/indian-express-bangla/media/media_files/2025/07/04/df-2025-07-04-19-47-13.jpg)
Entertainment Latest Live news Highlights:
Anita Hassanandani Post: অভিনেত্রী হিসেবে অনিতার রয়েছে একটা বিরাট ফ্যানবেস। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে মন খারাপ অনুরাগীদের। আর হয়ত তাঁকে দেখা যাবে না ইনস্টাগ্রামে! লেটেস্ট পোস্টে রয়েছে সেই রকমই ইঙ্গিত। কী লিখেছেন অনিতা হাসনান্দানি। পোস্টে ধোঁয়াশা রেখে অভিনেত্রী লেখেন, 'দুঃখিত বন্ধুরা। অনেক হয়েছে এবার আমি বিদায় নিলাম। অনেকদিন হল, এখন নিজের কথা শোনার সময় এসে গিয়েছে।'
-
Jul 04, 2025 20:38 IST
Bollywood Actress Engagement: ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ভালবাসায় গদগদ, স্বপ্নের পুরুষের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী
Anshula Kapoor-Rohan Thakkar Engagement: খুশি উদযাপনে ব্যস্ত বনি কাপুরের পরিবার। বাগদান সেরেছেন তাঁর আদুরে কন্যা অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হয়ে গেল আংটি বদল। ইনস্টাগ্রামে সই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছেন তাঁরা। প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোহন। স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা রেখেই আবেগে ভাসছেন অভিনেত্রী। একে অপরের সঙ্গে ভালবাসায় একেবারে গদগদ। সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে তারই ঝলক
-
Jul 04, 2025 20:21 IST
Ravi Dubey As Lakshman: নীতিশের 'রামায়ণে' লক্ষণ রবি দুবে, তাঁর কত কোটির সম্পত্তি আছে জানেন?
Ravi Dubey As Lakshman: রামায়ণ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই ছবি নিয়ে কাজ হচ্ছে। এবং অবশেষে গতকাল টিজার প্রকাশ্যে আসতেই, হৈচৈ পড়ে গিয়েছে। এরকম নিখুঁত VFX বহুদিন দেখা যায়নি। এবং, খেয়াল করলে দেখা যায় এই ছবিতে যে স্টার কাস্ট কাজ করেছেন, প্রত্যেকেই প্রায় সুপারস্টার। রামের চরিত্রে নীতিশ তিওয়ারির প্রথম পছন্দ ছিলেন রনবীর কাপুর। তাঁকে নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু, লক্ষণ সহজেই পছন্দ হচ্ছিল না পরিচালকের।
-
Jul 04, 2025 19:41 IST
Rudranil Ghosh: 'শাসকদলের পাল্লায় পড়ে হঠাৎ দু নম্বরি রোজগারে জড়িয়ে পড়ছে..', মুসলিম সমাজকে সতর্ক করলেন রুদ্রনীল
Rudranil Ghosh-Mamata Banerjee: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি রাজ্যসভার সংসদ। এবং গতকাল থেকে নতুন দায়িত্ব পেয়েছেন। নতুন পদের অধিকারী হয়েছেন। তিনি জানিয়েছেন, এই রাজ্যকে সেভাবে দেখতে চান যেখানে দুর্গাপুজোর ভাসান এবং মহরমের তাজিয়া, একসঙ্গে নির্বিঘ্নে যেতে পারে। এমনকি, তিনি এও বলেছিলেন, এমন একটা পরিস্থিতি চাই, যেখানে ইসলাম ধর্মাবলম্বী শিশুদের হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে, তিনি নাকি তাঁদের হাতে বই তুলে দিতে চান। এই প্রসঙ্গে, যেখানে নানা সময় হিন্দুদের নির্যাতিত হতে হয় বাংলার বুকে, সেখানে কী বলছেন রুদ্রনীল ঘোষ।
-
Jul 04, 2025 17:17 IST
Bengali Actress Health: 'শরীর-মন যতই খারাপ থাকুক...', বিচ্ছেদ ঘোষণার পর আচমকা অসুস্থ! কেমন আছেন বাঙালি অভিনেত্রী?
Susmita Roy Health Condition: বিচ্ছেদ ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। চিকিৎসকের কাছ থেকে ফিরে কী জানাচ্ছেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানাচ্ছেন,স্পন্ডেলাইসিসের জন্যই বাঁদিকের একটি নার্ভে টান ধরছে। যার জন্য কোমর থেকে পা পর্যন্ত অস্বাভাবিক ব্যথা অনুভব করছেন। একগুচ্ছ ওষুধের সঙ্গে নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অসুস্থতার কথা বলতে গিয়ে ডিভোর্স প্রসঙ্গে উহ্য রেখে বলেছেন, শরীর আর মন যতই খারাপ থাকুক কাজ তো করে যেতেই হবে।
-
Jul 04, 2025 16:36 IST
Tollywood Actress Swastika: শুটিংয়ের মাঝেই সাংঘাতিক বিপদ! টলি অভিনেত্রীর শরীরে দানা বেঁধেছে রোগ?
