scorecardresearch

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আটক রামচন্দ্র গুহ, নিন্দায় সরব চলচ্চিত্র জগৎ

দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের মাঝেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংস্কৃতি জগতের মানুষেরা।

CAA
রামচন্দ্র গুহ আটকের প্রতিবাদের মুখ খুললেন বিদ্বজ্জনেরা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে করতে গিয়ে বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরু পুলিশ আটক করে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। দেশজুড়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের মাঝেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংস্কৃতি জগতের মানুষেরা। পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন সহ বহু বিদ্বজ্জনেরা।

বেশ কয়েকদিন ধরেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে, ভারতের ছাত্রদের উপর আঘাতের সমালোচনায় মুখর হয়েছেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। রামচন্দ্র গুহ আটকের প্রতিবাদেও এর অন্যথা হল না। অত্যন্ত নিন্দনীয় বলে গর্জে উঠলেন অভিনেতারা।

আরও পড়ুন, ‘মায়াকুমারী’-র শুটিং চলছে, দেখে নিন তারই কিছু ঝলক

টুইট করে ঘটনা কড়া সমালোচনা করেছেন কমল হাসান, অনুরাগ কাশ্যপ, ফারহা খান, স্বরা ভাস্করের মতো সিনেমা জগতের মানুষেরা। অপর্ণা সেনের বক্তব্য, ”রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদবদের আটকের নিন্দা করছি। এটা অন্যায়। ১৪৪ ধারা জারি করে প্রতিবাদ আটকানো যায় না।”

আরও পড়ুন, গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের উপর আক্রমণ অন্যায়, নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা

শুধু চলচ্চিত্র জগতের মানুষরাই নন মমতা বন্দ্যোপাধ্যায়, পি চিদাম্বরমর, প্রিয়াঙ্কা গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা টুইট করে প্রতিবাদ জানিয়েছেন। জরুরি অবস্থার আশঙ্কা প্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, দেশের বিভিন্ন জায়গায় যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে নেমেছেন আন্দোলনকারীরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bollywood tollywood celebrities condemn on detained of ramchandra guha