Neha Kakkar: নিজের দোষেই কি তবে এই বিপদ ডেকে আনলেন? আবেগপ্রবণ নেহার দাবি, 'সত্যিটা একদিন...'

তিনি কেন সেখানে তিন ঘণ্টা দেরি করে পৌঁছলেন, এই কারণেই নানা কথার শিকার হতে হয় তাঁকে। মানুষ তাঁকে উদ্দেশ্য করে গো ব্যক স্লোগান দিতে থাকেন। আর তারপরই স্টেজে তাঁকে কাঁদতে দেখা যায়...

তিনি কেন সেখানে তিন ঘণ্টা দেরি করে পৌঁছলেন, এই কারণেই নানা কথার শিকার হতে হয় তাঁকে। মানুষ তাঁকে উদ্দেশ্য করে গো ব্যক স্লোগান দিতে থাকেন। আর তারপরই স্টেজে তাঁকে কাঁদতে দেখা যায়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কনসার্ট নিয়ে প্রথ প্রতিক্রিয়া নেহার

কনসার্ট নিয়ে প্রথ প্রতিক্রিয়া নেহার

দেরি করে শো করতে পৌঁছেছিলেন তিনি। মেলবোর্নে নেহা কক্কর শো করতে গিয়েই যা সমস্যার মুখে, বলা উচিত যেভাবে তিনি রোষানলে পড়েছিলেন, তাতে তারকাদের উপস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ঠিক তেমনই তাঁদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন করেছিলেন নেহার ভাই টনি। আর এবার গায়িকা নিজেই মুখ খুলেছেন। 

Advertisment

তিনি কেন সেখানে তিন ঘণ্টা দেরি করে পৌঁছলেন, এই কারণেই নানা কথার শিকার হতে হয় তাঁকে। মানুষ তাঁকে উদ্দেশ্য করে গো ব্যক স্লোগান দিতে থাকেন।  আর তারপরই স্টেজে তাঁকে কাঁদতে দেখা যায়। এমনকি, সকলের কাছে অনুরোধ করতে থাকেন তিনি। নিজের কাজের জন্য অনুতপ্ত নেহা গান গাওয়ার আগে যে এহেন সমস্যার সম্মুখীন হবেন, একথা যেন ভাবতেও পারেননি। অভিযোগ এসেছে তিন ঘণ্টা অপেক্ষা করার পর, মাত্র ১ ঘন্টাও ঠিক করে গান গাননি তিনি। তাঁর ভাই বোনের ওপর আরোপিত সমস্ত অভিযোগ সাফ করে বলেছিলেন...

যদি কোনো শহরে আপনাকে আমন্ত্রণ জানানো হয়, আপনারা যাতায়াত থেকে শুরু করে, হোটেল বুকিং থেকে নানা দায়িত্ব সেই কর্মকর্তারা নেওয়ার পরেও আপনি সেখানে গিয়ে জানতে পারেন, এসব কিছুই আয়জন করা নেই। তাহলে? আপনার দেরি হওয়া স্বাভাবিক। তাঁর বোনকে ভুল কারণে দোষী করা হচ্ছে, এমনটাই জানিয়েছিলেন। কিন্তু এবার তিনি মুখ খুলেছেন। 

গায়িকা, যিনি অত্যন্ত আবেগী এবং অত্যন্ত সহজেই কেঁদে ফেলার জন্য দারুন বিখ্যাত, তিনি নিজের সমাজ মাধ্যমে গিয়ে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নিজের মনের ভাব প্রসঙ্গে জানিয়েছেন। তাঁকে ভুল বোঝা হচ্ছে, তাঁকে মানুষ ভুল ভাবছেন, এমনটাই জানিয়েছেন তিনি। ক্রন্দনরত সুরে তিনি সমাজ মাধ্যমে লিখলেন...

Advertisment

"সত্যের জন্য অপেক্ষা করুন, কারণ! আপনারা অনেক তাড়াতাড়ি আমায় জাজ করছেন।" সঙ্গে বেশ কয়েকটি দুঃখের ইমোজি পর্যন্ত জুরেছেন তিনি। যদিও প্রথম থেকেই গায়িকা জানিয়েছিলেন, তাঁর এসব ক্ষেত্রে কোনও হাত নেই। বরং, বেশ কিছু অসুবিধার কারণেই এসবের সম্মুখীন হয়েছেন তিনি। 

bollywood songs Bollywood News bollywood movie Neha Kakkar