/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mimi-chakraborty-feature.jpg)
Entertainment news Highlights: ডায়েট ভুলে নববর্ষে মিষ্টি খাওয়ার বার্তা মিমির। তিনি লিখলেন, 'শুভ নববর্ষের প্রাণভরা শুভেচ্ছা। বড়দের প্রণাম। ছোটদের জন্য এক পৃথিবী ভালোবাসা। সকলে ভালো থাকুন। শান্তিতে থাকুন আর শান্তিতে থাকতে দিন সবাইকে। মিষ্টি খেতে ভুলবেন না! '
আজ নববর্ষ। বাংলার নতুন বছরের শুরুতে তারকারা কী বলছেন? অন্যদিকে বাংলাদেশের তারকারা কীভাবে উদযাপন করছেন আজ? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...
-
Apr 15, 2025 19:38 IST
বসয়ে বড় ও তিন সন্তানের মায়ের সঙ্গে লিভ-ইন সম্পর্ক, কেমন ছিল অভিষেকের অসম প্রেম কাহিনি?
বয়সে বেশ অনেকটাই বড় অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, সাহসীকতার সঙ্গে একটি 'কঠিন' পদক্ষেপও গ্রহণ করেছিলেন। একত্রবাস করতেন তাঁরা। সেই সময়ে এই কাজ নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত।
-
Apr 15, 2025 18:20 IST
Entertainment Live news: ইব্রাহিমের নোস জব নিয়ে কটাক্ষ, যা বললেন সইফ-পুত্র
গত মাসে নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়া শওনা গৌতমের রোমান্টিক কমেডি 'নাদানিয়ান'-এর জন্য ইব্রাহিম আলি খান যে কঠোর রিভিউ পেয়েছেন তা নিয়ে নীরবতা বজায় রেখেছেন। তিনি কেবল তখনই মেজাজ হারিয়ে ফেলেছিলেন যখন তিনি একজন পাকিস্তানি সাংবাদিককে ছবিটি সম্পর্কে তার মন্তব্যের জন্য ডিএম করেছিলেন
সম্প্রতি নিজের কৃতকর্মের পক্ষে সাফাই গেয়েছেন ইব্রাহিম। "আমি জানি আমার প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি তবে আমি জনসাধারণের স্ক্রুটিনির ক্ষেত্রেও নতুন। তিনি যখন আমার শরীর সম্পর্কে এই ব্যক্তিগত মন্তব্যটি করেছিলেন, তখন অদ্ভুত অনুভূত হয়েছিল। তবে সামনে গিয়ে আমি আরও সংযত হব। আমার প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। এমনটা আর হবে না। -
Apr 15, 2025 17:20 IST
Entertainment Live news: মাঝেমধ্যে যদি ফ্লোরে ফেরা যায় তাহলে সত্যিই খুব ভাল লাগে: শতাব্দী রায়
দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় গ্র্যান্ড কামব্যাক শতাব্দী রায়ের। পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরে আসা। সফর সঙ্গী ঋতাভরী চক্রবর্তী। সৌজন্যে হরর ড্রামা 'বাৎসরিক'।
-
Apr 15, 2025 16:48 IST
Entertainment Live news: হাসিনা বিহীন নববর্ষ বাংলাদেশে
শেষ কিছু মাসে বাংলাদেশে যা ঘটেছে, সেকথা অজানা নয়। এবং শেখা হাসিনা দেশ ছাড়ার পর, কেউ কেউ যেমন আনন্দে মেতেছেন ঠিক তেমনই তাঁর ঘনিষ্ঠরা গা ঢাকা দিয়েছিলেন। এবং নানা ধরণের গণ্ডগোল রয়েই গিয়েছে সেদেশে। ভিন্ন সব ঘটনার কথা প্রকাশ্যে আসছে। কিন্তু বাংলার নতুন বছরের শুরুতে তারকারা কীভাবে উদযাপনে মেতেছেন।
-
Apr 15, 2025 16:20 IST
নববর্ষে শাহরুখের বাড়িতে থাকার সুবর্ণ সুযোগ, এক রাতের জন্য খরচ কত জেনে নিন
