রবিবার মাতৃদিবস উপলক্ষে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে শেয়ার করলেন শ্রীদেবীর সঙ্গে তাঁর ছোটবেলার ছবি। সেখানে ক্যাপশনে প্রয়াত সুপারস্টারকে তিনি লিখেছেন,”চেরিস দেম, লিসেন টু দেম, মায়েদের উদ্দ্যেশ্য পৃথিবীর সমস্ত ভালবাসা। হ্যাপি মাদার’স ডে”। গতবছর ফেব্রুয়ারী মাসে মা’কে হারিয়েছেন ধড়ক অভিনেত্রী। হঠাৎই দুবাইয়ে এক বিয়েতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় শ্রীদেবীর। যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছেন ছোট্ট জাহ্নবী। গলায় মায়ের নেকপিস।
শুধু জাহ্নবী নয় আরও অনেক তারকারা তাদের মায়ের আদর শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, শিল্পা শেট্টি, সোহা আলি খান থেকে দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ প্রত্যেকে সোশাল মিডিয়ায় মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
Cherish them, listen to them, give them all the love in the world ❤️ Happy Mother’s Day
এদিকে ২০১৭ মা হয়েছেন সোহা আলি খান । তিনিও এদিন মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। শুধু মায়ের সঙ্গেই নয় মেয়ের সঙ্গেও ছবি শেয়ার করেছেন সোহা। এই তালিকা থেকে বাদ যাননি জ্যাকলিন ফার্নান্ডেজও। ইনস্টাগ্রামে তিনি লিখলেন, ”মা তোমায় মিস করছি। হ্যাপি মাম্মি’স ডে!”
View this post on Instagram
First Mother’s Day as a mother naaaaah that was three years ago! #motheroftwo
নিজের শাশুড়ি ও মা, দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন জেনেলিয়া ডি’সুজা। হ্যাপি মাদার’স ডে।
Read the full story in English