Entertainment Latest Live News Updates: পুজো আবহেই মর্মান্তিক মৃত্যু বীরের

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
veer

চলে গেলেন বীর...

Entertainment Latest Live News Updates:  রাজস্থানের কোটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন টেলিভিশন সিরিজ ‘বীর হনুমান’-এ তরুণ লক্ষ্মণের, ভূমিকায় পরিচিত শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার দাদা শৌর্য শর্মা (১৫)। রবিবার ভোরে পরিবারের ফ্ল্যাটে আগুন লাগে এবং ঘন ধোঁয়ার কারণে দুই ভাইয়ের মৃত্যু হয়।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারতলা ফ্ল্যাটের ড্রয়িং রুমে প্রথম আগুন লাগে। ঘরে তখন দুই ভাই একা ঘুমিয়ে ছিলেন। আগুন অন্য কক্ষে না ছড়ালেও ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা অচেতন হয়ে পড়েন।

  • Sep 29, 2025 16:08 IST

    IndiaPak Asis Cup-Birsa Dasgupta: ‘ইমাজিনারি ট্রফি’ নিয়েই উদযাপন, পাক-মন্ত্রী নকভিকে নিয়ে রসিকতা পরিচালক বিরসার

     ভারত-পাকিস্তান এশিয়া কাপে ঠকি যে তিনটে ম্যাচ হয়েছে, প্রতিটা যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি, মাঠেই যেন অপারেশন সিঁদুরের নতুন ভার্সন দেখিয়েছেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে হাত না মেলানো থেকে শুরু করে, নানা বিতর্কের জন্ম নিয়েছে সেইসব খেলার দিনগুলিতে। আর গতকাল যা ঘটেছে, সেই নিয়ে ভারতীয় দলকে কেউ বলছে ঠিক আবার কারওর চোখে তাঁরা বেঠিক। 



  • Sep 29, 2025 15:26 IST

    Ramleela-Bobby Deol: দশেরা উৎসবে বিশেষ অতিথি ববি, রামলীলা মঞ্চে বিশেষ কিছু ঘটতে চলেছে?

    বলিউড তারকা ববি দেওল যোগ দিতে চলেছেন এ বছরের দিল্লির গ্র্যান্ড রামলীলা-য়। ফলে, এবারের দশেরা আরও বিশেষ হতে চলেছে সেখানে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর ঐতিহাসিক লালকেল্লার প্রাঙ্গণে রাবণের কুশপুত্তলিকার প্রতীকী দাহ করবেন ববি।লবকুশ রামলীলা কমিটি-র আমন্ত্রণ গ্রহণ করে ববি দেওল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দশেরা উৎসবে ঐতিহ্য মেনে তিনি রাবণের প্রতীকী বধ করবেন।



  • Advertisment
  • Sep 29, 2025 14:06 IST

    ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত অভিনেতার প্রাক্তন স্ত্রী

    নির্মাতা ও অভিনেতা মহেশ মঞ্জরেকরের প্রথম স্ত্রী, কস্টিউম ডিজাইনার দীপা মেহতা, সম্প্রতি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এই দুঃসংবাদটি প্রকাশ্যে আসে তাঁর ছেলে, অভিনেতা সত্য মঞ্জরেকরের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সত্য ইনস্টাগ্রামে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, “আমি তোমাকে মিস করছি মা,” সঙ্গে জুড়েছেন হৃদয় ভাঙার ইমোজি। পোস্টটি দ্রুত মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুদের মধ্যে সমবেদনার ঢেউ সৃষ্টি করে।



  • Sep 29, 2025 13:01 IST

    Durga Puja Mahasaptami: মামার বাড়ির পুজোয় আদুরে যুগ, কাজল পুত্রর কান্ডকীর্তি ভাইরাল

    আজ মহা সপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে দেবী দুগ্গার আরাধনা। এসময়, শুধু বাংলায় নয় বরং গোটা ভারতের বুকেই দেবী আরাধনা চলে। রীতি মেনে এবছর কাজল-রানী মুখোপাধ্যায়ের বাড়িতেও চলছে পুজো। যদিও গতবছর মুখুজ্জে বাড়ির দুই শীর্ষ কর্তা গত হয়েছেন। এবং, তাঁদের কমতি সর্বত্রই বিদ্যমান। কিন্তু, এই প্রজন্ম বেশ ভালমতোই এগিয়ে নিয়ে যাচ্ছে পুজো।



  • Sep 29, 2025 12:06 IST

    Bigg Boss: নাগমার পর এবার আওয়েজ-ও টাটা বাই-বাই, শো থেকে বেরিয়েই কি বিয়ে?

    সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আওয়েজ দরবারকে রবিবার সলমন খানের সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস সিজন ১৯ থেকে বিদায় নিতে হয়েছে। সংগীত পরিচালক ইসমাইল দরবারের পুত্র আওয়েজের ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রায় ৪৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি তার প্রেমিকা নাগমা মিরাজকরের সঙ্গে এই শোতে এসেছিলেন। এবং শো চলাকালীনই তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে দর্শকদের সঙ্গে প্রত্যাশিত সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তার উচ্ছেদ ঘটে।



  • Sep 29, 2025 10:43 IST

    Bollywood: আশ্রয় দিয়েই ছুরি খেলেন, বলিউডের রোশন পরিবারের এই অজানা কাহিনী চমকে দেবে

    সাম্প্রতিক নেটফ্লিক্স ডকুমেন্টারি দ্য রোশনস দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছে, বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবার রোশনদের সঙ্গে। সিরিজটিতে ফিরে দেখা হয়েছে পরিবারের ইতিহাস, যা শুরু হয়েছিল সংগীত পরিচালক রোশন লাল নাগরাথের হাত ধরে। তিনি ১৯৫০ ও ৬০-এর দশকে খ্যাতি অর্জন করেন, তবে অকালপ্রয়াণে অসম্পূর্ণ রেখে যান তাঁর সুরের যাত্রা। উত্তরাধিকার বহন করেন তাঁর পুত্ররা। আর আজ রোশন পরিবারের সবচেয়ে উজ্জ্বল মুখ নিঃসন্দেহে হৃতিক রোশন, যিনি এই ডকুমেন্টারিতেও ছিলেন আলোচনার কেন্দ্রে।



  • Sep 29, 2025 09:45 IST

    ভয়াবহ আগুন কেড়ে নিল শিশু অভিনেতা ও তার দাদাকে

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রয়িং রুম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফ্ল্যাটের অন্য অংশে আংশিক ক্ষতির চিহ্ন রয়েছে। স্টেশন হাউস অফিসার ভূপেন্দ্র সিংও শর্ট সার্কিটকেই সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেছেন।



bollywood Entertainment News Entertainment News Today