Pritish Nandy movies: প্রয়াত প্রীতিশ নন্দীর এই সিনেমাগুলি, না দেখলে চূড়ান্ত মিস করবেন...

Pritish Nandy Best 5 Movies: প্রীতিশ নন্দীর, এমন কিছু ছবি যেগুলি মানুষের মন ছুঁয়ে গিয়েছে কিন্তু, অনেকেই নজর এড়িয়ে গিয়েছেন। দেখে নেওয়া যাক একঝলকে।

Pritish Nandy Best 5 Movies: প্রীতিশ নন্দীর, এমন কিছু ছবি যেগুলি মানুষের মন ছুঁয়ে গিয়েছে কিন্তু, অনেকেই নজর এড়িয়ে গিয়েছেন। দেখে নেওয়া যাক একঝলকে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
pritish nandy movies best 5

এই ৫টি ছবি তাঁর, যেগুলি আপনার মনে ধরতে পারে... Photograph: (ফাইল চিত্র )

 Pritish Nandy Best 5 Movies: প্রয়াত জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক প্রীতিশ নন্দী। গতকাল রাতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। এবং তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। কিন্তু, নিজের জীবদ্দশায় বেশ কয়েকটি দারুণ দারুন ছবি তিনি উপহার দিয়েছেন। যেগুলি অনেকগুলোই দর্শক জানেন, এবং অনেকগুলি জানেন না।

Advertisment

তিনি একাধারে যেমন গল্প লিখেছেন, তেমনই প্রযোজনা করেছেন আবার সাংবাদিকতার পাশাপাশি তিনি মানুষের হয়েও কাজ করেছেন। এমন কিছু ছবি যেগুলি মানুষের মন ছুঁয়ে গিয়েছে কিন্তু, অনেকেই নজর এড়িয়ে গিয়েছেন। দেখে নেওয়া যাক একঝলকে।

প্যার কে সাইড ইফেক্টস: এই বলিউড ছবিটি অনেকের দেখা আবার অনেকের দেখা না। এই ছবিতে ছিলেন মল্লিকা শেরওয়াত এবং রাহুল বোস। এটি একটি কমেডি রোমান্টিক ছবি হিসেবেই বিখ্যাত।

চামেলী: করিনা কাপুর অভিনীত এই ছবিতে তাঁর শ্রেষ্ঠ অভিনয় দেখা গিয়েছে। এই ছবিতেও ছিলেন অভিনেতা রাহুল বোস। ব্যাংকার আমান এবং প্রস্টিটিউট চামেলীর মুম্বাই ভিত্তিক এক গল্প বেশ পছন্দ হয়েছিল দর্শকদের।

Advertisment

সুর: এটি একটি মিউজিক্যাল ড্রামা। এবং এই ছবিতে অভিনয় করেছিলেন গায়ক লাকি আলী এবং গৌরি কৌশিক। অন্যান্য মিউজিক্যাল ড্রামার মত এই ছবি জনপ্রিয়তা না পেলেও অনেকেই দেখেছেন এই ছবি।

ঝংকার বিটস: এটিও একটি মিউজিক্যাল ড্রামা। এবং এই ছবিতে একাধিক তারকার উপস্থিতি দেখা গিয়েছিল। এটি এমন একটি বন্ধুত্বের গল্প, যা সংগীতের মধ্যেই আবর্তিত হয়।

হাজারো খোইয়াইশে আইসি: এই ছবিটি যারা দেখেছেন তাঁরাই জানেন। এতে অভিনয় করেছিলেন চিত্রাঙ্গদা সিং, কে কে মেনন এবং শাইনি আহুজার মত তারকারা। এই ছবি নিয়ে আজও কথা বলেন বেশিরভাগ। এমনকি, এই ছবির রেটিং বেশ ভাল।

Death bollywood Pritish Nandy Bollywood Directors