/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/simmba-759-1.jpg)
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে 'সিম্বা আলা রে আলা সিম্বা আলা' র শুটিং
রোহিত শেঠির ছবির গান মানেই অনেক আড়ম্বর ও প্রচুর খরচা করে বানানো। পরিচালক তার ডিসেম্বরের রিলিজের জন্য সেই একই মন্ত্র নিয়েছেন। গোলমাল পরিচালক কপ ড্রামা 'সিম্বা'র টাইটেল সংয়ের শুট করছেন রণবীর সিংয়ের সঙ্গে। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে 'সিম্বা আলা রে আলা সিম্বা আলা'-র শুটিং। শুটিং ফ্লোর দেখেই দিব্যি মালুম দিচ্ছে যে সব হিন্দি ছবির শুটিং রেকর্ড অর্থ ব্যয় হয়েছে, এ গান ঠাঁই পাবে সে তালিকার মধ্যেই।
'সিম্বা' প্রযোজনা করথেন ধর্মা প্রোডাকশন ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।নিজের টুইটার হ্যান্ডেলেই রণবীর সিং পোস্ট করেছেন শুটিংয়ের ভিডিও। আর সেখানেই দেখা যাচ্ছে একসঙ্গে প্রচুর নৃত্যশিল্পী মহড়া দিচ্ছেন নাচের। টুইটে তিনি বলেন, "দেখুন! এখানে কী কাণ্ড হচ্ছে। আমি আমার জীবনের সবথেকে বড় গানের শুটিং করছি। ডান্সারদের সংখ্যাটা একবার দেখুন, সেটটা লক্ষ্য করুন, ইটস ম্যাডনেস''।
SABSE BADA GAANA!!!
????????????????????????????????????#RohitShetty@Acharya1Ganesh#Simmba ????????♂ pic.twitter.com/BA1Y4cWeuB— Ranveer Singh (@RanveerOfficial) June 28, 2018
আরও পড়ুন, Sanju movie box office prediction: প্রথমদিনেই আয় করতে পারে ৩০ কোটি টাকা
বাজিরাও আরও বললেন, ''বেসিক্যালি! বস এখন নেই''। বলতে বলতেই রোহিত শেঠির রঙ্গমঞ্চে আগমন। তিনি কথাও শোনালেন নায়ককে। বললেন, ''আমি তোমার জন্যে বহু খরচ করেছি''। এই প্রথমবার জুটি বেঁধেছেন রোহিত শেঠি ও রণবীর সিং। এরআগে পরিচালকরে বেশিরভাগ অ্যাকশন ও কমেডি ছবির হিরো ছিলেন অজয় দেবগণ। আর এই পাওয়ার-প্যাকড গানের কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। এর আগে পদ্মাবত ছবিতে খলি-বলি ও মলহারি গানে অভিনেতা পা মিলিয়েছেন গণেশের তালে।
ছবিতে ডেবিউ করছেন সেইফ আলি খানের কন্যা সারা আলি খান২০১৫ সালের তেলুগু ছবি টেম্পার থেকে অনুপ্রানিত সিম্বা। টেম্পার ছবিতে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর, কাজল আগরওয়াল ও প্রকাশ রাজ। এই ছবিতে শুধু রণবীর-রোহিতের যুগলবন্দিই প্রধান আকর্ষণ নয়। ছবিতে ডেবিউ করছেন সইফ আলি খানের কন্যা সারা আলি খান। ধর্মা প্রোডাকশনস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এই ছবি মুক্তি পেতে চলেছে ২৮ ডিসেম্বর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us