Ranveer Deepika Welcomes baby: অপেক্ষা শেষ, গণেশ চতুর্থীর পরের দিনেই রণবীর-দীপিকার কোলে এল সন্তান

Ranveer-Deepika Baby: দীপিকার প্রেগনেন্সিতে গ্লো ছিল দেখার মতো। কিছুদিন আগেই মাতৃত্বের বিশেষ ছবি দেখিয়েছিলেন অভিনেত্রী। আর আজ দিলেন সুখবর...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
deepika padukone pregnancy

Deepika ranveer welcomes baby: ছেলে না মেয়ে হল তাঁদের?


অবশেষে এল সেই সুখবর। বলিউডের পাওয়ার কাপলের ঘোর আলো করে এল সন্তান। রণবীর-দীপিকার কোল আলো করে এল নতুন অতিথি। আনন্দে আত্মহারা তারকা দম্পতি। 

Advertisment

বলিউডের এই দম্পতিকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। যেদিন থেকে দীপিকা তারঁ অন্তঃস্বত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই সমালোচনা ছিল। কেউ কেউ তো এমনও বলেছিলেন, দীপিকা নাকি গর্ভবতী নন। তবে, আজ সেই শুভদিন। বাবা-মা হলেন দীপিকা-রণবীর।

গতকাল গণেশ চতুর্থী উপলক্ষে সারা মহারাষ্ট্র যখন উৎসবে সামিল, তখন নতুন সদস্যকে আনতে হাসপাতালে পৌঁছান দীপিকা। তাঁর আগে এই শরীরেও গিয়েছিলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে। খালি পায়ে মন্দির অবধি হেঁটে যান, প্রার্থনা করেন। আর আজ দিলেন সুখবর। এমন, দারুণ সুন্দর সময়ে তাঁদের সন্তান আসায় আনন্দে ভক্তরাও। 

সুত্র বলছে, এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক হলেন তাঁরা। কিছুদিন আগেই দীপিকা তাঁর প্রেগনেন্সি শুটের ছবি দিয়েছিলেন। সাদা কালো ছবিগুলো মন ছুঁয়ে গিয়েছিল সকলের। আর আজ সন্তান এল তাঁদের ঘরে। 

Advertisment

এখন কেমন আছেন দীপিকা? 

সুত্র বলছে, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। বাড়িতে রাজকুমারী আসার আনন্দে আত্মহারা তাঁরা। বলিউডে ফের একবার কন্যা সন্তান এল তারকা দম্পতির ঘরে। বিপাশা করণ, রনবীর-আলিয়া, বরুন-নাতাশার পর এবার দিপিকা-রনবীর। 

bollywood deepika padukone Ranveer Singh bollywood actress Bollywood Actor Bollywood Couple