Tollywood Actress Swastika: ভয়ঙ্কর বিপদ কখন যে ঘনিয়ে আসছে কে কিভাবে বুঝবেন। বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, শুটিং করতে গিয়েই যে বিপদের সম্মুখীন হলেন। এবং, সেই সঙ্গে এমন যন্ত্রণা সহ্য করলেন যে পাহাড়েই তাঁকে নিয়ে হাসপাতালে ছুটতে হল। সমাজ মাধ্যমে এমন একটাই পোস্ট করলেন বাংলার নায়িকা। সাংঘাতিক শারীরিক যন্ত্রণায় রয়েছেন তিনি। এভাবে যে আক্রান্ত হবেন গুরুতর সমস্যায় যেন ভাবতেই পারছেন না।
-
Jul 04, 2025 16:06 IST
Jeetu Kamal: শুক্রের সকালে লালবাজারে জীতু, সিনেমার সাফল্যের মাঝে কোনও বিপদ? কী জানাচ্ছেন পরিচালক?
Aranyar Prachin Probad sequal: একইসঙ্গে সিরিয়াল ও সিনেমায় সাফল্যের গ্রাফ যখন ঊর্ধমুখী তখন সাত সকালে লালবাজারে ছুটতে হল জীতুকে। দেখা করলেন পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা ও ডেপুটি পুলিশ কমিশনার আলোক সান্যালের সঙ্গে। সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক ও পরিচালক দুলাল দে-ও। শুক্রের সকালে আচমকা কী হল? কোনও সমস্যায় পড়েছেন তাঁরা?
-
Jul 04, 2025 15:07 IST
Actress Divorce Rumor: ১৪ বছরের সংসার ভাঙছে! বিবাহ-বিচ্ছেদ ও তারকা স্বামীকে নিয়ে বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী
মাহি ভিজ এবং জয় ভানুশালী ১৪ বছর ধরে বিবাহিত , কিন্তু গত কয়েক মাস ধরে এই দম্পতির সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একে অপরের ছবিতে, উপস্থিতি কমতে শুরু করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছিল। এখন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, মাহিকে একই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এর উত্তরে, মাহি স্পষ্ট জানান...
-
Jul 04, 2025 13:59 IST
Amitabh Bachchan-Dear Maa: ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের
Amitabh-Aniruddha-Dear Maa: ডিয়ার মা-এ অভিনয়ে না করেও কী ভাবে এই ছবির সঙ্গে রয়েছে অমিতাভের স্পেশাল কানেকশন? আসলে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর আপকামিং মুভি ডিয়ার মা-র ট্রেলার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় শাহেনশা লিখেছেন, 'টনি দা, আপনার সঙ্গে সবসময় আমার শুভকামনা রয়েছে।'
-
Jul 04, 2025 12:39 IST
Bengali Director Health Update: ধুম জ্বর-শরীরে সংক্রমণ নিয়ে ভর্তি হন হাসপাতালে, কেমন আছেন বাঙালি পরিচালক ইন্দ্রদীপ?
Indraadip Dasgupta Health Update:৩০ জুন সোমবার, দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'গৃহপ্রবেশ'-এর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১০৩ জ্বর আর ইউরিন ইকফেকশন (মূত্রে সংক্রমণ) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনদিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন পরিচালক। বর্তমানে শারীরিক অবস্থা কেমন খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'বৃহস্পতিবার বাড়ি ফিরলাম। এখন সুস্থ আছি। তিন-চারদিন একটু বিশ্রামে থাকব।'
-
Jul 04, 2025 12:01 IST
Rituparna Sengupta-Madam Sengupta: 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত
কাছের মানুষদের কাছে তো ঋতুদি, এখন কোন ডাকটা বেশি ভাল লাগছে ঋতুদি নাকি ম্যাডাম সেনগুপ্ত?
ঋতুপর্ণা: ম্যাডাম সেনগুপ্ত ডাকটা তো সুন্দর। প্রফেশনাল ক্ষেত্রে এই ডাকটা অবশ্যই প্রিয়। তবে যাঁরা কাছের মানুষ, যাঁদের সঙ্গে আন্তরিকতা রয়েছে তাঁদের কাছে আমি সবসময় ঋতুদি। ওঁদের মুখে এই ডাকটা খুব মিষ্টি লাগে।
-
Jul 04, 2025 11:28 IST
Actor Death: রহস্যমৃত্যু অভিনেতার
ডেডলাইন অনুসারে, পুলিশ মাইকেল ম্যাডসেনের মৃত্যুকে স্পষ্টতই হার্ট অ্যাটাক বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে জরুরি কলে ডেপুটিরা এমনটাই জানিয়েছেন। প্যারামেডিক দল অভিনেতাকে অচেতন অবস্থায় পেয়ে তাকে সকাল ৮:২৫ মিনিটে মৃত ঘোষণা করে। তার প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি হয়তো বা তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।" পরে, তার দুই ম্যানেজার এবং প্রচারক লিজ রদ্রিগেজ একটি বিবৃতি প্রকাশ করে বলেন, "গত দুই বছর ধরে, মাইকেল ম্যাডসেন স্বাধীন সিনেমার সঙ্গে জড়িত। যার মধ্যে আসন্ন ফিচার ফিল্ম রিসারেকশন রোড, কনসেশনস এবং কুকবুক ফর সাউদার্ন হাউসওয়াইভস ছিল এবং তিনি সত্যিই তার জীবনের এই পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।"