Entertainment news Highlights: লিফটের মধ্যেই মহানায়িকার পা ছুঁয়ে প্রণাম! সুচিত্রা সেনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ মনীশার

Entertainment news Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে? কোথায় কোন তারকা কী বললেন? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

Entertainment news Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে? কোথায় কোন তারকা কী বললেন? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ক্যানসারের সঙ্গে লড়েছেন এই বলিউড অভিনেত্রীরা, কীভাবে জয় করলেন মারণ রোগ? তাঁদের লড়াইয়ের গল্প জানুন

Entertainment News Live: 

Advertisment

 সুচিত্রা সেন যে মুহূর্তে লিফটে উঠছিলেন ঠিক সেই সময়ই তাঁর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন নয়ের দিল সে খ্যাত অভিনেত্রী। দীর্ঘদিনের স্বপ্নপূরণে তখন তিনি আনন্দে ভাসছেন। যাঁর ছবি দিয়ে ঘর সাজিয়ে রাখতেন চোখের সামনে সেই অভিনেত্রী! নিজেকে আর সামলাতে না পেরে লিফটের মধ্যেই পা ছুঁয়ে প্রণাম করেন মনীশা। সামনে যখন সুচিত্রা সেন তখন যেন নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে একপ্রকার কুণ্ঠাবোধ করেছিলেন। মনীশা তাঁর স্বপ্নের নায়িকাকে বলেছিলেন, 'ম্যাডাম আমি আপনার বিরাট ভক্ত। হিন্দি ছবিতে টুকটাক কাজ করি। আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বহুবছর অপেক্ষা করেছি। আমাকে আশীর্বাদ করুন।'

  • Apr 14, 2025 17:22 IST

    লিফটের মধ্যেই মহানায়িকার পা ছুঁয়ে প্রণাম! সুচিত্রা সেনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ মনীশার

     সুচিত্রা সেন যে মুহূর্তে লিফটে উঠছিলেন ঠিক সেই সময়ই তাঁর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন নয়ের দিল সে খ্যাত অভিনেত্রী। দীর্ঘদিনের স্বপ্নপূরণে তখন তিনি আনন্দে ভাসছেন। যাঁর ছবি দিয়ে ঘর সাজিয়ে রাখতেন চোখের সামনে সেই অভিনেত্রী! নিজেকে আর সামলাতে না পেরে লিফটের মধ্যেই পা ছুঁয়ে প্রণাম করেন মনীশা। সামনে যখন সুচিত্রা সেন তখন যেন নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে একপ্রকার কুণ্ঠাবোধ করেছিলেন। মনীশা তাঁর স্বপ্নের নায়িকাকে বলেছিলেন, 'ম্যাডাম আমি আপনার বিরাট ভক্ত। হিন্দি ছবিতে টুকটাক কাজ করি। আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বহুবছর অপেক্ষা করেছি। আমাকে আশীর্বাদ করুন।'



  • Apr 14, 2025 16:37 IST

    সুচিত্রা সেন হওয়া অসম্ভব রিনা ব্রাউনকে নিখুঁতভাবে মঞ্চস্থ করাই একমাত্র লক্ষ্য ছিল : পায়েল

    রবিবাসরীয় সন্ধ্যায় উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত বাংলা সিনেমার স্বর্ণযুগের কালজয়ী ছবি সপ্তপদীতে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছেন পায়েল। উত্তম কুমার অর্থাৎ কৃষ্ণেন্দুর চরিত্রে দীপ আর ছবি বিশ্বাসের জুতোয় পা গলিয়েছেন দুলাল লাহিড়ি। রিনার মায়ের ভূমিকায় মঞ্চে ছিলেন দোলন রায়। 



  • Advertisment
  • Apr 14, 2025 15:30 IST

    Entertainment News Upddates: গোবিন্দার নাম উঠতেই উল্টো পথে হাঁটা দিলেন সুনিতা

    সুনিতা এবং তাঁর ছেলে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন। সুনিতা র‍্যাম্পে হেঁটে নজর কাড়েন সকলের। সঙ্গে ছিলেন তাঁর ছেলেও। দুজনকে একসঙ্গে দেখেই বেশিরভাগ গোবিন্দার খোঁজ করেন। কুলি নম্বর ওয়ান অভিনেতা সেখানে অনুপস্থিত ছিলেন। তাই তো অনেকেই তাঁর খোঁজ করলেন। জিজ্ঞেস করে বসলেন, গোবিন্দা স্যার কোথায়? ব্যাস! তারপরেই মুড পাল্টে গেল সুনীতার। 



  • Apr 14, 2025 15:29 IST

    Entertainment News Upddates: গোবিন্দার নাম উঠতেই উল্টো পথে হাঁটা দিলেন সুনিতা

    সুনিতা এবং তাঁর ছেলে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন। সুনিতা র‍্যাম্পে হেঁটে নজর কাড়েন সকলের। সঙ্গে ছিলেন তাঁর ছেলেও। দুজনকে একসঙ্গে দেখেই বেশিরভাগ গোবিন্দার খোঁজ করেন। কুলি নম্বর ওয়ান অভিনেতা সেখানে অনুপস্থিত ছিলেন। তাই তো অনেকেই তাঁর খোঁজ করলেন। জিজ্ঞেস করে বসলেন, গোবিন্দা স্যার কোথায়? ব্যাস! তারপরেই মুড পাল্টে গেল সুনীতার। 



