Bollywood Wedding: দাম্পত্যের একবছর পেরনোর আগেই দ্বিতীয় বিয়ে, ছবি পোস্ট করে কী জানালেন পরিচালক কন্যা?

Aaliyah Kashyap: বিয়ের একবছর পূরণ হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে। অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ ছবি পোস্ট করে কী জানালেন?

Aaliyah Kashyap: বিয়ের একবছর পূরণ হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে। অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ ছবি পোস্ট করে কী জানালেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ফের বিয়ে করলেন আলিয়া

Aaliyah Kashyap Marriage: দিনটা ছিল ২০২৪-এর ১১ ডিসেম্বর। সেই দিন মনের মানুষের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে। পরিচালক কন্যা আলিয়া কাশ্যপ প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে নতুন জীবনে পা রেখেছিলেন। গায়ে হলুদ থেকে প্রাক-বিবাহ অনুষ্ঠানের সেলিব্রেশনের প্রতিটি মুহূর্ত সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হালকা গোলাপি লেহেঙ্গা পরিহিতা আলিয়া আর সোনালি রঙের শেরওয়ানিতে সুসজ্জিত শেন গ্রেগোয়ার প্রবেশ করেছিলেন বিয়ের মণ্ডপে। বিয়ের একবছর পার হওয়ার আগেই  দ্বিতীয়বার বিয়ে করলেন আলিয়া। স্বামীর সঙ্গে লাভিডাভি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন। 

Advertisment

কী ভাবছেন, শেন গ্রেগোয়ারের সঙ্গে ঘর ভেঙেছে আর চুপিসারেই দ্বিতীয়বার জীবনের নতুন ইনিংস শুরু করলেন? না, আসলে শেন গ্রেগোয়ারের সঙ্গেই নিউইয়র্কে খ্রীষ্টান মতে বিয়ে সারলেন আলিয়া। অনুরাগ কন্যা আলিয়ার পরনে সাদা গাউন, হাতে ফুলের তোড়া। শেনের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের এই বিশেষ দিনটি সেলিব্রেট করছেন আলিয়া। ছবি পোস্ট করে লিখেছেন, 'আমরা আবার বিয়ে করলাম।' কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জনেরা।

Advertisment

হিন্দু মতে বিয়েকর দিন অর্থাৎ ১১ ডিসেম্বর, মালা পরিয়ে জামাইকে জড়িয়ে ধরেছিলেন অনুরাগ। একে একে স্বাগত জানান সমস্ত অতিথিদের। সুহানা খান, খুশি কাপুর, বৈদং রায়না এবং ইমতিয়াজ় আলি ছাড়াও হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটাউনের বহু তারকা। অনুরাগ কাশ্যপের পরিবারের সদস্যরা এবং সদ্য বিবাহিত দম্পতির ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গিয়েছিল আনন্দে মেতে উঠতে। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হয়ে আংটি বদল করেছেন বনি কাপুরের মেয়ে অনশুলা কাপুর। 

ইনস্টাগ্রামে সই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছেন তাঁরা। হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোহন। সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে তারই ঝলক। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের নতুন অধ্যায় সেলিব্রেট করেছেন অনশুলা-রোহন। রবিবার ইনস্টা হ্যান্ডেলে রোহনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করেন অনশুলা। যেখানে একে অপরের ঠৌঁটে ভালবাসায় ডুব দিয়েছেন। 

Anurag Kashyap Bollywood News