমনটা নয়। নিজের আচরণে সম্মান আদায় করে নিতে হয়।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bollywood actress sara ali khan trolled at airport