Govindaa: একাধিক সম্পর্কে জড়িয়েছেন, 'রোমিও' গোবিন্দার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এই নায়িকারাও..

Govindaa Bollywood Relationships: এর আগে এ আর রহমান দীর্ঘ ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। আর এবার গোবিন্দা। ৩৭ বছরের দাম্পত্য নাকি ভাঙতে চলেছে। যদিও বা সুনিতা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govinda birthday

Govinda: একাধিকবার কাদের কাদের প্রেমে পড়েছেন তিনি? Photograph: (ফাইল চিত্র )

নায়কের জীবনে প্রেম আসবে না, কিংবা কোনো নায়িকার সঙ্গে তিনি গুঞ্জনে জড়াবেন না, এও আবার হয় নাকি? অভিনেতা গোবিন্দা নাকি সম্পর্কে জড়িয়েছেন। মারাঠি এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাকি প্রেম শুরু হয়েছে। যে কারণেই তাঁর স্ত্রী সুনিতা আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন। 

Advertisment

এর আগে এ আর রহমান দীর্ঘ ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়েছেন। আর এবার গোবিন্দা। ৩৭ বছরের দাম্পত্য নাকি ভাঙতে চলেছে। যদিও বা সুনিতা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আগের মত আর সম্পর্কের জোরালো অনুভূতি হয় না। কিন্তু, গোবিন্দা এই প্রথম না, বরং তাঁর এর আগেও নাম জড়িয়েছে বহু নায়িকার সঙ্গে। তাঁরা কে কে? 

নীলম কোঠারি: এই নায়িকার সঙ্গে গোবিন্দার সম্পর্কের চর্চা ছিল তুঙ্গে। শুধু তাই নয়, এই নায়িকার সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তিনি। তাঁদের নাচ ছিল জনপ্রিয়। গোবিন্দা এক সময় ভেবেই নিয়েছিলেন যদি বিয়ে করতে হয়, তবে নীলমের মত কাউকেই করবেন। যদিও, নায়িকা তাঁকে কোনোদিন আশা দেননি। বরং বারবার এই জানিয়েছিলেন, যে এই বিয়ে সম্ভব না। 

রানি মুখোপাধ্যায়: আদিত্য চোপড়া ছাড়াও রানি মুখোপাধ্যায় এর সঙ্গে নাকি গোবিন্দা সম্পর্কে জড়িয়েছিলেন। ২০০০ সালের একটি ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও বা, এই খবর গোবিন্দার স্ত্রী অবধি পৌঁছতেই অশান্তি শুরু হয়। 

Advertisment

দিব্যা ভারতী: প্রয়াত এই নায়িকা নিজের রূপের কারণে এবং অভিনয় দিয়েই সকলের মন কেড়েছিলেন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। এমনও মনে করা হয়, তিনি যদি বেঁচে থাকতেন তবে অনেক নায়িকাই জায়গা পেতেন না। কিন্তু, তাঁর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা। শোলা ঔর শবনম ছবির সময় এই দুই তারকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেটি প্রেমে রূপ নিয়েছিল। 

রবিনা ট্যান্ডন: এই নায়িকার সঙ্গে বি টাউনের অনেক নায়কের প্রেমের চর্চা ছিল। সেই তালিকায় অক্ষয় কুমারের সঙ্গে সঙ্গে গোবিন্দা নিজেও রয়েছেন। যদিও বা সেটির আয়ু বেশিদিন ছিল না। 

মাধুরী দীক্ষিত: ধকধক গার্ল মাধুরী দীক্ষিত, যার একসময় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক ছিল, তাঁকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গোবিন্দা। কিন্তু, অভিনেত্রী সেটি প্রত্যাখ্যান করেন। 

bollywood Govinda entertainment Entertainment News Bollywood News Entertainment News Today Bollywood Actor