বলিপাড়ার সঙ্গীত বিশেষজ্ঞদের এ হল কী? তাঁরা খালি নেচে চলেছেন? হ্যাঁ, শেষ কিছুদিনে খেয়াল করলে দেখা যাবে এই দৃশ্যও বিদ্যমান। অর্থাৎ? শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং এর সুনিধি চৌহান তো বহুদিন ধরেই নেচে চলেছেন।
গায়করা পারফর্ম করতে গিয়ে কোমর দোলাবেন একথা নতুন নয়। কেউ পায়ে তাল দেন, আবার কেউ কেউ কোমর দোলান। কিন্তু, শেষ কিছুদিন সব বলিউডের সঙ্গীত মহারথীরা নেচে চলেছেন। সেই তালিকায় রয়েছেন বলিউডের বিগশট শিল্পীরা। পাঞ্জাবি তরিকা দিলজিৎ কলকাতায় এসে গানের সঙ্গে সঙ্গে নেচে তাক লাগিয়েছেন। অন্যদিকে, দেখা যাচ্ছে সেই তালিকায় রয়েছেন অরিজিৎ সিং নিজেও।
অরিজিৎ, যিনি স্টেজে গান ছাড়া মাঝে মধ্যে একটু আধটু কথপোকথন করেন ভক্তদের সঙ্গে তাঁকে দেখা গেল স্টেজে নাচতে। শাহরুখ এর জন্য যে চলেয়া গান তিনি গেয়েছেন, সেই গানটিতে নেচে কাঁপিয়ে দিলেন তিনি। পরনে কমলা রঙের জ্যাকেট, স্টেপ বাই স্টেপ অরিজিৎ নাচলেন। তাঁর সঙ্গে সঙ্গে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই তিনি তখন চিৎকার করতে ব্যস্ত।
অন্যদিকে রয়েছেন শ্রেয়া ঘোষাল। গায়িকা তাঁর সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন গোটা ভারতকে। তাঁর গান মানেই মন ভাল হয়ে যাওয়া। কিন্তু, শ্রেয়া দারুণ গানের সঙ্গে সঙ্গে নাচতেও পারেন। তিনি ড্যান্স মাস্টার গনেশ আচার্যের সঙ্গে নাচতে ব্যস্ত। পুষ্পা ২ গানের তালে কোমর দোলালেন তিনি। তাঁকে নাচতে দেখে কেউ বললেন, আপনি তো অসাধারণ নাচতেও পারেন। আবার কেউ বললেন, নাচটা তো আপনি ভালই পারেন দেখছি।
এই তালিকায় বহুদিন আগে নাম লিখিয়েছেন সুনিধি চৌহান। তাঁকে অনেকবার দেখা গিয়েছে স্টেজে গানের সঙ্গে সঙ্গে হট মুভস দেখাতে। কিছুদিন আগেই সন্যা মালহোত্রার সঙ্গে একটি ছবি শেয়ার করে আগুন লাগিয়েছিলেন তিনি। আজও একটি ছবি তবে নতুন গানের তরফে শেয়ার করেছেন।