Bollywood Couple Relationship: ভালবাসা নিয়েও আজকাল প্র্যাংক করা যায়? এমন একটি গভীর বিষয় নিজেও আজকাল খোরাক করা যায়? গতকাল ইউটিউবার আশীষ চ্চাঁচালানি জানান, তিনি নাকি অভিনেত্রী এলি আব্রামের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এলিকে কোলে তুলে নিয়েই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে লেখা ছিল, অবশেষে। সঙ্গে প্রেমের ইমোজি জুড়েছিলেন কতগুলি। তারপর জল অনেকদূর গড়িয়েছে। আদৌ কি আশীষ প্রেম করছেন নাকি নতুন কোনও কন্টেন্ট?
এই নিয়ে তিনি মুখ খোলেননি। তবে, কি সত্যিই কোনও সমস্যা আছে? আশীষের কাছের মানুষরা এই নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। এর আগে বেশ কয়েকটি প্রিমিয়ারে এলি এবং আশীষকে হাত ধরে দেখা গিয়েছে। অনেক জায়গায় আড্ডা মারতেও দেখা গিয়েছে তাঁদের। তাহলে কি বন্ধুত্ব এবার প্রেমে গড়াল সত্যিই? এই নিয়ে অভিনেতা মজা মস্করা করেও সেভাবে কিছুই বললেন না। এলির হাতে একটি গোলাপের তোড়া। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে আনন্দে আত্মহারা তাঁরা। তারকাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। পুলকিত সম্রাট থেকে সায়নী গুপ্তা তারা বেশ খুশি। অন্যদিকে মুনাওয়ার ফারুকীর কথায়, "সিনেমার প্রিমিয়ারে গেলে এসব ফায়দা তো হবেই।"
Bollywood Family Controversy: পরিবারেই গণ্ডগোল! বাবার থেকে সব ছিনিয়ে নিয়েছেন কাকা, ভয়ঙ্কর সব ঘটনা সামনে আনলেন জনপ্রিয় সুরকার
এদিকে, কিছুমাস আগেই আশীষ জানিয়েছিলেন, তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে। এবং, একথা বলাই উচিত যে তারপর আশীষকে দেখতেও প্রায় অন্যরকম লেগেছিল। তিনি জানিয়েছিলেন, সম্পর্কের ইতির কারণে বেশ সমস্যায় আছেন। তাহলে আবার নতুন সম্পর্ক এত সহজে? অন্যদিকে, তাঁদের আরেক বন্ধু কুণাল চাব্রিয়া বলছেন, আশা করব তাদের এই সম্পর্কটা খুব ভাল চলুক। কিন্তু কেউ যেন সহজে বিশ্বাস করতে পারছেন না। একদিকে, ক্রিকেটার জুজবেন্দ্র চহলের গুজব প্রেমিকা আরজে মহাবাশ তিনিও অবাক।
সোজাসুজি বলছেন, আমি অপেক্ষা করছি, ফাইনালি শব্দটার পর আর কী আছে। এটা যদি প্র্যাংক হয় তাহলে এক্ষুনি বলুন। অন্যদিকে, আবার কেউ একজন বললেন, আমার আরও প্রমাণ চাই, সত্যিই কি এরা একসঙ্গে? আবার কেউ বললেন, আমার মনে হচ্ছে এটা একটা গান। কিছুদিন পরেই জানা যাবে। এখন কবে, এই সত্যিই সামনে আসে, সেটাই দেখার।