Entertainment Latest Highlights: না ফেরার দেশে কিংবদন্তি

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Ozzy Osbourne, the voice of metal rebellion and survival passed away at 76

প্রয়াত অভিনেতা

Entertainment Latest Highlights:

Advertisment

বয়স হয়েছিল ৬০ বছর। প্রসঙ্গে প্রবীন ইসরায়েলি অভিনেতা অ্যালন অ্যাবাউটবুল। মঙ্গলবার ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিনেতা সাঁতার কাটতে গিয়েই জীবন হারালেন। স্বাচ্ছন্দ্যমতো সাঁতার কাটতে গিয়েছিলেন। কিন্তু, আর শেষরক্ষা হল না। সূত্রের খবর, ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। এবং, অনেক চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন? কী দেখেছিলেন তাঁরা চোখের সামনে? অভিনেতাকে তাঁরা সাঁতার কাটতে যেতে দেখেন, কিন্তু যখন তিনি জল থেকে উঠে এলেন তখন...

 

  • Jul 30, 2025 20:19 IST

    Jeetu Kamal: বাড়ছে ভুল বোঝাবুঝি? কথাও বন্ধ? বিতর্কের আঁচ পেতেই দিতিপ্রিয়াকে নিয়ে সোজাসাপ্টা জিতু..

    জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুটিং ফ্লোরে, অনেক ধরনের ঘটনা ঘটে। এবং কানাঘুষো শোনা যাচ্ছিল, জিতুর ওপর নাকি বেজায় চটেছেন  দিতি। এবং, কারণ? তাঁদের চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে নানা আলোচনা। সেখানে এক অসমবয়সী প্রেম দেখানো হয়েছে। এবং কিছুদিন আগেই অভিনেতাকে একটি পোস্ট করতে দেখা যায়। যেখানে দেখা গিয়েছিল, শুটিংয়ের প্রয়োজনেই একটি অন্তরঙ্গ দৃশ্যে তিনি তাঁকে জড়িয়ে রয়েছেন। এবং সেই ছবির ক্যাপশনে বেশ রোমান্টিক এক ক্যাপশনে লিখেছিলেন।



  • Jul 30, 2025 17:33 IST

    Guess who: সাদা চুলের আড়ালে কোঁকড়ানো চামড়া, এই অভিনেতার জোরালো দৃষ্টি সবকিছু থমকে দেবে..

    Guess who bollywood Star: অভিনেতা সঞ্জয় দত্ত সবসময় নিজের কাজের মাধ্যমে ছাপ রেখেছেন বলিউডে। বিশেষ বিশেষ চরিত্রে যেভাবে তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন, সেই নিয়ে প্রশংসা করতে হয়। এমনকি, খেয়াল করলে দেখা যাবে বলিউডের বেশ নামিদামি পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। সঞ্জয় সিনেমার খলনায়ক হলেও, বাস্তবে তিনি নানা ভূমিকায় নিজের পরিচয় দিয়েছেন। এবং সম্প্রতি তিনি যা দৃশ্য দেখালেন...



  • Advertisment
  • Jul 30, 2025 16:04 IST

    Actor Death News: আচমকাই সব শেষ! লুটিয়ে পড়লেন বালিতে, মর্মান্তিক মৃত্যু কিংবদন্তি অভিনেতার

    ফের এক তারকার মৃত্যুর খবর কানে আসছে। হঠাৎ করেই যেন সব শেষ। কোলাপ্স করে গেলেন অভিনেতা? একের পর এক হিট প্রজেক্টে কাজ করেছিলেন। নাম এবং প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু, ৬০ বছরেই থামল পথচলা। সমুদ্র সৈকতের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মর্মান্তিক ঘটনায় শোকে আচ্ছন্ন অভিনেতার ভক্তরা। কী হয়েছিল অভিনেতার?



  • Jul 30, 2025 15:02 IST

    Nagarjuna and Isha Koppikar: সপাটে কয়েকটা চড়! সুপারস্টার যা করলেন অভিনেত্রীর সঙ্গে

     অভিনেতাদের শুধুমাত্র ক্যামেরার সামনে আবেগ প্রকাশ করলেই চলে না। ভেবে চিন্তে তাঁদের কাজ করতে হয়। অনেক সময় চরিত্রের মানসিক অবস্থা বাস্তবে অনুভব করাও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনটাই ঘটেছিল ১৯৯৮ সালের তেলুগু ছবি চন্দ্রলেখা–র শুটিংয়ের সময়, যেখানে অভিনেত্রী ইশা কোপ্পিকার অভিনেতা নাগার্জুনের সঙ্গে অভিনয় করেছিলেন। সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশা জানান, কীভাবে একটি দৃশ্যকে আরও বাস্তব করে তোলার জন্য এক কাণ্ড করে তুলেছিলেন।



