Vicky-Katrina Baby: কিয়ারার পর মা হচ্ছেন ক্যাটরিনা! বছর শেষেই ভূমিষ্ঠ হবে ভিকির প্রথম সন্তান?

Vicky kaushal-Katrina Kaif Baby: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট যা ঘিরে তো রীতিমতো শোরগোল নেটভুবনে। দিওয়ালির মরশুমেই নাকি প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পোস্টটি।

Vicky kaushal-Katrina Kaif Baby: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট যা ঘিরে তো রীতিমতো শোরগোল নেটভুবনে। দিওয়ালির মরশুমেই নাকি প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পোস্টটি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কবে আসছে প্রথম সন্তান?

Vicky-Katrina First Baby: রূপোলি দুনিয়ার তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী সাধারণ মানুষ। পছন্দের তারকার প্রতি মুহূর্তের লেটেস্ট আপডেট পেতে উদগ্রীব হয়ে থাকে ভক্তরা। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো ক্যাটরিনা কইফ নাকি অন্তঃসত্ত্বা। একাধিকবার এই গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে টিনসেলটাউন। 'ছাবা'-র প্রচারে ভিকি প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেরাই সুখবর শেয়ার করবেন। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট যা ঘিরে তো রীতিমতো শোরগোল নেটভুবনে। দিওয়ালির মরশুমেই নাকি প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে।

Advertisment

Advertisment

প্রায় দু'বছর সিলভার স্ক্রিন থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা তবে কখনও তীর্থস্থানে বা অনুষ্ঠানে দেখা যায় ভিকি ঘরনিকে।ভি-ক্যাটের হবু সন্তান নিয়ে কী রয়েছে সেই ভাইরাল পোস্টে? সেলিব্রিটি কাপলের ছবির সঙ্গে সদ্যোজাতর পায়ের ছাপের সঙ্গে লেখা, '২০২৫-এ আমাদের পরিবার দুই থেকে তিন হচ্ছে।'

ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট শেয়ার করা হয়েছে। এরপরই ভিকি-ক্যাটের জীবনে নতুন অতিথি আসছে এই খবরে উত্তাল নেটপাড়া। যদিও ভিকি কৌশল বা ক্যাটরিনা কইফ এই প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। প্রসঙ্গত, ৩০ জুলাই ভিকি ক্যাটরিনার একটি ভিডিও ঘিরেই জল্পনার সূত্রপাত। 

মুম্বইয়ের আলিবার্গের তারকা কাপলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা ক্যামেরাবন্দি হতেই জোড়াল হয়েছে অন্তঃসত্ত্বার গুঞ্জন। ওভারসাইজের একটিটি শার্ট পরতেই ফের ক্যাটরিনা কইফের প্রেগন্যান্সি চর্চা তুঙ্গে। 

প্রসঙ্গত, ২০২১-এ সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন ভিকি-ক্যাটরিনা। এরপর বহুবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন হয়ে উঠেছে পেজ ৩-এর চর্চিত টপিক। তারকা দম্পতির থেকে সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন এই জুটির ভক্তরাও। কিয়ারা আডবানীর পর এবার সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা। 

Bollywood Couple Katrina Kaif and Vicky Kaushal