/indian-express-bangla/media/media_files/LaKOaE2SHiJWfcTXXY2v.jpg)
আদৌ সফল কারা? Photograph: (ফাইল)
/indian-express-bangla/media/media_files/2025/10/01/aamir-srk-salman-2025-10-01-18-25-38.jpg)
বলিউডের ভবিষ্যৎ কী? এই কথাটা মাঝে মধ্যেই শোনা যায়। শাহরুখ থেকে সলমন, এমনকি আমির খান-এদের হাত ধরেই বলিউড নতুন ছন্দ খুঁজে পেয়েছিল। আর বর্তমানে..
/indian-express-bangla/media/media_files/2025/10/01/a2-2025-10-01-18-26-03.jpg)
শেষ কিছু বছরে দেখা গিয়েছিল, জাহ্নবী কাপুর বা খুশি কাপুর- কিংবা অনন্যা পান্ডে- তাঁরা কেউ দর্শকের মন জয় করতে পারেনি। তাঁদের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/siddhant-ananya-2025-10-01-18-26-25.jpg)
এমনকি সিদ্ধান্ত চতুর্বেদী এমনও বলেছিলেন অনন্যা পান্ডেকে- তারা যেখানে স্ট্রাগল শেষ করেন সেখানে বাকিদের স্ট্রাগলস শুরু হয়। সেই নিয়েও কম জলঘোলা হয়নি। আলিয়া-রণবীরের পর তারকা সন্তানদের আর কেউ ভাল অভিনেতা নন- এমনটা ক্লেম করা হয়েছে বহু বার।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/made-a-new-friend-2025-10-01-18-26-48.jpg)
তবে, এখন কি ধারণা পাল্টেছে? এখন কি অনেকেই এমন বলছেন, বলিউডের বাগডোর যাদের হাতে রয়েছে তাঁরা ভাল কিছু করতে পারেন?
/indian-express-bangla/media/media_files/2025/10/01/a3-2025-10-01-18-27-12.jpg)
বিশেষ করে আরিয়ান খানের ব্যাডঅ্যাস অফ বলিউড দেখার পর থেকে অনেক দর্শক-ই জানিয়েছেন আরিয়ান কিং খান পুত্র হলেও বাবার রেপুটেশনকে তলানিতে মিশতে দেননি।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/a4-2025-10-01-18-27-30.jpg)
আরিয়ান যে ম্যাচিওরিটির সঙ্গে সবটা সামলেছেন পরিচালক হিসেবে তাঁর প্রথম কাজ-ই দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/made-a-new-friend-1-2025-10-01-18-27-50.jpg)
আরেকজনের কথা না বললেই নয় তিনি অহন পান্ডে। প্রথম ছবি সাইয়ারা দিয়েই তিনি বক্স অফিসে যে কামাল করেছেন সেকথা বলতেই হয়। এখন আসন্ন সময়ে তিনি আর কী কী ভাল কাজ উপহার দেন সেটাই দেখার।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/one-week-to-go-2025-10-01-18-28-44.jpg)
যদিও সইফ আলি খানের পুত্র ইব্রাহিম নাদানিয়ার মাধ্যমে ডেবিউ করে বেশ রোষে পড়েছিলেন। কিন্তু সরজমিনে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us