scorecardresearch

অনুরাগ ‘দাদা’র সরস্বতী পুজোয় পাত পেড়ে খিচুড়ি-আলুরদম খেলেন কার্তিক-রাজকুমার, আদিত্যরা

মুম্বইয়ে বসু বাড়ির সরস্বতী পুজো জমজমাট। দেখুন।

Anurag Basu, director Anurag Basu, Saraswati Puja 2023, Anurag Basu Saraswati Puja, Rajkummar Patralekha, Mumbai Saraswati Puja, Bollywood celebs Anurag Basu, অনুরাগ বসু, সরস্বতী পুজো, অনুরাগ বসুর সরস্বতী পুজো, রাজকুমার পত্রলেখা, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর, প্রীতম, ফতিমা সানা শেখ, সরস্বতী পুজোর ভোগ, বলিউডের খবর
অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোয় বলিউড তারকাদের ভিড়

অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজো বলে কথা। এলাহি ব্যাপার! প্রতিবছর সেলেবদের আনাগোনা থাকে ‘দাদা’র বাড়িতে। এবারও তার অন্যথা হল না। বসু বাড়ির ২৯তম সরস্বতী পুজোর আমেজে গা ভাসাতে যথাসময়ে পৌঁছে গেলেন রাজকুমার-পত্রলেখা, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর থেকে শুরু করে প্রীতম, ফতিমা সানা শেখরা।

আর সরস্বতী পুজো যখন, তখন খিচুড়ি ভোগ মাস্ট! অতঃপর বাঙালি খানাপিনায় কবজি ডোবানোর সুযোগ হাতছাড়া করলেন না বি-টাউনের তারকারা। পাতপেড়ে চেটেপুটে খিচুড়ি-আলুরদম খেলেন রাজকুমার, পত্রলেখা, আদিত্য, অভিষেক, কার্তিকরা। তা অনুরাগের বাড়ির সরস্বতী পুজো-স্পেশ্যাল মেন্যুতে কী কী ছিল? ৫ রকম ভাজা। যার মধ্যে- গোল গোল করে কাটা আলু, বিনস, বেগুনি, পাঁপড় ভাজা। লাবড়ার তরকারি, আলুর দম এবং চাটনি। যা খেয়ে রাজকুমার খাস বাংলাতেই বললেন- “দাদা, খুব মজা।” এদিকে, চামচ ছেড়ে খিচুড়ির প্লেটে হাত লাগাতে দেখা গেল পত্রলেখাকে।

পরিচালক অনুরাগ ‘দাদা’কে কখনও দেখা গেল অতিথি আপ্যায়ণে ব্যস্ত আবার কখনও বা খাবার পরিবেশনে গিয়ে তদারকি করতে। খোশমেজাজে আড্ডা দিলেন প্রীতম, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানদের সঙ্গে। চেটেপুটে ভোগ সাবার করলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ এবং আদিত্য রায় কাপুররা। অনুরাগের হয়ে প্রীতমকেও কখনও কখনও খাবার পরিবেশনের তদারকিতে দেখা গেল। বসু বাড়ির সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারও। এ যেন একেবারে অনুরাগ বসু পরিচালিত ‘লুডো’ টিমের পুনর্মিলন।

[আরও পড়ুন: ‘লজ্জার, বাংলায় শক্তিপ্রদর্শন হচ্ছে..!’, ‘পাঠান’কে বিঁধে বিস্ফোরক অঞ্জন দত্ত]

প্রতিবছর কাকভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বসন পরে বাগদেবীর জন্য ভোগের খিচুড়ি রাঁধেন অনুরাগ বসু নিজে। দাদার হাতে তৈরি সেই ভোগ খেয়েই কতবার ধন্য ধন্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুররা। একবার প্রিয়াঙ্কার মার্কিনী জামাই নিক জোনাসও খিচুড়ি খেয়ে গিয়েছেন অনুরাগের বাড়ির পুজোয়। মুম্বইতে থাকলেও বাঙালি আদব-কায়দা ভোলেননি তিনি। মুম্বইতে ঠিক যেমনটা অভিডিৎ ভট্টাচার্য, কাজল-রানি মুখোপাধ্যায়দের বাড়ির দুর্গাপুজো বিখ্যাত, তেমনই অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজো মানে এলাহি কারবার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bollywood celebs attend anurag basus saraswati puja had khichdi bhog