Advertisment
Presenting Partner
Desktop GIF

রিহানা-থুনবার্গের ট্যুইটের সমালোচনায় এককাট্টা বলিউড

'যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি চেষ্টা করছেন, তাদের থেকে দূরে থাকা উচিত'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করে বিদেশ মন্ত্রকের বিড়ম্বনা বাড়িয়েছেন পপস্টার রিহানা আর পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। আর এই ট্যুইতের সমালোচনা করে সোচ্চার হল বলিউড। যদিও কড়া ভাষায় এই দুটি ট্যুইটের নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের সেই ট্যুইটেরর সমর্থনে এগিয়ে এসে অক্ষয় কুমার বলেন,'আমাদের একটা গঠনমূলক সমাধানের পথ খোঁজা উচিত। যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি চেষ্টা করছেন, তাদের থেকে দূরে থাকা উচিত।' অজয় দেবগণের ট্যুইট ভারত-বিরোধী মিথ্যা কোনও প্রোপাগান্ডায় ঢোকা উচিত নয়। একসঙ্গে থেকে ভারত-বিরোধী নীতির সমালোচনা কড়া উচিত।'

Advertisment

করণ জোহর লিখেছেন, 'আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ধৈর্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।' তাঁর আরও সংযোজন, 'কৃষকরা আমাদের শিরদাঁড়া। তাই ওদের যাতে কেউ বিভাজন করতে না পারে।' বলিউড প্রযোজক একটা কাপুর লেখেন, 'আসুন এক হয়ে ভারত-বিরোধী প্রচার রুখে দিই।'

এদিকে, কৃষকদের সমর্থনে টুইট করে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) নিশানায় রিহানা (Rihanna)। মার্কিন পপস্টারকে ‘পর্ন গায়িকা’ বলে কটাক্ষ করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। এর আগেও একটা টুইটে তাঁকে আক্রমণ করে বলেছিলেন, “চুপ করে বসো, বোকা। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না!” তবে মার্কিনি গায়িকা যদিও এসবের কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বলে মনে করেননি, কিন্তু অভিনেতা তথা গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) ইতিমধ্যেই রিহানার এমন পদক্ষেপের প্রশংসা করে গান উৎসর্গ করে ফেলেছেন।

প্রসঙ্গত, এর আগে কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন দিলজিৎ ও কঙ্গনা। গোটা নেটজনতা তার সাক্ষী। এছাড়াও সিংঘু সীমান্তে গিয়ে কৃষকদের বিক্ষোভে শামিল হয়ে সরকার পক্ষের সমালোচনা করেছিলেন অভিনেতা। সেই থেকেই দিলজিতের উপর রাগ কঙ্গনার। অভিনেতা যদিও বেশ মোক্ষম জবাব দিয়েই নেটদুনিয়ায় চুপ করিয়েছিলেন কঙ্গনা রানাউতকে। তবে এবার ফের রিহানার টুইট নিয়ে কঙ্গনা-দিলজিতের যুযুধান শুরু হয়েছে

bollywood Farmers Movement Tweet
Advertisment