শহরে বম্ব ব্লাস্ট, আর তার অভিযোগে পুলিশ গ্রেফতার করল ঋষি কাপুর ও প্রতীক বব্বরকে। তাপসী প্রতিজ্ঞা করেন তাঁদের পরিবারের নাম ডুবতে দেবেন না, ন্যায় হবেই। ট্রেলার দেখেই বোঝা যায় ছবিটি অন্য ধর্মের প্রতি মানুষের সাধারণ ধারণাকে প্রশ্ন করবে। সব মুসলমানই সন্ত্রাসবাদী নয় এবং সেরকমই সমস্ত হিন্দু ধর্মালম্বী মানুষ মুসলিমদের অপরাধী বলে চিহ্নিত করে না।
‘মুল্ক’ ছবিতে অভিনয় করেছেন ঋষি কাপুর, তাপসি পান্নু, প্রতীক বব্বর, মনোজ পাহওয়া ও রজত কাপুর। ‘তুম বিন’, ‘দশ’, ‘গুলাব গ্যাং’-এর পরিচালক অনুভব সিনহা এই ছবির পরিচালক।
এই ছবি নিয়ে আগেই তাপসী জানিয়েছিলেন, এই ছবিটা আমাদের প্রত্যেকের ভীষণ কাছের। কাস্ট থেকে ক্রু সকলেই প্যাশন নিয়ে কাজটা করেছে। সেটে এনার্জি দেখার মতো ছিল। আমরা তো রেকর্ড সময়ে ছবির শুটিং শেষ করেছি। ‘মুল্ক’ করার অভিজ্ঞতাটাই প্রশান্তি দেয়। ছবির ট্রেলারও তাপসী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
Here it is……
Kya yeh Mulk aapka Mulk hai???https://t.co/xJPrcPuxjs— taapsee pannu (@taapsee) July 9, 2018
‘মুল্ক’ ছবির শুটিং হয়েছে লক্ষ্মৌ ও বারানসীতে। ৩ অগাস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।