গায়ক ও সুরকার আমাল মালিক সম্প্রতি একটি বক্তব্যে ঝড় তুলেছেন। তাঁর দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি কার্তিক আরিয়ানকে একঘরে করার চেষ্টা করছে। আমাল উল্লেখ করেছিলেন যে বড় প্রযোজক এবং তারকারা সকলে মিলে, একটি দল গঠন করেছেন যারা অভিনেতাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে চায়। এবং এই কাণ্ড এর আগেও হয়েছে এমনটাই দাবি করেছেন তিনি।
মির্চি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাল বলেন, "মানুষ এই শিল্পের বাস্তবতা এতদিনে বুঝে গিয়েছে। এত অন্ধকার এই সিনেদুনিয়ায়, যে বহু মানুষ প্রাণ হারিয়েছে। যেমন, সুশান্ত সিং রাজপুত, সামলাতে পারেননি পুরো বিশাটয়। তার সাথে যা ঘটেছে। কেউ এটাকে হত্যা, কেউ আত্মহত্যাকে দায়ী করছেন। যাই হোক না কেন, দিনের শেষে, মানুষটা তো চলে গেল না!"
Actor Death News: ৫৬-এ থামল পথচলা, প্রয়াত কিংবদন্তি অভিনেতা
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত সম্পর্কে কথা বলতে গিয়ে আমাল বলেন, "তার চারপাশের লোকেরাই হতাশার সৃষ্টি করেছিল। এই ইন্ডাস্ট্রি তেমনই একটা জায়গা। যখন এই সব প্রকাশ্যে এল, তখন সাধারণ মানুষের মনোভাব বলিউডের বিরুদ্ধে চলে গেল।" তাঁর আরও দাবি, সুশান্ত সিং রাজপুতের মতো কার্তিক আরিয়ানকেও একই পরিস্থিতিতে ফেলা হচ্ছে। তিনি বলেন, "ইন্ডাস্ট্রিকে এভাবে প্রকাশ্যে, কখনও কেউ ছোট হতে দেখেনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এই মানুষগুলোর কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এই অধঃপতন দেখার যোগ্য তাঁরা। তাঁরা এসব দেখার দাবি রাখে। একজন ভাল মানুষের প্রতি অন্যায় করা হয়েছিল। আর আজ আপনি দেখতে পাচ্ছেন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার্তিক আরিয়ানের ক্ষেত্রেও একই কাজ করার চেষ্টা করছে। তিনিও এসব সমস্যার সম্মুখীন হয়েছেন, তারপরও তিনি নেচে হেসে, সেসব সমস্যার মধ্য দিয়ে বেড়িয়ে এসেছেন।"
আমাল মালিক কার্তিক আরিয়ানের দৃঢ় মনোভাবের জন্য তার বাবা-মাকে কৃতিত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, "তার বাবা-মা তাকে সমর্থন ও গাইড করার জন্য দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছেন। তিনিও একজন নবাগত, যিনি এসে নিজেকে প্রমাণ করেছেন, তবুও কয়েক ডজন লোক তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে। যেন, পাওয়ার প্লে চলছে। বড় প্রযোজক ও অভিনেতারা সবকিছু করেন।" ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।