/indian-express-bangla/media/media_files/2025/07/02/live-news-2025-07-02-19-52-43.jpg)
দেখে নিন আপডেট!
Entertainment Latest highlights: তার স্বামীর বিবরণ দিতে গিয়ে গলা কেঁপে উঠলো তার। অভিনেত্রীকে বলতে শোনা গেল, এমন মানুষ তার জীবনে খুব কম দেখেছেন। ২২-২৩ বছর বয়সে বিয়ে করেছিলেন। ছোট বয়সের ভুলই তাকে এত বছর ধরে বয়ে বেড়াতে হয়েছে। তার স্বামীর মহিলা দেখলেই নাকি ভালো লাগে। যার তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। অভিনেত্রী সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই নিয়ে কথা বললে তিনি সোজাসাপটা জানান, ওর বাবা মা ওকে খুব সাপোর্ট করে। ওরাই তাকে বলে যে এই মেয়ের সঙ্গে থাক। আমি ১৫টা বছর ধরে যা সহ্য করেছি।" শুধু কি গায়ে হাত তুলে সেটা অত্যাচার? শ্বশুরবাড়ির তরফে, তার শাশুড়ি শ্বশুর এবং তার স্বামী এরা যেভাবে অকথ্য গালিগালাজ তাঁকে করতেন, সেসব তাঁর মনে ভয়ঙ্কর প্রভাব ফেলে গিয়েছে।
-
Jul 02, 2025 21:19 IST
Bollywood Actor Tragedy: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন সুপারস্টার, চিকিৎসকদের গাফিলতিতেই প্রাণ যাওয়ার মতো অবস্থা হয় তাঁর?
১৯৮২ সালে কুলি ছবির সেটে আহত হওয়ার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকেন অমিতাভ বচ্চন। পুনিত ইসার, যিনি অ্যাকশন দৃশ্যে তাঁর সহ-অভিনেতা ছিলেন, তিনিই সেই দৃশ্যের সময় দুর্ঘটনাক্রমে তাকে আঘাত করেছিলেন এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনা মারাত্মক আকার নেয়। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, পুনিত সেই ঘটনাটি শেয়ার করেছেন যে তিনি যখন অমিতাভের সাথে অ্যাকশন দৃশ্যের মহড়া দিচ্ছিলেন, তখন অভিনেতা তাকে ঘুষি মারার সময় তাকে স্পর্শ করতে বলেছিলেন যাতে সেটি নকল না দেখায় তবে কোনওভাবে, দৃশ্যের কোরিওগ্রাফির সময়টি গণ্ডগোল হয়ে যায় এবং অমিতাভ আহত হন। কিন্তু তাঁর অবস্থা খারাপ হয় অন্য কারওর দোষে?
-
Jul 02, 2025 21:00 IST
Tollywood Actress: 'ওর সব মেয়েকেই ভাল লাগে..', ফ্রড শশুরবাড়ির খপ্পরে অভিনেত্রী, 'চরিত্রহীন' স্বামীকে নিয়ে ১৫ বছর পর বিস্ফোরক স্বর্নকমল...
নারী দেখলেই ভাল লাগে? এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ১৫ বছর পার করেছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বর্নকমল দত্ত। একসময় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে পরপর ছবি রিলিজ করত। এখন, টেলিভিশনেও দারুণ জনপ্রিয় তিনি। একের পর এক ধারাবাহিকে কাজ করছেন লাগাতার। কিন্তু, তাঁর ব্যক্তিগত জীবনটা যে এত সাংঘাতিক যন্ত্রণার। অভিনেত্রী নিজেই জানালেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে। ১৫ বছর ধরে বিবাহিত জীবনের দুর্বিষহ অবস্থা সহ্য করছেন তিনি। অভিনেত্রী বর্তমানে চিরসখা ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর স্বামীর তরফে যে ধরনের অত্যাচার সহ্য করেছেন তিনি।
-
Jul 02, 2025 19:47 IST
Mahanayak Uttam Kumar: 'আমাকে বাঁচান...', মহানায়ক সেদিন ছুটে গিয়েছিলেন বিধান চন্দ্র রায়ের কাছে, কেন?
মহানায়ক উত্তম কুমারকে নিয়ে নানা ধরনের গল্প শোনা যায়। তিনি নায়ক হিসেবে এমন ইন্ডাস্ট্রির খুব কাছের ছিলেন, ঠিক তেমনই মানুষ হিসেবেও সকলের খুব কাছের ছিলেন। এমনকি তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিধান চন্দ্র রায়, তাঁকে ভালবেসে একদম অন্য নামে ডাকতেন। না উত্তম বলে ডাকতেন, না তাঁকে অরুণ বলে ডাকতেন। সেই নাম একবার প্রকাশ্যে আসতেই যা হয়েছিল। বিধান চন্দ্র রায় এমন একজন মানুষ ছিলেন, বলা উচিত এমন একজন চিকিৎসক ছিলেন, যিনি দুর থেকে দেখেই নাকি সকলের রোগ বলে দিতেন।
-
Jul 02, 2025 18:54 IST
Abhijit Gangopadhyay Health: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
Abhijit Gangopadhyay Health: AIIMS - দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই দিল্লিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। মাঝেমধ্যে তো সংকটজনক ছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর সুরক্ষার খাতিরে ২৪ ঘণ্টা তৎপর ছিলেন চিকিৎসকরা। এবং রাজনৈতিক নেতাদের তরফেও তাঁর নানা খোঁজখবর নেওয়া হচ্ছিল। অভিজিৎ বাবুর প্যাঙ্ক্রিয়াস প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
-
Jul 02, 2025 18:00 IST
Shehnaz Gill in Kolkata: কলকাতায় শেহনাজ, কাটা কাটা শব্দে বাংলা বললেন পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ..
