/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest News Highlights:
সোমের রাতেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক। প্রখ্যাত কন্নড় লেখক ও পরিচালক এসএস ডেভিড আর নেই। জনপ্রিয় চলচ্চিত্র, জয় হিন্দ (১৯৯৮) এবং সুপারি (২০০১)-এর পরিচালক হিসেবে পরিচিত ডেভিড রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর আরআর নগরের এসএস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- Sep 02, 2025 17:38 IST
Hooliganism-Rudranil Ghosh Exclusive: তিন ঘোষের 'হুলিগানিজমে' রুদ্র রোষে অনির্বাণ!
'ও দেবী তোর কেমন পা, ধুলা লাগে না...', তখন বাম আমলের শেষের দিক, ২০০৯-২০১০। মঞ্চে আবির্ভাবেই দর্শকদের গানে এবং অভিনয়ে মুগ্ধ করেছিলেন অনির্বাণ। এমনকি, প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর মঞ্চে প্রবেশকে প্রবাদপ্রতিম অভিনেতা গিরীশ ঘোষের সঙ্গে তুলনা করেন। প্রথম অভিনয় 'দেবী সর্পমস্তা' - নাটকেই নিজের গায়কী চিনিয়েছিলেন পর্দার 'খোকা'। এরপরে, শাহজাহান রিজেন্সি থেকে শুরু করে, বল্লভগড়ের রূপকথা, প্লেব্যাকে নজর কেড়েছেন অনির্বাণ। হালফিলে, তাঁর 'হুলিগানিজম' এখন খবরের শিরোনামে।
- Sep 02, 2025 16:52 IST
Anik Dutta-Abir Chatterjee: চুক্তির দোহাই দিয়ে অন্য ছবির প্রচার আটকানো নেগেটিভ প্রমোশন, একসময় প্রযোজকরা সবটুকু কন্ট্রোল করতেন: অনীক
Joto Kando Kolkatatei Vs Raktabeej 2: শিবপ্রসাদ-নন্দিতার আগামী ছবি রক্তবীজ ২-এর জন্য উইন্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ আবির চট্টোপাধ্যায়। সেই জন্য অনীক দত্তের 'যত কাণ্ড কালকাতাতেই' ছবির প্রচারে বিমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই বিষয়ে কথা বললেন পরিচালক অনীক দত্ত।
আপনি বলেছেন 'শিবু কেন ভয় পাচ্ছে'? দুটো ছবি তো আলাদা। সত্যিই মনে হয় একজন পরিচালক অপরজনকে ভয়ের কারণ আছে?
আমি ঠিক ভয় পাওয়ার কথা বলতে চাইনি। বরং যেটা বলতে চেয়েছি সেটা হল ইনসিকিওরিটি। অন্য কারও প্রমোশন যেন না হয়। যে ছবিতে আবির নেই সেগুলোকে তো কন্ট্রোল পারছে না। একসময় এইরকম প্রোডিউসরও ছিলেন যাঁরা সব কিছু কন্ট্রোল করতে চাইতেন। আমার বক্তব্য, ছবি নিয়ে পরিচালকের ভাবনাচিন্তা করা উচিত, প্রমোশন নিয়ে এত কড়াকড়ি বাঞ্ছনীয় নয়। আমার মনে হচ্ছে, একের পর এক সাফল্যের জন্যই হয়ত একটু ইনসিকিওরিটিতে ভুগছে। আমার কখনও এই ধরনের সমস্যা হয়নি। প্রথম ছবি থেকেই বিশেষ কোনও প্রমোশন আমি করিনি তবুও দর্শক ভালবেসেছে। 'ভূতের ভবিষ্যৎ' নিয়ে তো কত জলঘোলা হয়েছিল। মুক্তিতে বাধা দেওয়ার পর যা হল সেটা তো ইতিহাস।
- Sep 02, 2025 16:31 IST
Zeenat Aman: সংসার জীবনে স্বামীদের হাতে মার-ই খেয়েছেন, শিউরে ওঠার মত স্বীকারোক্তি অভিনেত্রীর
একটা পুরো প্রজন্মের কাছে তিনি ছিলেন স্টাইল আইকন। আর আজও তিনি তরুণদের অনুপ্রাণিত করেন। ৭০-এর দশকে যখন বলিউডে নায়িকাদের শুধু পর্দার সাজসজ্জা হিসেবে দেখা যেতেন, তখন জিনাত আমান ভেঙে দেন সেই কাঁচের ছাদ। তিনি নারী চরিত্রের জন্য নতুন পথ তৈরি করেন, ঐতিহ্যবাহী স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ জানান, এমনকি সত্যম শিবম সুন্দরম-এর মতো ছবিতে পর্দায় যৌনতাকে এক নতুন সংজ্ঞা দেন। আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস হলেও, তার ব্যক্তিগত জীবন ছিল অশান্তিতে ভরা। যে পিতৃতন্ত্র ও পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন পর্দায়, বাস্তব জীবনেও তাকে তাঁর বিরুদ্ধে মোকাবিলা করতে হয়েছে।
