Entertainment Latest Live News Updates: কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
actor passed away

না ফেরার দেশে শিল্পী...

Actor Death News: পাঞ্জাবি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ আজ না ফেরার দেশে। ১৯৯০-এর দশক থেকেই তিনি পাঞ্জাবি কমেডি জগতের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক বছরগুলোতে 'ক্যারি অন জাত্তা' ফ্র্যাঞ্চাইজির অ্যাডভোকেট ধিলোন চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া জাট অ্যান্ড জুলিয়েট, শিন্দা শিন্দা নো পাপা সহ বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।

  • Aug 22, 2025 12:56 IST

    Bharti Singh: টাকা না দিয়ে প্রতারণা, অনুপযুক্ত স্পর্শ! জীবনের তিক্ত অভিজ্ঞতা জানালেন ভারতী সিং

    রাজ শামানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী বলেন, কলেজ জীবনে তিনি ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের ধারণা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। তার কথায়, "ক্যারিয়ারের প্রথম দিকে, টিভিতে আসার আগে এসব ঘটনা ঘটত। কলেজে আমি কমেডি স্কিট করতাম, কিন্তু তখন এসব বুঝতাম না। এখনকার মতো আমাদের সময়ে বাচ্চাদের খারাপ স্পর্শ সম্পর্কে শেখানো হতো না। আমি এক বন্ধুকে নিয়ে ভোর ৫টায় কলেজে যেতাম, তখন বাসে দুধ বিক্রেতাদের ভিড় থাকত। তারা ইচ্ছা করে ধাক্কা মারত, প্রথম দিকে বুঝতাম না যে এটা অনুচিত। একদিন কেউ আমাকে ধরে ফেলে, তখন বিষয়টা বুঝতে শুরু করি। আমাদের বাড়িতে মা-বোনদের মধ্যে এসব নিয়ে আলোচনা হতো না। তবে একবার বোঝার পর আমি দ্বিগুণ আকারের পুরুষদের থেকে নিজেকে বাঁচাতেও আঘাত করতাম এবং প্রয়োজনে থাপ্পড় মারতাম।" 



  • Aug 22, 2025 12:02 IST

    Ranveer Singh Dhurandhar: রণবীরের 'ধুরন্ধর'-র সেটে শিশুসহ একাধিক খাবারে বিষক্রিয়ার শিকার, কী ভাবে ঘটল এই মারাত্মক ঘটনা?

    রণবীর সিংয়ের আপকামিং মুভি ধুরন্ধর। শুটিং চলাকালীন ১০০-এর বেশি ক্রিউ মেম্বার ভর্তি হয়েছিল লেহ-এর হাসপাতালে। খাবারে কী ভাবে বিষক্রিয়া ঘটেছিল?  সিনেমার সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র বলিউড বাবল-কে জানিয়েছে, লেহ এলাকায় মুরগির মধ্যে দূষণের কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, 'সাম্প্রতিককালে তৈরি বিগ বাজেটের ছবিগুলির মধ্যে এটি অন্যতম। এখানে খরচ বাঁচানোর কোনও প্রশ্নই ওঠে না। লেহ-তে শুটিং করা মোটেই সহজ নয়। ভীষণ কঠিন শুটিং লোকেশন। এখানে ৩০০ জনেরও বেশি সদস্য নিয়ে কাজ চলছে। স্থানীয় দূষণের কারণেই এ ঘটনা ঘটেছে। এই ধরনের হাস্যকর গুজব ছড়ানো ভয়ঙ্কর ব্যাপার।'



  • Advertisment
  • Aug 22, 2025 11:46 IST

    Bollywood: বড়লোক থেকে নিঃস্ব, ছেলেকে ছুঁতেন না পর্যন্ত! বলিউড হিরোর 'নায়ক' বাবা নিমেষেই সব হারালেন..

    দেশভাগের আগে লাহোরে জন্ম ও বেড়ে ওঠা গুলশান কুমার আহুজাকে চলচ্চিত্রকার মেহবুব খান খুঁজে পান। এরপর তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয় এবং ১৯৩৯ সালের এক হি রাস্তা ও ১৯৪০ সালের আওরাত ছবিতে অভিনয়ের সুযোগ দেন তিনি। পরবর্তীতে এই আওরাত ছবিটিকেই মেহবুব খান ১৯৫৭ সালে মাদার ইন্ডিয়া নামে পুনর্নির্মাণ করেন। তবে ততদিনে গুলশান, যিনি চলচ্চিত্র জগতে অরুণ নামে পরিচিত, সিনে আলো থেকে হারিয়ে গিয়েছেন। প্রযোজক হওয়ার চেষ্টা করলেও তাঁর প্রযোজিত একমাত্র ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। ফলস্বরূপ পরিবারকে নিয়ে কার্টার রোডের বাংলো ছেড়ে ভিরারের একটি সাধারণ বাড়িতে চলে যেতে হয়। সেখানেই জন্ম নেন তাঁর পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠতম—যাকে সবাই আদর করে ডাকত চি চি, আর আজ সবাই যাকে চেনে গোবিন্দা নামে।



  • Aug 22, 2025 11:39 IST

    Elvish Yadav House Firing: পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই, এলভিশের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত কে?

     গত রবিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশের এক মুখপাত্র জানান, যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। ইশান্ত আলিয়া গান্ধী নামে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ফরিদপুর গ্রাম সংলগ্ন টিগাঁও রোডে সেক্টর ৩০-এ একটি ২৬ বোর বন্দুক থেকে চার রাউন্ড গুলি চালায়। ক্রাইম ব্রাঞ্চের একটি দল অভিযুক্তকে আটকানোর চেষ্টা করে। গান্ধী যখন মোটরবাইকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শুরু হয় গুলির লড়াই এবং ওই ব্যক্তি আহত হয়। পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইশান্ত আলিয়া গান্ধীকে।



  • Advertisment
  • Aug 22, 2025 11:02 IST

    Actor Death News: চলচ্চিত্র ও টিভি জগতে নক্ষত্রপতন, কাঁদিয়ে চলে গেলেন অভিনেতা

    সেই হাসির রাজা আজ আর নেই। পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা জসবিন্দর ভাল্লা ( Jaswinder Bhalla ) শুক্রবার ভোরে মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 



Entertainment News Entertainment News Today