/indian-express-bangla/media/media_files/2025/08/05/sheh-2025-08-05-13-18-33.jpg)
কী হয়েছে অভিনেত্রীর?
Shehnaz Gill: হঠাৎ করেই দুঃসংবাদ! সকলের প্রিয় এক অভিনেত্রী নাকি ভাল নেই। হাসপাতালে ভর্তি সলমনের পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন সেই অসুস্থতার খবর। কিছুদিন আগেই এই নায়িকা কলকাতায় শুটিং করতে এসেছিলেন। বাঙালি খাবার খাবেন, বাংলা শিখছেন এমনটাও বলেছিলেন, তাহলে হঠাৎ কী হল? কী বলছেন তিনি?
প্রসঙ্গে বিগ বস খ্যাত শাহনাজ গিল। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার বেশ ঘনিষ্ঠ এই বান্ধবী সলমনের শো থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর জীবনে নানা চড়াই উৎরাই দেখেছেন। হাত ছেড়েছে ভালবাসার মানুষ, কিন্তু শাহনাজ সবকিছুকে সরিয়ে আবারও নতুন করে শুরু করেছেন। এবার তিনিই হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি। নানা আপডেট দিচ্ছেন বিগ-বস জয়ী করনবীর মেহরা। তাঁর অসুস্থতার ভিডিও শেয়ার করেছেন করণ। তাঁকে বলতে শোনা গেল...
আপনাদের সকলকে ওর জন্য আরও বেশি করে প্রার্থনা করতে হবে। এই মেয়েটা যত তাড়াতাড়ি হোক সুস্থ হওয়া চাই। ও চেষ্টা করছে। এরপরেই তিনি ক্যামেরা তাক করেন শাহনাজের দিকে। এবং, দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। হাতে স্যালাইনের নল, চোখ মুখ একেবারেই বসে গিয়েছে তাঁর। অসুস্থ অভিনেত্রী চেষ্টা করলেন যেন একটু হলেও হাসতে পারেন। হাত দিয়ে নিজের অসুস্থ চেহারা ঢাকার চেষ্টা করলেন। অভিনেত্রীকে এও বলতে শোনা গেল, "করণ হাসাচ্ছে আমাকে।"
Soo Sweet Of Him 🥹❤️
— 🧚Fairy_Naaz🧚 (@fairyy_naazz) August 4, 2025
Thank You @KaranVeerMehra For
Visiting Shehnaaz In The Hospital
God Bless You 🫶✨#ShehnaazGill 𝕏 @ishehnaaz_gillpic.twitter.com/a5vJT0CTk6
কিন্তু, কী এমন হয়েছিল তাঁর যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে? সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে, তিনি জানিয়েছেন, খুব শিঘ্রই তিনি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এবং করণকে এও বলেন, সামনেই তাঁর সঙ্গে পার্টি করবেন তিনি। প্রসঙ্গে, কিছুদিন আগে তিনি তাঁর নতুন ছবির শুটিং করে গেলেন কলকাতা থেকে। তবে, রিপোর্ট বলছে, শেহনাজ নিম্ন রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। এই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে গ্লুকোজ ড্রিপ দেওয়া হয়। তবে, এখনো তাঁর অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
উল্লেখ্য, সলমনের হাত ধরেই বলিউডে অভিষেক হয় তাঁর। একটি পডকাস্ট শোয়ে তাঁর সঞ্চালনা বারবার মন ভাল করেছে তাঁদের।