- Sep 02, 2025 15:10 IST
Rajesh Khanna: পরিকল্পিত খুন-এক বছর পর উদ্ধার পচা-গলা দেহ! রাজেশ খান্নার সহ অভিনেত্রীর হাড় হিম করা হত্যার ঘটনায় শিউরে উঠবেন
২০১১ সালে লাইলা ও তাঁর পরিবারের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তাদের হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সম্প্রতি সাংবাদিক ও লেখক হুসেন জায়েদিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রাক্তন অফিসার অম্বাদাস পোটে সেই ঘটনার ভয়াবহতা বিশ্লেষণ করেন। লাইলা খানের মা সেলিনা তাঁর তৃতীয় স্বামী পরভেজ তাকের সঙ্গে ওশিওয়ারায় থাকতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং লাইলার অভিনয় জগৎ-এ কাজ করা মোটেই পছন্দ ছিল না। একইসঙ্গে সম্পত্তি ও লাইলার কাজের বিষয়ে মতবিরোধের জেরে পরিবারে অশান্তি বাড়তে থাকে। পোটে জানান, রাগের বশবর্তী হয়ে পুরো পরিবারকে খুন করার সিদ্ধান্ত নেন পারভেজ।
- Sep 02, 2025 14:43 IST
Esha Deol: যৌথ পরিবারের 'জোরাল' নিয়ম, বিয়ের পর কী কী বুঝেছিলেন নায়িকা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
এশা দেওল, যিনি বর্তমানে দুই কন্যাকে একা হাতে বড় করে তুলছেন, একসময় শিল্পপতি ভরত তখতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। ২০১১ সালে এশা ও ভরতের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত অনুষ্ঠান—কারণ হেমা মালিনী ও ধর্মেন্দ্র তাঁদের মেয়ের জন্য আয়োজন করেছিলেন এক জাঁকজমকপূর্ণ বিয়ে।
- Sep 02, 2025 14:14 IST
Anupam Kher: 'সাধারণ মানুষের মতো আমিও...', লালবাগে গণপতি দর্শন নিয়ে মন্তব্য করতেই কটাক্ষ অনুপমকে
অনুপম খের সাধারণ ভক্তদের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পরে তিনি বেদির সামনে মাথা নত করেন এবং কপালে টিকা লাগান। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন। পোস্টে তিনি লেখেন, 'আজ লালবাগচা রাজার দর্শনের সৌভাগ্য লাভ করলাম। কোনও ভিআইপি দর্শনের ব্যবস্থা না থাকায় আরও ভাল লাগল।' উল্লেখ্য, মন্দিরেও ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে। কিন্তু, লালবাগচা রাজার গণপতির মন্দিরে সেইরকম কোনও বিশেষ সুবিধা লাভের ব্যবস্থা নেই। ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে অনুপমের মতের বিরোধীতা করেছেন নেটিজেনদের একংশ। কেউ লিখেছেন, 'আমরা যাঁরা সাধারণ মানুষ লালবাগচা রাজায় যাওয়া কমিয়ে দিয়েছি। কারণ সেলিব্রিটি ভিড় সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। তাঁদের প্রায়শই বিশেষ সুবিধা দেওয়া হয় আর আমরা বাপ্পার এক ঝলক পেতেও হিমশিম খাই।' অপর এক ব্যক্তির মন্তব্য, 'আমাদের মতো সাধারণ ভক্তদের অভিজ্ঞতা মোটেই এতটা ভাল নয়। তাই যখন আপনি বলছেন ভিআইপি সুবিধা ছাড়াই গিয়েছিলেন তা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না।'
- Sep 02, 2025 13:20 IST
Dibyojyoti Dutta Birthday: 'অনুরাগের ছোঁয়া'-য় শেষ হচ্ছে সূর্য-র জার্নি, দিব্যজ্যোতির জন্মদিনে কী বললেন স্বস্তিকা?
