একমাত্র শাহরুখ খান ও গৌরী খানের লভস্টোরিই বোধহয় দর্শক ভুলতে পারবে না। এতবছর পরও এই দুই লভবার্ডসের রসায়ন নিয়ে চর্চা হয়। এবার ইউরোপ ট্যুরেও এর ব্যতিক্রম হল না। কিং অফ রোমান্সের অ্যাকাউন্ট ছেয়ে থাকল গৌরীর ছবি। শুধু গৌরী খান পুরো খান বিগ্রেডের ছবি। এই মূহুর্তে বলিউড বাদশা ব্যস্ত তাঁর পরিবারকে নিয়ে। স্ত্রী গৌরী, ছেলে আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানার সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ইউরোপ।
জিরো সিনেমার নায়ক টুইটারে শেয়ার করেছেন বেড়ানোর ছবি-
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুহানার সঙ্গে এই ছবিটিই শেয়ার করেছেন শাহরুখ খান।
আরিয়ান খানকে দেখা গেল ছোট ভাই আব্রামের সঙ্গে খুনসুটি করে। ফোটো- আরিয়ান খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল।
সোশাল মিডিয়ায় সুহানা খানের ফলোয়ার দেখেই আন্দাজ করা যায় তিনি এখনই তারকা।
ইউরোপের রাস্তায় দুই ছেলের সঙ্গে পোজ দিতে ব্যস্ত বলিউড বাদশা। ফোটো- গৌরী খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল
আরও পড়ুন, Exclusive: আদিত্য নারায়ণকে দেখা যাবে ‘খতরোঁ কি খিলাড়ি’ তে
শাহরুখ ও গৌরী দুজনেই, সুহানা, আরিয়ান ও আব্রামের ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায়। সুহানার সঙ্গে কিং খানের ছবিতো এখন টক অফ দ্য টাউন। সদ্য 'জিরো' ছবির শুটিং শেষ করেছেন শাহরুখ। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই ছবিতে তিনি একজন খর্বকায় মানুষের ভূমিকায়। ছবিতে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ছবিতে। এবছরই ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা 'জিরো'-র।