Bollywood Rivalry Battle: হতে চলেছে বিরাট যুদ্ধ, মুখোমুখি লড়বেন দুই অভিনেতা, খবর দিলেন তারকা পত্নী..

Bollywood Rivalry: রণবীর কাপুর এবার এক তারকার বিরুদ্ধে, তাও বলিউডের হেভিওয়েট তারকা। যার সঙ্গে দুটো মজার কথা বলা যায় না। যার গাম্ভীর্যের কারণে অনেকেই ভেবে চিনতে নিজেদের মতামত রাখেন। সেই মানুষটার বিপরীতে দেখা যেতে চলেছে রণবীর কাপুরকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amir khan-ranbir kapoor battle

Amir Khan-RK: কী বলছেন তারকা-পত্নী এই যুদ্ধ নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

AK vs RK: রণবীর কাপুর যে ধরনের শান্ত মানুষ, তাঁকে আজ অবধি সেভাবে কারওর সঙ্গে লড়াই করতে বা মারপিট করতে দেখা যায়নি। বরং, যেকোনও পরিস্থিতি তিনি হাসিমুখে সামলান। এমনকি, দেখা যায় তিনি যেকোনও কাণ্ডে প্রতিক্রিয়া কম দেন। তাহলে এবার কেন কিংবদন্তি এক তারকার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে বসে আছেন?

Advertisment

রণবীর কাপুর এবার এক তারকার বিরুদ্ধে, তাও বলিউডের হেভিওয়েট তারকা। যার সঙ্গে দুটো মজার কথা বলা যায় না। যার গাম্ভীর্যের কারণে অনেকেই ভেবে চিনতে নিজেদের মতামত রাখেন। সেই মানুষটার বিপরীতে দেখা যেতে চলেছে রণবীর কাপুরকে। আর এই বৈপরীত্যের ঘোষণা করেছেন আলিয়া ভাট। কার সঙ্গে লড়াই করতে দেখা যাবে তাঁকে? আলিয়া নিজেই জানিয়ে দিলেন সেটা। বরং, দেখা গেল হাসিমুখেই সেকথা জানালেন তিনি।

আলিয়ার মনে প্রাণে একটুও ভয় নেই। বরং তিনি হাসতে হাসতেই তাঁর স্বামীর এই কাণ্ডের কথা জানালেন। রণবীরের এই প্রতিপক্ষ আমির খান। সুতরাং AK বনাম RK লড়াই যে বেশ জবরদস্ত হতে চলেছে, সেকথা স্বাভাবিক। এই বছরের সর্বোচ্চ যুদ্ধ হতে চলেছে এটাই। নব্বই দশকের এক সুপারস্টার এবং শেষ প্রজন্মের চকলেট বয় রণবীর কাপুরের আমনা সামনার কথা জানিয়ে কী বলছেন আলিয়া?

Advertisment

পরনে সাদা রঙের শার্ট এবং জিন্স, আলিয়া সেই পোস্টার ধরলেন যেখানে দেখা যাচ্ছে রণবীর এবং আমির একে অপরের প্রতিপক্ষ। আলিয়াকে বলতে শোনা গেল, আমি তোমাদের কে জানাতে চাই, যে আমার দুই পছন্দের অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে। ও না! একসঙ্গে না! তাঁদের একে অপরের বিপরীতে দেখা যাবে। আপনারা অপেক্ষায় থাকুন। আলিয়ার মতে এর থেকে বড় যুদ্ধ আগে হয়নি।

প্রসঙ্গে, এই ভিডিও পোস্ট করেই আলিয়া লিখলেন... "সেরাদের লড়াই! আমার দুই প্রিয় অভিনেতা একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন। খুব খুব উত্তেজনাপূর্ণ কিছুর জন্য আমাদের সাথে থাকুন ... আগামীকাল আরও কিছু আসছে। আমি জানি আপনারাও আমার মতোই সেটা পছন্দ করবেন!!"

bollywood ranbir kapoor aamir khan Bollywood News bollywood actress