Entertainment Latest Highlights: স্বামী হারানোর যন্ত্রণা, জীবন যুদ্ধে যা হল অভিনেত্রীর

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
indu1

জেনে নিন আপডেট...

 Entertainment Latest Highlights: মালায়ালম টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দুলেখা, যিনি দীর্ঘসময় ধরে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি সমাজের দৃষ্টি ও ব্যক্তিগত জীবনের, লড়াই নিয়ে মুখ খুলেছেন। বহু বছর ধরে তিনি আলোচনায় থাকলেও, অভিনেত্রী স্বীকার করেছেন যে এখনও সমাজকে ভয় পান। বিশেষত তাঁর স্বামীর মৃত্যুর পর সেই ভয় আরও বেড়ে যায়।

Advertisment

‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দুলেখা বলেন, "আমার স্বামী, পরিচালক শঙ্করন পোট্টি মারা যাওয়ার সময়, আমি একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছিলাম। আমার মেয়ে তখন খুব ছোট। বাইরে বেরোলে মানুষের সমালোচনামূলক মন্তব্য শুনতে পেতাম, তাদের অদ্ভুর দৃষ্টি টের পেতাম। তাই কাজ করার আগে অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হত।" 

  • Oct 29, 2025 16:13 IST

    Sreelekha Mitra: অবৈধ বাজির প্রতিবাদেই বড় মাশুল গুনছেন শ্রীলেখা? গায়েব অভিনেত্রীর বিড়াল!

    অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে নেমে এসেছে আবারও গণ্ডগোল। তিনি যে বসত বাড়িতে বাস করেন, সেখানে তাঁকে নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এতগুলো বছর ধরে তিনি যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই নিয়ে নানা ধরনের বক্তব্য রেখেছেন। তাঁর ফ্ল্যাটে একের পর এক, দিনের পর দিন, যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, আজও একবার তিনি সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করেছেন সমাজের মাধ্যমে। 



  • Oct 29, 2025 15:14 IST

    Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..

     Dev-Shubhashree: গতকাল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী উপলক্ষে চন্দননগর বিরাট ভিড়ের সাক্ষী থেকেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়- যাকে লেডি সুপারস্টার বলা হয়ে থকে। তিনি তাঁর শো অনুসন্ধান নিয়ে এখন বেজায় ব্যস্ত। শুধু তাই ন্য, গতকাল আলোর শহরে নিজের নতুন সিরিজের ট্রেলার লঞ্চ নিয়েই হাজির হয়েছিলেন তিনি। দৈবক পাড়া পুজো মণ্ডপে পা রাখার সঙ্গে সঙ্গেই সেখানে যে হারে মানুষ জড়ো হলেন, তা দেখার মত। 



  • Advertisment
  • Oct 29, 2025 13:18 IST

    Rajinikanth-Dhanush Bomb Threat: ভয়ঙ্কর আতঙ্কে রজনীকান্ত! কী এমন ঘটল তাঁর বাড়িতে? ভয়ে কাঁপছেন ধনুশ-ও

    Rajinikanth-Dhanush Bomb Threat: ২৭শে অক্টোবর চেন্নাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিনেতা রজনীকান্ত এবং ধনুশের বাড়িতে বোমা হামলার হুমকি সংক্রান্ত একটি ই-মেইলের জবাব দেয়। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালকের (DGP) অফিসে পাঠানো ওই ইমেলে অভিযোগ করা হয় যে, এই দুই অভিনেতার পাশাপাশি তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেবালপেরুন্থাগাই-এর বাড়িতেও বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছে।



  • Oct 29, 2025 10:50 IST

    Hiten Tejwani: ৩০ দিন ডাবল শিফটে কাজ-ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা

    Hiten Tejwani-22 Working Hours: বিনোদন জগতে কাজ করা যথেষ্ট পরিশ্রমের। বিশেষত সিনেমা ও ডেইলি সোপের ক্ষেত্রে। বহুবার টেলি অভিনেতা-অভিনেত্রীরা জানিয়েছেন কীভাবে তাঁদের কঠিন সিডিউল সামলাতে হয়। মা হওয়ার পর দীপিকা পাডুকোন আট ঘণ্টার শিফটে কাজ করার শর্ত রেখেছেন। যে কারণে ছবি থেকে বাদ পর্যন্ত পড়তে হয়েছে। শুধু তাই নয়, কটাক্ষের শিকারল বলিউডের মস্তানি। ইন্ডাস্ট্রির বহু সতীর্থ তাঁর সঙ্গে সহমত আবার অনেকেই বিরোধীতা করেছেন। এইরকম পরিস্থিতিতে শুটিং সিডিউল নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় টেলি অভিনেতা হিতেন তেজওয়ানি। সিদ্ধার্থ কাননের শোয়ে এসে অভিনেতা স্বীকার করেছেন গত ২৫ বছর ধরে তিনি নিজের শরীরকে নিংড়ে কাজ করেছেন। 



  • Oct 29, 2025 10:07 IST

    The Captain America star: ‘ক্যাপ্টেন আমেরিকা’ থেকে ‘ক্যাপ্টেন ড্যাড’! নতুন শুরু অভিনেতার..

    The Captain America star:  অভিনেতা ক্রিস ইভান্স এবং তাঁর স্ত্রী আলবা ব্যাপটিস্ট তাঁদের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। প্রেম-ভালবাসা এবং দাম্পত্যের পর এবার তারা নতুন অধ্যায়ে পা রেখেছেন। জনপ্রিয় হলিউড তারকা ক্রিস ইভান্স, যিনি "ক্যাপ্টেন আমেরিকা" চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত, এবং তাঁর স্ত্রী আলবা ব্যাপটিস্ট সম্প্রতি তাঁদের প্রথম সন্তানের জন্মের খবর জানিয়েছেন। 



  • Oct 29, 2025 09:19 IST

    স্বামী হারানোর পর কটূ কথা, সমাজের তির্যক চাহনি বদলে দিল অভিনেত্রীর জীবন

    মালায়ালম টেলিভিশনের জনপ্রিয় মুখ ইন্দুলেখা, যিনি দীর্ঘসময় ধরে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, সম্প্রতি সমাজের দৃষ্টি ও ব্যক্তিগত জীবনের, লড়াই নিয়ে মুখ খুলেছেন। বহু বছর ধরে তিনি আলোচনায় থাকলেও, অভিনেত্রী স্বীকার করেছেন যে এখনও সমাজকে ভয় পান। বিশেষত তাঁর স্বামীর মৃত্যুর পর সেই ভয় আরও বেড়ে যায়।



Entertainment News Today bollywood