Sonakshi Sinha: অভিনেতা অভিনেত্রীরা নিজেদের শরীর এবং বডি শেমিং নিয়ে ভাবেন? অন্তত সোনাক্ষী সিনহার জীবনে এহেন সমস্যা যে হয়েছে, সেকথা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রী নিজেকে নিয়েই এমন এক প্রসঙ্গে উত্থাপন করেছেন, যাতে করে এই ভারতীয় সমাজ নিয়ে নানা প্রশ্ন ওঠে।
সোনাক্ষী ছোট থেকে খুব একটা রোগা পাতলা ছিলেন না। বরং, তাঁকে দাবাং ছবির আগেই নিজের অতিরিক্ত ওজন কমিয়ে ইন্ডাস্ট্রির চাহিদা মত ফিগারে ফিরতে হয়েছিল। আর অভিনেত্রীকে এই নিয়েও নানা কটাক্ষ শুনতে হয়েছে যে, তিনি সব পোশাকে মোটেই মানানসই না। কিন্তু, এসব তিনি গায়ে কিছুই মাখেন না। তিনি নিজের মতো করেই সবটা জেনে বুঝে নেন। কিন্তু, এতদিনে ভারতবর্ষের বুকে কেন তিনি সুইমস্যুট পড়েন না সেকথা জানিয়েছেন।
এমনিও সব তারকা সুইমিং কস্টিউম নিয়ে সাবলীল না। কিন্তু সোনাক্ষী নিজের পোশাক নিয়ে ভারতের বুকে সাবলীল না। বরং, তাঁকে সবসময় সাধারণ পোশাকে দেখা গিয়েছে। তবে, কেন তিনি ভারতের বিকে সুইমিং করেন না, কিংবা সুইমস্যুট পড়েন না সেই নিয়ে সোনাক্ষী এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পোশাক নিয়ে অস্থিরতা কিংবা বডি সেমিং সবসময় হয়েছে তাঁর সঙ্গে। বলছেন...
"আমার সঙ্গে পোশাক নিয়ে গণ্ডগোল সবসময় হয়েছে। বিশেষ করে আমার বেড়ে ওঠার পথে আমি এসবের মুখোমুখি হয়েছি। আমি এই জন্য মুম্বাইয়ে কোনোদিন সুইমস্যুট পরি না। এমনকি, এখানে কোথাও আমি সাঁতার পর্যন্ত কাটি না। আমি জানি, কে কোত্থেকে বাবা ছবি তুলে নেবে লুকিয়ে চুরিয়ে। আমি এই ধরনের গন্ডগোল বাবা চাই না। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি নিয়ে ভুলভাল করা হবে, সেটা ট্রেন্ড করবে, আমি চাই না।"
উল্লেখ্য, অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। তাঁর ভাইদের অত্যাচার প্রসঙ্গে তিনি জানিয়েছেন লব ও কুশ সিনহা সবসময় তাঁকে নিয়ে হিংসা করতেন, এমনকি একা পেলে মারধর পর্যন্ত করতেন।