Advertisment

Maha Kumbh 2025: কেউ গেলেন স্ত্রীকে নিয়ে, কেউ গেলেন একাই..মহাকুম্ভে তারকাদের ভিড়, মিলিন্দ থেকে সুনীল আর কে কে গেলেন?

Bollywood in Mahakumbh: শুধু যে হিন্দি সিনেমা কিংবা হিন্দি টেলিভিশনের তারকারা সেখানে গিয়েছেন এমন না। টলিপাড়ার অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু বলি তারকাদের ঈশ্বর প্রেম দেখতে চমকে যেতে হয়।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mahakumbh- bollywood

mahakumbh- bollywood: কারা কারা গেলেন সেখানে? Photograph: (Instagram)

 মহাকুম্ভের স্নান করতে প্রয়াগরাজ পৌঁছেছেন বহু তারকা। এবছর যেহেতু ১৪৪ বছর পর মহাযোগ ছিল কুম্ভ মেলার, সেই কারণেই বহু সাধু সন্তের সঙ্গে সঙ্গে বহু সাধারণ মানুষ এবং বর্তমানে তারকারা সঙ্গমে ডুব লাগাচ্ছেন। কেউ গিয়েছেন একা, আবার কেউ গিয়েছেন বউকে নিয়ে আবার কেউ  বিয়ের পরেই সেখানে পৌঁছেছেন।

Advertisment

শুধু যে হিন্দি সিনেমা কিংবা হিন্দি টেলিভিশনের তারকারা সেখানে গিয়েছেন এমন না। টলিপাড়ার অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু বলি তারকাদের ঈশ্বর প্রেম দেখতে চমকে যেতে হয়। কিংবা তাঁরা যেভাবে সঙ্গমে নিজেদের পুণ্যস্নান করছেন, তাতে চমকে যেতে হয়। কোরিওগ্রাফার রেমো ডিসুজা এবং তাঁর স্ত্রী গিয়েছিলেন সেখানে। আর এবার তো দেখা গেল বিয়ের কিছুদিনের মাথায় অভিনেতা হিমান্স কোহলি গিয়েছেন। যদিও তাঁর স্ত্রীকে নিয়ে গিয়েছেন কিনা সেটা বা সম্ভব নয়। পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি, তাঁকে দেখা গেল স্নান সেরে জল তর্পণ করতে।

Advertisment

অভিনেতা সমাজ মাধ্যমে বহু ছবি আপলোড করেই লিখলেন, গঙ্গা, যমুনা এবং সরস্বত্বই নমঃ... হর হর মহাদেব। সদ্যই বিয়ে হয়েছে তাঁর। এমনকি অন্যান্য তারকাদের মত বিরাট আড়ম্বরে নয়, বরং ইস্কন মন্দিরে বিয়ে করেন তাঁরা। সেখানেও খুব অল্প মানুষ আমন্ত্রিত ছিলেন। যার কথা, না বললেই নয়, তিনি হলেন সুনীল গ্রোভার। জনপ্রিয় এই কমেডিয়ান এবং অভিনেতাকে দেখা গেল সঙ্গমে স্নান করতে। অভিনেতা বাস্তব জীবনে ঈশ্বরে বিশ্বাসী সেকথা তিনি আগেই বলেছেন। আর এবার তো প্রমাণ পাওয়া গেল। সুনীল ধুতি, জোর পরেই গিয়েছিলেন পুণ্যস্নান করতে। তিনি সমাজ মাধ্যমে ছবি শেয়ার করে লিখলেন...

কেমন একটা ঐশ্বরিক অনুভূতি হচ্ছে আমার। যুগের পর যুগ ধরে এই পূণ্যধামে মানুষ আসছেন, সাধু সন্তরা আসছেন নিজেদের মহাস্নানের উদ্দেশ্যে, আমার আজ এতবছরের ইচ্ছে পূরণ হল। সেই একই জলে আজ স্নান করে আমি ধন্য। সত্যি বলতে গেলে সকলকে ধন্যবাদ, যারা আমায় এখানে আসতে সাহায্য করেছেন। সুনীল গ্রোভারের সঙ্গে সঙ্গে মহাকুম্ভে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, মিলিন্দ সমান। তিনি মডেল হিসেবে যথেষ্ট জনপ্রিয়। এবং তাঁর বিয়ের সময় নানা আলোচনা হয় স্ত্রীর সঙ্গে তাঁর বয়সের পার্থক্য নিয়ে। তাঁকেও দেখা গেল...

তিনিও বেশ কয়েকটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। তাঁর স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে পৌঁছেই তিনি লিখছেন... " মৌনি অমাবস্যার বিশেষ দিনে আমার স্ত্রীর সাথে মহাকুম্ভে থাকতে পেরে ধন্য!এই ধরনের আধ্যাত্মিক স্থান এবং অভিজ্ঞতা আমাকে মনে করিয়ে দেয় যে অস্তিত্বের বিশালতায় আমি কতটা ক্ষুদ্র এবং তুচ্ছ.. কীভাবে আমরা এখানে আছি। যদিও আমার হৃদয় পরিপূর্ণ, তবে, গত রাতের ঘটনায় আমি দুঃখিত, এবং আমার প্রার্থনা সেই পরিবারগুলির সাথে যারা প্রিয়জনকে হারিয়েছে। হর হর গঙ্গে! হর হর মহাদেব!!” 

bollywood bollywood actress Bollywood Actor Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025
Advertisment