/indian-express-bangla/media/media_files/2025/10/15/d-2025-10-15-11-40-37.jpg)
জেনে নিন আপডেট
Entertainment Latest Highlights: পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গায়ক, যার আসল নাম মাইকেল ইউজিন আর্চার, মঙ্গলবার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবার তাঁকে বর্ণনা করেছে “আমাদের জীবনের উজ্জ্বল নক্ষত্র” হিসেবে এবং তাঁদের কথায়, “তিনি সঙ্গীতের যে অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।”
- Oct 15, 2025 19:09 IST
Kali Puja 2025: আশা ভোঁসলে হঠাৎ হাজির রাতবিরেতে! কার প্রচারে কলকাতার এই কালীপুজো মায়ানগরীতে খ্যাতি পায়?
এমনকি কিছু কিছু তারকা নিজে থেকেই আসতেন সেই পুজোয়। সেরকমই একটি পুজো কলকাতার ফাটাকেস্টর পুজো। যেখানে মায়ের আরাধনায় কোনও খামতি নেই। এখানে মা সব ভক্তদের একজন। সেই পুজয় আসেননই এমন মানুষ খুব কম আছেন। সেই তালিকায় অমিতাভ থেকে উত্তম অনেকেই আছেন। তবে, একজন সেই পুজোর প্রচার করেছিলেন মুম্বাইয়ে।
- Oct 15, 2025 18:22 IST
Pankaj Dheer Dies: অফিস থেকে দূরদূর করে তাড়িয়ে দিয়েছিলেন চোপড়া সাহেব, কীভাবে কর্ণ হয়ে ওঠেন প্রয়াত পঙ্কজ?
Pankaj Dheer-Mahabharat: পঙ্কজ ধীর- নামটা শুনলেই মনে পড়ে যায়, বি. আর. চোপড়ার ধারাবাহিক মহাভারত-এর কর্ণ চরিত্রের কথা। কিন্তু খুব কম মানুষই জানেন যে, প্রথমে তাঁকে কর্ণ নয়, বরং অর্জুনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ভাগ্যের অদ্ভুত খেলায় সেই সুযোগ হাতছাড়া হলেও, শেষ পর্যন্ত কর্ণ হয়ে ওঠেন তিনি। এই চরিত্রই হয়ে ওঠে তাঁর জীবনের আসল পরিচয়।
- Oct 15, 2025 17:42 IST
Anusha Dandekar: মদ্যপানে কেলেঙ্কারি কাণ্ড! হাসপাতালে ভর্তি হতে হয় আনুশাকে
আনুশা দান্ডেকর প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে রয়েছেন। সম্প্রতি অভিনেত্রী-সঞ্চালিকা এক সাক্ষাৎকারে তাঁর কিশোর বয়সের এক কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অ্যালকোহল সেবনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল! সেই ঘটনাই নাকি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
- Oct 15, 2025 16:45 IST
MTV Music Channels: বেজে গেল বিদায়ের ঘণ্টা, পপ সংস্কৃতির আইকন এমটিভি এখন শুধু স্মৃতি?
MTV Music Labels: যদি কোনও চ্যানেল, এক প্রজন্মের সংগীতের স্বাদ এবং তার প্লেলিস্টে চিরস্থায়ী প্রভাব রাখতে পারে, তবে সেটি এমটিভি। প্রায় চার দশক ধরে এই চ্যানেলটি কেবল গান দেখিয়েই না, বরং যুব সংস্কৃতির রূপদান ও ফ্যাশন, পপ সংস্কৃতি এবং জীবনধারার আঙ্গিকগুলিতে প্রভাব ফেলেছে। তবে ২০২৫ সালের শেষের দিকে, এই আইকনিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
- Oct 15, 2025 16:00 IST
Amitabh Bachchan: অমিতাভ-কে টেক্কা দিতে গিয়েই মুখ থুবড়ে পড়লেন? 'অনেকেই ওর চেয়ে ভাল অভিনেতা', কেন একথা বলেন দীপক?