  • Apr 14, 2025 15:27 IST

    Entertainment News Update: গোবিন্দার নাম উঠতেই উল্টো পথে হাঁটা দিলেন সুনিতা

    সুনিতা এবং তাঁর ছেলে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন। সুনিতা র‍্যাম্পে হেঁটে নজর কাড়েন সকলের। সঙ্গে ছিলেন তাঁর ছেলেও। দুজনকে একসঙ্গে দেখেই বেশিরভাগ গোবিন্দার খোঁজ করেন। কুলি নম্বর ওয়ান অভিনেতা সেখানে অনুপস্থিত ছিলেন। তাই তো অনেকেই তাঁর খোঁজ করলেন। জিজ্ঞেস করে বসলেন, গোবিন্দা স্যার কোথায়? ব্যাস! তারপরেই মুড পাল্টে গেল সুনীতার। 



  • Apr 14, 2025 14:59 IST

    নববর্ষের আগে সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিশিষ্ট কৌতুক অভিনেতা, শোকস্তব্ধ বিনোদনমহল

     বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভোর আড়াইটে নাগাদ প্রয়াত হন জনপ্রিয় এই কন্নড় কমেডিয়ান। হাসপাতাল সূত্রে জানান হয়েছে মাল্টি অরগ্যান বিকল হয়েই শেয়, নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্যাঙ্ক জনার্দন। দীর্ঘ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। 



  • Apr 14, 2025 14:32 IST

    ধর্মের পরোয়া না করেই তিরুপতিতে চুল দান অভিনেতার খ্রিস্টান স্ত্রীর

    সুত্র মারফত জানা যাচ্ছে, পবন কল্যাণের ছেলে নিরাপদে থাকার প্রতিক্রিয়া হিসেবে তাঁর স্ত্রী আন্না মস্তক মুন্ডন করেছিলেন। সেদিন তাঁর সন্তান বেঁচে গেলেও অন্য এক বাচ্চা ঘটনার ভয়ঙ্কর শিকার হন। আন্না তিরুপতিতে যাওয়ার পরই নৈবেদ্য প্রদান এবং দর্শনের দৃশ্য ভাইরাল হয়। এবং একজন খ্রিস্টান কীভাবে এই আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তা নিয়েও মন্তব্য করা হয়েছিল। পবন কল্যাণের জনসেনা পার্টির এক সরকারী বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে আন্না পদ্মাবতী কল্যাণ কাট্টায় তার চুল উৎসর্গ করেছেন এবং আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন।



  • Apr 14, 2025 13:29 IST

    ইদ মিটতেই ফের প্রাণনাশের হুমকি, বাড়ি ঢুকে হত্যা করার হুঁশিয়ারি সলমনকে

     মিডিয়া রিপোর্ট মোতাবেক, এবার হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। তবে সরাসরি অভিনেতার নম্বরে নয়, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সলমনের বাড়িতে ঢুকে হত্যা করবেন। বোম্ব মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।  



  • Apr 14, 2025 12:45 IST

    'শুটিংসেটে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে...', কোন ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী?

    শুটিং সেটে এক বহিরাগতের আগমনে সমস্যায় পড়েছিলেন চাহাত খান্না। তখন তাঁকে সাহায্য করেছিলেন রাম কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে অকপট বড়ে আচ্ছে লগতে হে খ্যাত চাহাত খান্না। তিনি বলেন, কী ভাবে সহ অভিনেতার ফ্যান গার্ল হয়ে উঠেছিলেন।



  • Apr 14, 2025 11:48 IST

    অনিন্দ্যর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন সৃজিত!

    পাতি বাংলা ভাষায় তিনি টক্সিক এক প্রেমিক, যার প্রেমিকার সাফল্য দেখে গা জ্বলে। সৃজিত তাঁকে এমন এক চরিত্র দিলেন, যাকে দেখলে এবং যার কথা শুনলে মুখে কটু শব্দ ছাড়া কিছুই আসবে না। তাই তো, তিনি এবার নিজের সংবাদ মাধ্যমে এমনটাই লিখেছেন যে পরিচালক তাঁকে এমন একটি ভুমিকা দিলেন যে... কী লিখছেন তিনি? "যে লোকটা আমাকে ১০ বছর আগে বোবা টানেল দিয়েছিল, ঠিক ১০ বছর পরে আমার আন্ডারওয়ারটাও খুলিয়ে নিলো। রিলেশনশিপ টক্সিক হয়ে গেলে এসব হয়।" যারা ছবি দেখেছেন, তাঁরা জানেন যে এই ছবির শেষের দিকে বিশ্বনাথ ওরফে 'পেট কাটা ষ' কী কাণ্ডই না তাঁর সঙ্গে ঘটিয়েছেন। বালিশ চাপা দিয়েও নিজের সম্মান রক্ষা করার জো ছিল না। অভিনেতার এই দৃশ্য দেখে হেসে গড়িয়েছেন বেশিরভাগ। 



  • Apr 14, 2025 10:52 IST

    প্রেমে মজেছেন বছর ৬০-এর আমির, তাঁর প্রেমিকাকে চেনেন?

    চীনের উৎসবে মঞ্চে আমির এবং গৌরীকে হাসতে হাসতে প্রবেশ করতে দেখা যায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি, যারা উৎসবে সম্মানিত হয়েছিলেন। আমির কালো কুর্তা-পায়জামা পরেছিলেন এবং কালো-সোনালি শাল জড়িয়েছিলেন, তখন গৌরী এই অনুষ্ঠানের জন্য একটি ফ্লোরাল শাড়ি বেছে নিয়েছিলেন। অভিনেতা, যে নতুন প্রেমে পড়েছেন সেকথা আগেই জানা গিয়েছিল। আর এবার হাতে হাত ধরে তাঁরা সেখানে হাজির হলেন। কখনও হাত দিয়ে লাভ সাইন দেখালেন। আবার কখনও, প্রেমিকা সামনে এগিয়ে যাওয়ায় তাঁকে হাত ধরার জন্য ডেকে পাঠালেন। 



entertainment Entertainment News tollywood news Tollywood Actress Entertainment News Today