Bollywood Actress Life: সংসারের স্বার্থে শেষে সেলুনে কাজ? SSC ফেল এই অভিনেত্রী গর্ভাবস্থাতেও যেভাবে কাজ করে গেলেন..

Bollywood Actress Life: সম্প্রতি 'মানোরঞ্জন' পডকাস্টে গওহর খানের সঙ্গে কথোপকথনে শিল্পা শিরোদকর প্রচারের আলো থেকে দূরে, তাঁর জীবন নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী প্রকাশ করেছেন যে নিউজিল্যান্ডে থাকার সময়, তিনি নিজেকে...

Bollywood Actress Life: সম্প্রতি 'মানোরঞ্জন' পডকাস্টে গওহর খানের সঙ্গে কথোপকথনে শিল্পা শিরোদকর প্রচারের আলো থেকে দূরে, তাঁর জীবন নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী প্রকাশ করেছেন যে নিউজিল্যান্ডে থাকার সময়, তিনি নিজেকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bollywood actress Shilpa Shirodkar shared her life after marriage and pregnancy

কেন এই কাজ করেছিলেন তিনি?

Bollywood Actress Life: ১৯৮৯ সালে সিনে দুনিয়ায় আত্মপ্রকাশের পর, শিল্পা শিরোদকর বেশ কয়েকটি হিট ছবিতে কাজ করেছিলেন। এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু ২০০০ সালে 'গজগামিনী' ছবির পর নীরবে অভিনয় থেকে সরে দাঁড়ান শিল্পা। তিনি ব্যাংকার অপরেশ রঞ্জিতকে বিয়ে করেছিলেন এবং এই দম্পতি বিদেশে নিজেদের ঘর বাঁধেন। প্রথমে নেদারল্যান্ডসে এবং তারপরে নিউজিল্যান্ডে।

Advertisment

সম্প্রতি 'মানোরঞ্জন' পডকাস্টে গওহর খানের সঙ্গে কথোপকথনে শিল্পা শিরোদকর প্রচারের আলো থেকে দূরে, তাঁর জীবন নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী প্রকাশ করেছেন যে নিউজিল্যান্ডে থাকার সময়, তিনি নিজেকে ব্যস্ত রাখার জন্য হেয়ারড্রেসিং শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন,"নিজেকে ব্যস্ত রাখতে নিউজিল্যান্ডে হেয়ারড্রেসিং কোর্স করেছিলাম। এটা আমার অভিনয় ক্যারিয়ারের সঙ্গে কাছাকাছির একটা বিষয় ছিল। মেকআপ এবং সেই সমস্ত কিছু। কোর্স শেষে দুই মাস সেলুনে কাজ করেছি।" 

তবে কাজটি যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ ছিল না। অভিনেত্রী আরও বলেন, "তখন আমরা সদ্য সদ্য বিয়ে করেছি। নতুন নতুন সংসার এবং হেয়ারড্রেসারের কাজটা আমার খুব প্রয়োজন ছিল। আমার বর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাড়িতে থাকতেন এবং আমার সেই একই দিনগুলিতে কাজ করতে হত। একে অপরকে জানার জন্য আমাদের সময় দরকার ছিল। আমি অনুভব করেছিলাম যে এটা আমাদের পক্ষে কাজ করছে না।" 

Bollywood: একান্ত মুহূর্ত ভাইরাল, বিমানের অন্দরে প্রাইভেসি নেই তারকা প্রেমিক যুগলের? রেগে আগুন অভিনেত্রী

Advertisment

তাই কাজ ছেড়ে দিলেন শিল্পা শিরোদকর। যখন তার স্বামী জিজ্ঞাসা করলেন যে তিনি পরবর্তী কী করার পরিকল্পনা করছেন, শিল্পা তাকে অবাক করে দিয়েছিলেন। তিনি বলেন, 'আমি তাকে বললাম, আমার সিভি তৈরি করে দিন একটা। ও আমায় জিজ্ঞেস করল, এতে কী কী মেনশন করব? আমি বললাম, মিথ্যে কিছু লিখবে না, সত্যি কথা লিখবে। এমনকি এসএসসি ফেল এটাও। আমি সিনেমায় কাজ করি এটাও। মজা করার জন্য, আমি কয়েকটি চাকরিতে আবেদন করেছিলাম এবং একই দিনে দুটো ইন্টারভিউর জন্য গিয়েছিলাম। সিনেমার দৃশ্যের মতো দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ফিরে এলাম!" অবশেষে চাকরিতে জয়েন করার পরই, তিনি জানতে পেরেছিলেন যে তিনি গর্ভবতী।

শিল্পা শিরোদকর স্বাস্থ্যগত চ্যালেঞ্জ সত্ত্বেও তার গর্ভাবস্থায় কাজ চালিয়ে যান। তাঁর কথায়, "আমি দিনে তিনবার ইনসুলিন নিতাম, ২০ কেজি ওজন কমিয়েছিলাম এবং সব সময় কোকো মাখনের মতো গন্ধ নাকে আসত আমার।" মাঝেমধ্যে তাঁর অম্বল হত, কিন্তু গর্ভাবস্থায় তাঁর শরীর যে দারুণ ছিল একথা নিজেই জানিয়েছিলেন তিনি। 

bollywood Entertainment News Entertainment News Today