Shah Rukh Khan-Mannat: সপরিবারে মন্নত ছাড়ছেন শাহরুখ! কোথায় ঠাঁই হচ্ছে কিং খানের?

SRK News: এবার যে শাহরুখ তাঁর পছন্দের মন্নত ছেড়ে বেরিয়ে আসছেন? কারণ কী? তাহলে কি আর সেই বাড়িতে থাকবেন না? কিং খান তো নতুন বাড়িও কিনেছেন পালিহিলে, তবে কি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk- shah rukh khan news

SRK-Mannat: মন্নত ছাড়ছেন শাহরুখ? Photograph: (ফাইল চিত্র )

Shah Rukh Khan: শাহরুখ ভক্তদের কাছে মন্নত এমন একটা জায়গা, যেখানে তাঁরা নিজের ঈশ্বরকে দেখতে পান। মুম্বাই ঘুরতে গিয়ে মানুষ শাহরুখের বাড়ি যাবেন না, এমনটা খুব একটা হয় না। সমুদ্রের খুব কাছাকাছি এই বাড়িটি শাহরুখের অনের স্বপ্নের এবং অনেক পরিশ্রমের ফল। কিন্তু জানা যাচ্ছে এবার সেই বাড়ি থেকেই নাকি সপরিবারে বেরিয়ে আসছেন তিনি?

Advertisment

শাহরুখের মন্নতের দিকে প্রচুর মানুষের নজর। তাঁর মধ্যে একজন তো অনুষ্কা শর্মা। বিরাট ঘরণী জানিয়েছিলেন শাহরুখ এর বাংলো তাঁর খুব পছন্দের। কোনোদিন তাঁর থেকে যদি কিছু ছিনিয়ে নিতে হয়, তবে সেটা এটাই হবে। কিন্তু, এবার যে শাহরুখ তাঁর পছন্দের মন্নত ছেড়ে বেরিয়ে আসছেন? কারণ কী? তাহলে কি আর সেই বাড়িতে থাকবেন না? কিং খান তো নতুন বাড়িও কিনেছেন পালিহিলে, তবে কি...

শাহরুখ নিজের নতুন বাড়ি পালিহিলেই থাকবেন সামনের কিছু দিন। সপরিবারে সেখানে শিফট করছেন তিনি। কিন্তু, মন্নত ছেড়ে তিনি আজীবনের মত যাচ্ছেন না। সূত্র মারফত খবর, তাঁর স্বপ্নের মন্নতে কাজ শুরু হবে। এবং অন্দরের ইন্টিরিয়র নাকি পুরোটাই পাল্টে যাবে। দুটি ফ্লোর যোগ করা হবে। গৌরী খান, প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছেন। পালি হিলের বাড়িতেই তাঁরা থাকবেন মে মাসের আগে থেকে। 

Advertisment

কাজ শুরু হবে মে মাস থেকে, এবং চলবে প্রায় ২ বছর ধরে। তারপর, আবার তাঁরা ফিরবেন। এবং পালি হিলের সেই বাড়িতেই আপাতত তাঁদের আস্তানা। চার তলা ভাড়া নিয়েছেন তাঁরা। ভাড়া দিতে হবে প্রায় ৩ কোটির কাছাকাছি। কিন্তু, এই খবর আসার পর থেকেই বেশ মন খারাপ শাহরুখ ভক্তদের। কারণ?

কিং খানের বাড়ির সঙ্গে তাঁর ভক্তদের স্মৃতি জড়িয়ে আছে। শাহরুখ ঈদ হোক বা তাঁর জন্মদিন, সবসময় নিজের বাড়ির বারান্দায় এসে হাত নাড়েন, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে। তাঁর জন্মদিন মানেই মন্নতের সামনে ভিড় এবং শুধু তাই নয়, শাহরুখের ভুল হয় না দেখা দিতে। আদৌ আসন্ন সময় সেটা হয় কিনা সেটাই দেখার।

mumbai Shah Rukh khan Mannat