Bollywood Couple Divorce: ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি! সংসার ভেঙে চুরমার জনপ্রিয় তারকা দম্পতির...

Bollywood Couple Divorce: শাহিদ কাপুরের এই সহ অভিনেত্রী টেলিভিশনের বুকেও সমান জনপ্রিয়। সব থেকে বড় কথা জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে - তে বহুদিন অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা কুড়িয়েছেন। প্রসঙ্গে লতা সাবেরওয়াল।

Bollywood Couple Divorce: শাহিদ কাপুরের এই সহ অভিনেত্রী টেলিভিশনের বুকেও সমান জনপ্রিয়। সব থেকে বড় কথা জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে - তে বহুদিন অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা কুড়িয়েছেন। প্রসঙ্গে লতা সাবেরওয়াল।

author-image
Anurupa Chakraborty
New Update
Bollywood couple lata sabharwal and sanjeev sheth divorce news

বিচ্ছেদের খবর দিলেন দম্পতি...

বিচ্ছেদ সবসময় খুব দুঃখের। দুটো মানুষ যখন প্রচন্ড আনন্দের সঙ্গে সুখের সংসার তৈরি করেন, এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই সংসারটাকে টিকিয়ে রাখতে পারেন না, তখন বোধহয় প্রথম থেকে খুব নিশ্চুপ হয়ে যান। এবং এতটাই নিশ্চুপ হয়ে যান যে প্রথম দিকে সে সম্পর্কে ছেদ ঘটেছে, এই নিয়ে বলতেও পারেন না। ঠিক এমনটাই ঘটেছে বলিউডে জনপ্রিয় অভিনেত্রীর জীবনে। প্রায় ১৬ বছরের সংসার ইতি টেনেছেন তিনি।

Advertisment

শাহিদ কাপুরের এই সহ অভিনেত্রী টেলিভিশনের বুকেও সমান জনপ্রিয়। সব থেকে বড় কথা জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে - তে বহুদিন অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা কুড়িয়েছেন। প্রসঙ্গে লতা সাবেরওয়াল। এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে দুঃখের জোয়ার। বহু বছরের দাম্পত্যতে ইতি টেনেছেন অভিনেত্রী। তাঁর স্বামীও অভিনেতাই বটে। সঞ্জীব শেঠকে বিয়ে করেছিলেন তিনি। সম্পর্কে যে ইতি টেনেছেন সেই প্রসঙ্গে নিজেই সমাজের মাধ্যমে জানিয়েছেন। বহুদিন চুপ ছিলেন সম্পর্কের বিষয়ে। তবে, এবার সিদ্ধান্ত নিয়েছেন যে আর চুপ করে থাকবেন না।

কী লিখছেন তিনি?

Advertisment

Sonakshi Sinha: বাড়িতে ভৌতিক কাণ্ড! ঘুমের মধ্যেই যা হল অভিনেত্রীর সঙ্গ… 

অভিনেত্রী লিখছেন, ঘোষণা করছি যে আমি লতা সাবেরওয়াল, আমার স্বামী সঞ্জীব শেঠের থেকে আলাদা হয়ে গিয়েছি। তাঁর জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকবে অবশ্যই। তার থেকে আমি আমার জীবনের সবথেকে সুন্দর উপহার আমার ছেলেকে পেয়েছি। আসন্ন জীবনের জন্য তাকে অনেক শুভেচ্ছা জানালাম। প্রাক্তন স্বামীর মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে, আরো কিছু বিষয়ের উপর নজরপাত করেছেন। দীর্ঘদিন চুপ ছিলেন। সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত।

অভিনেত্রী তার সাথে এরকম লিখেছেন, আমি এই মুহূর্তে সকলের কাছ থেকে আমার নিজের এবং আমার পরিবারের শ্রদ্ধা এবং সম্মানের দিকে তাকিয়ে, একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে কেউ আমাকে ফোনও করবেন না এবং আমাকে এই নিয়ে কিছু জানতেও চাইবেন না। আমার পরিবারের শান্তি কামনার জন্যই আমি এই সিদ্ধান্ত নিলাম। ২০২১ সালেই অভিনেত্রী জানিয়েছিলেন, টিভি থেকে তিনি সরতে চান কারণ তার অন্যদিকেও মন দেওয়ার প্রয়োজন আছে। সঞ্জীব শেঠ যদিও বা তাঁর আগেও একজনকে বিয়ে করেছিলেন।

bollywood bollywood actress Bollywood Actor Bollywood Couples