Bollywood actor Deepak Parashar: একসময় ১৯৮০-এর দশকে, এক সংবাদপত্রে অভিনেতা দীপক পরাশর-কে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে ঘোষণা করা হয়েছিল। সেই সময়ের সেই আলোচিত তুলনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দীপক নিজেই। তিনি জানান, একবার ব্যক্তিগতভাবে অমিতাভের সঙ্গে কথোপকথনের সময় তিনি বিষয়টি তুলেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন যে, সংবাদমাধ্যমে তৈরি এই প্রতিযোগিতার ধারণার পেছনে তার কোনও ভূমিকা ছিল না।
- Oct 15, 2025 15:18 IST
Pankaj Dheer: ফিল্মি জগতে নক্ষত্রপতন, প্রয়াত পর্দার 'মহাভারতের' কর্ণ
Pankaj Dheer passes away: বিপুল জনপ্রিয়তা অর্জনকারী শো, মহাভারত-এ কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা পঙ্কজ ধীর। আর আজ বেলা গরইেতা জানা গিয়েছে, ১৫ অক্টোবর ২০২৫-এ মুম্বাইয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ)।
- Oct 15, 2025 14:20 IST
Prosenjit Chatterjee: নয় মাস একাকীত্ব, চার তলার ছাদে..লালনের জন্য নিজের জীবনকেই আটকে রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
Prosenjit Chatterjee in Moner Manush: কথায় বলে, শতাব্দীতে একজন করে কিংবদন্তি হয়। আর বাংলা ছবির ক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষটাই। দীর্ঘ এতবছর ধরে তিনি নানা ধরণের চরিত্র উপহার দিয়ে এসেছেন। তাঁর সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। কিন্তু, কোনওদিন সিরিয়াস কোনও চরিত্র পেয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হেলায় নষ্ট করেছেন এমনটা হয়নি। কিন্তু, তাঁর জীবনে অন্যতম চরিত্র বোধহয় মনের মানুষের লালন।
- Oct 15, 2025 13:08 IST
Kantara Chapter 1 vs Chhava: দ্বিতীয় সপ্তাহেও দাপট ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর, টেক্কা দিল ভিকির 'ছাভা'-কেও!
Kantara Chapter 1 box office collection: আট মাস ধরে ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী ভারতীয় ছবির তকমা ধরে রেখেছিল ভিকি কৌশল অভিনীত ছাভা। তবে এবার যা আন্দাজ করা হচ্ছে পরিচালক ঋষভ শেঠির কান্তারা: চ্যাপ্টার ১ সেই স্থানটি কেড়ে নিতে চলেছে। যদিও দেশীয় বাজারে ছাভা-র দৈনিক আয় কিছুটা বেশি, তবুও কান্তারা 2 আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী পারফর্ম করছে এবং ইতিমধ্যেই বিদেশে ছাভা-র সম্পূর্ণ আয়ের চেয়ে বেশি রোজগার করেছে।
- Oct 15, 2025 12:37 IST
Festival OTT Release: ওটিটিতে এবার হইচই, আলোর উৎসবের আগেই বড় ধামাকা, কোনটা ছেড়ে কোনটা দেখবেন?
Festival OTT Release: ভারতে উৎসবের মরসুম এখন তুঙ্গে, আর পশ্চিমে জমে উঠেছে প্রি-হ্যালোইন উত্তেজনা। ঠিক এই সময়েই দর্শকদের জন্য বড় চমক নিয়ে হাজির হচ্ছে নানা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই সপ্তাহে ওটিটিতে আসছে বহু প্রতীক্ষিত সব বড় বাজেটের সিনেমা, প্রিয় সিরিজের নতুন সিজন, আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছবি এবং একগুচ্ছ এক্সক্লুসিভ নতুন কনটেন্ট।
Festival OTT Release: ওটিটিতে এবার হইচই, আলোর উৎসবের আগেই বড় ধামাকা, কোনটা ছেড়ে কোনটা দেখবেন?
- Oct 15, 2025 11:46 IST
সংগীত হারালো এক অনন্য কণ্ঠ, অকাল প্রয়াণ গ্র্যামিজয়ীর
D’Angelo, the Grammy-winning- গ্র্যামি বিজয়ী আরঅ্যান্ডবি গায়ক ডি’অ্যাঞ্জেলো মারা গেছেন। কর্কশ অথচ মসৃণ কণ্ঠস্বর এবং শার্টলেস মিউজিক ভিডিও “Untitled (How Does It Feel)”-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত এই তারকার বয়স হয়েছিল ৫১ বছর।