Sheezan Plays Holi: গতকাল সারা দেশজুড়ে পালিত হয়েছে দোলযাত্রা। এবং অনেকেই হোলি পালন করছেন আজ। যদিও একথা অজানা নয়, ইসলাম ধর্মাবলম্বীরা এখন রমজান পালন করছেন। গতকাল একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা গিয়েছিল, নামাজ পড়ে যখন মুসলিম ভাইয়েরা বাড়ি ফিরছেন তাদের দিকে পুষ্প বৃষ্টি করেই বসন্তের উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে।
আর এই ভিডিও নজরে আসতেই কেউ কেউ প্রশংসা করেছিলেন, আবার কেউ কেউ বলেছিলেন, এটা উচিত নয়। কিন্তু আজ আরেক হিন্দি টেলিভিশনের অভিনেতা সিজান খান, যিনি কিছু বছর আগেও তুনিশা শর্মার মৃত্যুর কারণে বেজায় ফেঁসেছিলেন। কারণ, তুনিশার সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিচ্ছেদ সকলেই জানতেন। যদিও, পরে প্রমাণিত হয় যে সিজানের এর সঙ্গে কোনও যোগ নেই। এদিকে, তিনি এখন নিজের ব্যক্তিগত জীবনে ফিরেছেন। অভিনেতাকে আজ রং মেখে দেখা গেল।
যদিও, নিজে থেকে তিনি রং লাগানোর সাহস দেখাননি। কিন্তু, যদি এত ভালবাসায় কেউ কাউকে রাঙিয়ে দিতে চায়, তাহলে না করা সম্ভব? নিশ্চই না। সিজানের সঙ্গে ঠিক তাই হয়েছে। এবং তিনি সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, সেই কথাই। নিজের নিত্যদিনের কি কেনাকাটা করতেই বাইরে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে এমন কান্ড হল, যে রমজান মাসেও রং না লাগিয়ে থাকতে পারলেন না। সিজান একটি ভিডিওর সঙ্গে সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর গালে লাল রঙের আবির।
অভিনেতাকে ভিডিওতে বলতে শোনা গেল, আমি একটু বাজার করতে গিয়েছিলাম। আর কী বলব, রং লাগিয়েই দিল। তাঁর সঙ্গে সঙ্গে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন.. "এটাই আমার দেশের সৌন্দর্য। আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। আমার বিল্ডিংয়ের সিকিওরিটি গার্ডরা দেখল আমার সারা গায়ে রং নেই, আর আমি পরিষ্কার ঘুরছি। তাঁরা বললেন, ভাই আপনি একটুও রং লাগান নি? আমি তাদের না করতে পারলাম না। বললাম, তাহলে আপনারা লাগিয়ে দিন।"
এদিকে, তাঁর এই রং খেলা দেখে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। তাঁরা বলছেন, বলতেই পারতেন যে আপনার ধর্ম অন্য ধর্মের উৎসব পালন করার অনুমতি দেয় না। কেউ বললেন, রমজানের খেয়াল আরও রাখতে পারতেন। কিন্তু, অভিনেতা তাঁদের সকলের উদ্দেশ্যে লিখছেন, "না, ওরা আমায় রং লাগানোয় কোনও সমস্যা হল, না আমার ইমান কমল, না আমি কম মুসলমান হলাম। মনে ভালবাসা থাকলে এসবের কিছু সমস্যা হয় না।"