/indian-express-bangla/media/media_files/2025/05/16/AL5coe696ULw8DkFW1WD.jpg)
সত্যিই কি ইনি সেই ভাইরাল রাজু দা?
Kolkata Based Viral Raju da-Sitare Zamen Par: আমির খান এবার একদম অন্য অবতারে। তিনি তারে জামিন পর ছবির মাধ্যমে আলোড়ন তুলেছিলেন। তবে, এবার সেই ছবির পরবর্তী ভাগ আসছে। যার নাম সিতারে জমিন পর। তারে জমিন পরে, তিনি ছিলেন নিকুম্ভ স্যার - যিনি বাচ্চাদের আর্ট ক্লাস নিতেন। আর এই ছবিতে তিনি একদম অন্যরকম ভুমিকায়। তাঁকে অস্থির একটি চরিত্রে দেখা যাবে। একটু খেয়াল করলে দেখা যাবে, এখানে অভিনেতা ভীষণ বদরাগী, বদমেজাজির ভুমিকায়।
সিতারে জমিন পরের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেখা যাচ্ছে, আমির খানের ছবি নিয়ে নানা আলোচনা। কেন? এই ছবিকে অন্য একটি ছবি থেকে টোকা বলেই দাবি করেছেন অনেকে। ২০২৩ সালের ছবি, চ্যাম্পিয়নস থেকেই নাকি মিস্টার পারফেকশনিস্ট এই ছবি টুকেছেন। সেই নিয়ে জলঘোলা পর্যন্ত হয়েছে। কিন্তু, এই ছবিতে বেশ কয়েকজন নতুন অভিনেতা অভিনয় করেছেন, যাদের নিয়ে বেশ কথা হচ্ছে।
এই অভিনেতারা বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পী। এবং তাঁরা যে ধরণের কাজ এবং অভিনয় করেছেন, কিংবা ট্রেলারে যেটুকু দেখা গিয়েছে তাতে তাঁদের প্রশংসা করতে হয়। আরেকটু খেয়াল করলে দেখা যাবে, এই ছবিতে আমির খান যে ভুমিকায় অভিন্য করেছেন, তাঁদের সঙ্গে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের এইক দারুণ যোগ রয়েছে। এক বাস্কেট বল কোচের ভুমিকায় অভিন্য করেছেন তিনি। আর এই ছবিতেই এমন একজনকে দেখা গিয়েছে, যাকে দেখে চমকে উঠেছিলেন বাংলার মানুষ। কেন? রঙ্গিন চুল, মুখের গড়ন দেখলে বোঝা দায়, যে তিনি আদৌ বাংলার ভাইরাল পকেট পরোটা বিক্রেতা রাজু দা কিনা।
রাজু দা, সমাজ মাধ্যমে ভাইরাল। তিনি শিয়ালদহ স্টেশনে পকেট পরোটা বিক্রি করতেন। এক পেলেটে ৩টি পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল-পেঁয়াজ, একটা সিদ্ধ ডিম - ত্রিশ টাকা। এই মানুষটা বিনোদুনিয়ায় ভাগ নিচ্ছিলেন একথা অনেকেই শুনেছিলেন। বেশ কয়েকটি কাজ নাকি হাতেও ছিল তাঁর। তাহলে কি তিনিই বলিউডের বুকে পা রাখলেন? দেখতে অবিকল রাজু দা। সেই রোগা-পাতলা চেহারা, সেই মুখের কাট! প্রশ্ন উঠছে অনেক। তিনি রীতিমতো ভাইরাল। কিন্তু কে এই ব্যক্তি?
তাঁর নাম আয়ুশ বনসালি। আয়ুশ এক বিশেষ ক্ষমতাসম্পন্ন অভিনেতা। তিনি অভিনয় করেছেন এই ছবিতে। এবং মোটেই রাজুদার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।