Remo D'souza-Mahakumbh: এটাই কি তবে সেক্যুলার ভারত? যেখানে দেখা যাচ্ছে এক খ্রীস্টান মনুষ তিনিও এসে প্রয়াগরাজে ডুব দিয়ে স্নান করছেন। গঙ্গায় তাঁকে সাধনা করতে দেখা গেল। কোরিওগ্রাফারের ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ তাঁর দারুণ প্রশংসা করলেন।
ড্যান্স মাস্টারকে দেখা গেল তিনি যেন আলাদাই উন্মাদনায় ছিলেন সেই সময়টুকু। পরনে কালো রংয়ের ধুতি এবং শাল। খালি পায়ে তাঁকে গোটা এলাকা হেঁটে বেড়াতে দেখা গেল। এমনকি, মুখটাও শাল দিয়ে ঢেকে রেখেছেন। দূর থেকে দেখলে কেউ হয়তো বা সন্দেহ করবেন, এবং অনেকের দৃষ্টি ছিল ঠিক তাই। আর রেমোকে মাথা ঢাকতে দেখা গেল, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন। নৃত্যশিল্পী, নৌকায় বসে ধ্যান করলেন। এমনকি, নৌকা থেকে যখন গঙ্গায় নামলেন, তখন তাঁকে দেখে গেল হাতজোড় করে প্রণাম করতে সূর্যদেবের উদ্দেশ্যে।
যদিও বা মহাকুম্ভতে তিনি একা যাননি, বরং তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর বউ লিজেলও। গঙ্গা স্নান এবং পূণ্য অর্জন করতে তাঁরা আশীর্বাদ নিতে গেলেন মহারাজজীর কাছে। সেই ভিডিও এবং ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি নিরঞ্জন পিঠধীশ্বর শ্রী শ্রী আচার্য মহামান্ডলেশ্বর পূজ্য স্বামী কৈলাশনন্দগিরি মহারাজের সঙ্গে তিনি বসে নানা আলোচনা করেন। আর স্বামীজি নিজেও তাঁকে আপন করে নেন। তাঁকে কিভাবে আতিথেয়তা করেন তিনি?
কোরিওগ্রাফারের সঙ্গে বেশ সুন্দর সাক্ষাৎ বিনিময় করেছেন তিনি। তাঁকে রুদ্রাক্ষের মালার সঙ্গে সঙ্গে পড়িয়ে দিয়েছেন শাল। এবং তাঁর স্ত্রীকেও মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়েছেন। এই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। কেউ কেউ নানা মন্তব্য করেছেন। কারওর কথায়, রেমোর ধর্ম পাল্টে ফেলা উচিত। আবার কেউ বললেন, আপনি যে এভাবে গেলেন মুখ, হাত পা ঢেকে, এত কেউ আপনাকে চেনেন না। আবার কেউ বললেন, এই তো এটাই ভারত।
উল্লেখ্য, রেমো বলিউডের কোরিওগ্রাফারদের মধ্যে জনপ্রিয় নাম। এক দুটি ছবিও তিনি পরিচালনা করেছেন। কিছুদিন আগেই তাঁর শরীর খারাপ হয়। হৃদরোগে আক্রান্ত হন তিনি। যদিও বা এখন সুস্থ আছেন।