২ সেপ্টেম্বর দিব্যজ্যোতির জন্মদিনে অনুরাগের ছোঁয়ার সেটে হবে স্পেশাল সেলিব্রেশন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল স্বস্তিকার সঙ্গে। স্বস্তিকার সংযোজন, 'বন্ধুবান্ধবরা একসঙ্গে দেখা করার একটা প্ল্যান হচ্ছে। তখনই উপহার দেওয়া, খাওয়াদাওয়া সবটা হবে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।' জন্মদিনে দিব্যজ্যোতির জন্য কী উপহার কিনলেন স্বস্তিকা? সেটা অবশ্য খোলসা করতে চাননি অভিনেত্রী। মজা করে তিনি বলেন, 'এটা আবার বলা যায় নাকি!' দিব্যজ্যোতির সঙ্গে দীর্ঘদিন কাজের পর জন্মদিনে সহ অভিনেতার প্রশংসা করতে কিন্তু মোটেই ভুললেন না স্বস্তিকা। দিব্যজ্যোতিকে একলাইনে কী ভাবে ব্যখা করলেন? এক মুহূর্তও না থেমে বললেন, 'খুব ভাল ছেলে আর ভীষণ ভাল একজন অভিনেতা।'
- Sep 02, 2025 12:50 IST
ভারতীয় সিনেমায় শোকের ছায়া, চিরঘুমে কিংবদন্তি পরিচালক
তবে দুঃখজনক বিষয় হলো, এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার মরদেহ দাবি করতে পরিবারের কেউ এগিয়ে আসেননি। জানা গেছে, ডেভিডের বোন বর্তমানে উদুপির কাপুতে থাকেন এবং ভ্রমণ করতে অক্ষম হওয়ায় তিনি পুলিশকে স্থানীয়ভাবে শেষকৃত্যের ব্যবস্থা করার অনুরোধ করেছেন। ফলে মরদেহ আপাতত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে রাখা হয়েছে, যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
- Sep 02, 2025 12:15 IST
Ram Kapoor: 'তোয়ালে জড়িয়ে আয়নার সামনে...', ৫২ পূর্তি হতেই সেলফিতে কোন অনুভূতি ভাগ করলেন রাম কাপুর?
পঞ্চশোর্ধ রাম কাপুরের কাছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। ওজান কমিয়ে একেবারে যেন বছর ২০-এর তরুণ তুর্কি রাম কাপুর। ৫২-এ পা রেখে তোয়ালে জড়িয়ে একটি সেলফি পোস্টে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন রাম। যা দেখে ক্লিন বোল্ড নেটপাড়া। তোয়ালে জড়ানো সেলফি পোস্ট করে অভিনেতা উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, 'বয়স ৫২ বছর! আমি এখন আগের তুলনায় নিজেকে অনেক বেশি সুস্থ ও তরুণ অনুভব করছি। গত ২৫ বছরে প্রথমবার নিজেকে এত ভাল লাগছে।'
- Sep 02, 2025 11:37 IST
Vivek Agnihotri-Mamata Banerjee: 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতাকে একহাত, ভিডিওবার্তায় কী বললেন বিবেক?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। ছবি মুক্তি বাধাপ্রাপ্ত হতেই মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁর সাংবিধানিক শপথের কথা, 'আমরা ভারতবর্ষের জনগণ'। তাই বাকস্বাধীনতা রক্ষার দায়িত্ব তাঁরই। বিশেষ করে যখন ছবিটি ইতিমধ্যেই সাংবিধানিক সংস্থা সিবিএফসি-র অনুমোদন পেয়েছে। তাঁর দাবি, এই ছবিকে নিষিদ্ধ করা মানে হিন্দু গণহত্যার সত্যকেও নিষিদ্ধ করা। তিনি আরও জানান, সম্প্রতি যখন আমেরিকায় বাঙালিরা ছবিটি দেখেছেন। কেউ কিন্তু, বিরোধীতা করেননি। বার্তার শেষে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন ছবিটি নিষিদ্ধ না করা হয়। বিতর্কের সৃষ্টি বলেও মানুষ যেন সত্যিটা জানে।
- Sep 02, 2025 11:10 IST
'কোনও মেয়েকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়', আশীর্বাদ ভাঙার যন্ত্রণা শেষ করে দেয় নায়িকাকে, তারপর?
বিচ্ছেদের প্রকৃত কারণ কখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে করিশ্মা নিজেই পরবর্তীতে স্বীকার করেছিলেন যে সে সময়টা তার জীবনের অন্যতম কঠিন অধ্যায় ছিল। তিনি এটিকে 'অত্যন্ত বেদনাদায়ক' অভিজ্ঞতা বলে উল্লেখ করেন এবং বলেন, "আমি চাই না কোনও মেয়েই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাক।"
- Sep 02, 2025 10:10 IST
Ankita Lokhande: সুশান্তের পর অকালমৃত্যু প্রিয়ার, মানতেই পারছেন না অঙ্কিতা
'পবিত্র রিশতা'-তেই অঙ্কিতার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল, আর সেখানেই প্রিয়া ছিলেন তাঁর প্রথম বন্ধু। স্মৃতিচারণ করে অঙ্কিতা লিখেছেন- “প্রিয়া ছিল আমার প্রথম বন্ধু। আমি, প্রার্থনা আর প্রিয়া — আমাদের ছোট্ট দল। আমরা একসাথে দারুণ সময় কাটাতাম। মারাঠি ভাষায় আমরা একে অপরকে স্নেহ করে নানা নামে ডাকতাম। এই বন্ধন সত্যিই অমূল্য ছিল।”