Shehnaz Gill in Kolkata: কলকাতায় এসেছেন শেহনাজ গিল। গতকাল সকালে তাঁরা হাজির হয়েছিলেন সিটি অফ জয়ে। এবং, বিমানবন্দরে শেহনাজের সঙ্গে সঙ্গে নজরে আসেন, গিপি গ্রেওয়াল। এবং তাঁরা কলকাতায় এসে ঠিক কী কী বলছেন? কেনই বা এসেছেন কলকাতায় তাঁরা। জানা যাচ্ছে, কলকাতায় তাঁদের নতুন ছবির শুটিংয়ে এসেছেন তাঁরা। সিং ভার্সেস কৌর ২ ছবির শুটিং চলছে কলকাতায়। এবং এই ছবি নিয়ে কী বলছেন তিনি?
-
Jul 02, 2025 17:00 IST
Singer Passed Away: মাত্র ২৩ - এই সব শেষ! না ফেরার দেশে জনপ্রিয় গায়ক ...
যে কোন মানুষের মৃত্যুই ভীষণ বেদনাদায়ক। শুধু তাই নয়, দীর্ঘদিন এক মারণ রোগের সঙ্গে নিরবে নিভৃতে লড়াই করে যে মানুষটি কাউকে কিছু না বলেই চলে যাবেন, এমনটা যেন কেউ আশা করতে পারেনি। এত অল্প বয়স হয়েছে মারন রোগের সঙ্গে লড়াই করে চলে যাবেন গায়ক, ভাবা যায়? সব দেশেই অল্প বয়সে বহু তারকা চলে গিয়েছেন না ফেরার দেশে। কিন্তু..
-
Jul 02, 2025 15:43 IST
Amrish Puri: কোনও প্রোটেকশন ছিল না, জলপ্রপাতের নীচে দাঁড়িয়েই স্মৃতি হারালেন, বিরল ক্যানসারে মৃত্যু হয় এই অভিনেতার..
ইন্ডাস্ট্রির বুকে কান পাতলেই শোনা যায়, কাজল কুছ কুছ হোতা হ্যায়-এর সেটে সাময়িকভাবে তার স্মৃতি হারিয়েছেন। কিন্তু, জানেন কি, প্রয়াত অভিনেতা অমরীশ পুরীও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন? কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগনের সঙ্গে শুটিং করছিলেন অমরীশ পুরী। অন্তত তিন ঘণ্টার জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি, তারপরই সেটে আতঙ্ক তৈরি হয়।
Amrish Puri: কোনও প্রোটেকশন ছিল না, জলপ্রপাতের নীচে দাঁড়িয়েই স্মৃতি হ…
-
Jul 02, 2025 15:02 IST
Singer Passed Away: শেষরক্ষা হল না, প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী...
আরেক নক্ষত্রের জীবনাবসান। তিনি তাঁর গান দিয়েই সকলের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। আজ সকাল সাড়ে আটটার দিকে প্রয়াত এই তারকা। বাংলাদেশের সঙ্গীত মহলের জনপ্রিয় শিল্পী পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। প্রয়াত পদ্মাপাড়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না।
-
Jul 02, 2025 13:55 IST
Vikrant Massey: ছেলের নির্দিষ্ট কোনও ধর্ম নেই? 'আমি চাই না ও মানুষের মধ্যে বৈষম্য করুক..', অভিনেতা প্রকাশ্যে আনলেন বড় সত্যি
Vikrant Massey On Religion: কে বলেছে জন্ম নিলে সেই মানুষকে নির্দিষ্ট কোন ধর্ম পালন করতেই হবে? কেই বলেছে একজন মানুষ শুধু একই ধর্মের প্রতি নিজের মন রাখতে পারে? বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে, তিনি এবং তার পরিবার যেভাবে ধর্মনিরপেক্ষ বিষয়টিকে তুলে ধরছেন, তাতে বেশ নজির সৃষ্টি করছেন তিনি। তিনি বহুবার নিয়ে মুখ খুলেছেন। এবং জানিয়েছেন তার পরিবার বহু ধর্মকে একসঙ্গে পালন করেন। কারণ তিনি মনে করেন ধর্ম বেছে নেওয়ার পক্ষে মানুষের স্বাধীনতা থাকা উচিত। অভিনেতাকে, তার সন্তানের ধর্ম নিয়েও কিছু বলতে শোনা গেল।
-
Jul 02, 2025 13:25 IST
Tollywood Couple Divorce Rumor: ঘর ভাঙছে সুপারহিট তারকা দম্পতির?
বেশ কিছুদিন আগে জানা যাচ্ছিল, যশ এবং নুসরত এই দুজনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। খবর আসছিল, এই দুই নাকি আলাদা থাকছেন এমনকি, যশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর সম্পর্ক আবারও মধুর হয়েছে। এবং সেই কারণেই নুসরতের সঙ্গে নাকি তাঁর দূরত্ব বেড়েছিল। এমনকি, নুসরতের তরফে বেশ কিছু নাম করেই পোস্ট পর্যন্ত পাওয়া যাচ্ছিল। টলিপাড়ার অন্দরে এমনি খবর ছিল, যে সত্যিই হয়তো তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই। কিন্তু, গতকাল রাতে যে দৃশ্য দেখা গেল, তারপর বোধহয় সমস্ত গুজব মিথ্যে প্রমাণিত হয়। কেন?