  • Jul 30, 2025 14:02 IST

    Sanjay Dutt’s drug addiction: ড্রাগসের নেশায় মত্ত, সঞ্জয় দত্তকে রিহ্যাবে পাঠানোর পরই

    Sanjay Dutt’s drug addiction: চলচ্চিত্র নির্মাতা রাজীব রাই একসময় অভিনেতা সঞ্জয় দত্ত-এর খুব কাছের বন্ধু ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্বে ফাটল ধরে, বিশেষ করে সেই সময় যখন রাজীব, সঞ্জয়কে তাঁর ছবি ‘যুদ্ধ’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব জানান, সঞ্জয়ের তীব্র মাদকাসক্তির কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং সম্ভবত এই সিদ্ধান্তই সঞ্জয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনেছিল।



  • Jul 30, 2025 13:06 IST

    Tapan Sinha-Tanuja: 'তনু এখন কাঁদবি না যখন...', তপন সিনহার 'আদালত ও একটি মেয়ে'-র স্মৃতিতে জিয়া নস্ট্যাল তনুজা

    Tapan Sinha-Tanuja-Adalat o Ekti Meye: বাংলা সিনেমার স্বর্ণযুগের পরিচালক তপন সিনহা। যিনি ভারতীয় সিনেমাকে নান্দনিক নির্মাণশৈলীর মাধ্যমে সমৃদ্ধ করেছিলেন। তিনি ছিলেন সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সমসাময়িক। তবে নিজস্ব ভঙ্গিমায় প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহার গল্পের বুনোটে ছিল আরও অন্তর্মুখী ও বাস্তববাদী। বাংলার পাশাপাশি হিন্দি ও ওড়িয়া ভাষাতেও ছবি তৈরি করে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক হিসেবে নিজের দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিংবদন্তী পরিচালক তপন সিনহা।



  • Jul 30, 2025 12:30 IST

    Amitabh Bachchan-Sholay: 'এই টাকায় এখন তো..', 'ষোলে'র ৫০ বছরে চমকে দেওয়ার মত তথ্য দিলেন অমিতাভ

    ভারতীয় সিনেমায় এমন কিছু ছবি বারবার এসেছ যা মানুষকে চমকে দিয়েছে। এবং খেয়াল করলে দেখা যাবে, তাঁর মধ্যে ষোলে ছবি অন্যতম। এই ছবির মধ্যে দিয়ে রমেশ সিপ্পি এবং অমিতাভ বচ্চন সবথেকে বেশি পরিচিতি পান। শুধু পরিচিতি বললে ভুল হবে, দেখা যাচ্ছে এই ছবির একেকটা চরিত্র কাল্ট হিসেবে রয়ে গিয়েছে। 



  • Jul 30, 2025 11:12 IST

    Meghalaya Murders: নৃশংস হত্যালীলার শিকার রাজা, মেঘালয় মার্ডার ছবিতে ভেজাল চান না পরিবার? 'আসল ঘটনা..'

     Meghalaya Murders: মেঘালয়ে মধুচন্দ্রিমা! এই একটা ঘটনা ভারতীয় পুরুষের আত্মা কাঁপিয়ে দিয়েছিল। যেভাবে রাজা রঘুবংশি খুন হন, আলোড়ন পরে যায় সর্বত্র। নির্মমভাবে খুন হওয়া ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীর জীবনের ট্র্যাজেডি এবার রূপ নিচ্ছে রূপালি পর্দায়। তাঁর স্ত্রী সোনম ও তাঁর সন্দেহভাজন প্রেমিক গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সিনেমা বানানোর জন্য রঘুবংশী পরিবারের সদস্যরা সম্মতি দিয়েছেন।



  • Jul 30, 2025 10:30 IST

    Mahalaya 2025: মহিষাসুরমর্দিনী রূপে পায়েলের প্রত্যাবর্তন

    শারদোৎসবের প্রাক্কালে 'মহালয়া' বিরাট ভূমিকা পালন করে সে কথা বলার অবকাশই রাখে না। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের মহালয়া থেকে টেলিভিশনের পর্দায় তারকাদের দেবী দুর্গারূপে মহালায়ার উপস্থাপন দেখার জন্য অপেক্ষা থাকেন বাঙালি। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিটি চ্যানেলে অনুষ্ঠিত হবে মহালয়া। জেনে নেওয়া যাক এবছর সান বাংলার মহালায়ার থিম কী। 



Entertainment News Today বিনোদনের খবর