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাড়িটি ভাড়া দেন শাহরুখ। অবসর যাপন করতে যে কেউ থাকতে পারেন কিং খানের সাধের বাড়িতে। কিন্তু, এক রাতের জন্য কত গ্যাটের কড়ি খরচ হবে সেটা জানেন? মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রতি রাতের খরচ এক লাখ ৯৬ হাজার টাকা।
-
Apr 15, 2025 15:43 IST
Entertainment Live news: ভারত যেন কাশ্মীর না হয়ে যায়, পয়লা বৈশাখে বার্তা দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
পয়লা বৈশাখের দিন বাংলার জন্য উদ্বেগ প্রকাশ করলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়া মারফৎ পরিচালকের বার্তা, বাংলা যেন কাশ্মীর না হয়ে যায়! তিনি দেবী কালিকার পূজারি। তাই ভগবানের কাছে এটাই তাঁর প্রার্থনা। আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইল্স: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দিল্লির অরাজকতার পাশাপাশি বাংলার নৈরাজ্যও নাকি দেখানো হবে।
-
Apr 15, 2025 15:07 IST
একটা দিন বাঙালি সংস্কৃতি মেনে বাঙালিয়ানাকে গুরুত্ব দেওয়া কঠিন কাজ নয়: অম্বরীশ
আমাদের ছোটবেলার নববর্ষ পালনের সঙ্গে আজকের নববর্ষ পালনের ধরন অনেক বদলে গিয়েছে। তখন দোকানে দোকানে হালখাতা হত। ডিজিটালাইজেশনের যুগে সেটা এখন প্রায় বিলুপ্ত। উত্তর কলকাতায় আমার ছোটবেলাটা কেটেছে। নববর্ষের দিন দোকানে ঘুরে ঘুরে হালখাতা করার মজাটাই আলাদা ছিল। যে মিষ্টির প্যাকেটটা দেওয়া হত ওটা নেওয়ার জন্য মুখিয়ে থাকতাম। ওই প্যাকেটে কিন্তু মহার্ঘ কিছু থাকত না। বরং এইদিনটায় ভেজাল দিয়েই মিষ্টি তৈরি হত। তবুও ওগুলো খাওয়ার মধ্যে একটা অনাবিল আনন্দ ছিল।
-
Apr 15, 2025 14:38 IST
'বাড়ি ঢুকে সলমনকে খুন করে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব', পুলিশের জালে আটক অভিযুক্ত কে?
হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। তবে সরাসরি অভিনেতার নম্বরে নয়, মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সলমনের বাড়িতে ঢুকে হত্যা করবেন। বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। গুজরাটের ভাদোদরা জেলা থেকে আটক ২৬ বছরের যুবক ময়াঙ্ক পাণ্ডে। মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে ভাইজানকে খুনের হুমকি দেওয়া যুবক মানসিক ভারসাম্যহীন।
-
Apr 15, 2025 13:53 IST
Entertainment Live News: মাকে ছাড়া প্রথম নববর্ষ, তবে পুরাতনে মায়ের গন্ধুটুকু পাচ্ছি: ঋতুপর্ণা
ঋতুপর্ণা বলেন, 'মাকে ছাড়া এটা আমার প্রথম নববর্ষ। এর থেকে দুঃখের আর কিছু নেই। তবুও পুরাতন মা-মেয়ের ছবি, মায়ের গন্ধ, মায়ের ছোঁয়া অনুভব করা এইসব কিছু নিয়েই আজকের দিনটা আমি অন্যভাবে কাটাব।'
-
Apr 15, 2025 13:27 IST
Entertainment News Live: 'এসব দিনে মায়া মায়া লাগে', নতুন বছরে কী বক্তব্য অপার?
অপরাজিতা বলছেন, "টক ঝাল মিষ্টি আরও একটা বাংলা বছর এসে পড়ল! বাংলা নববর্ষ মানেই ছোটবেলার সাজো সাজো আয়োজন… হালখাতা, নিম হলুদের স্নান, বড়দের আশীর্বাদ, বাটিক প্রিন্টে ছাপা ফ্রক… মায়ের হাতের রান্না, দরবেশ আর লাড্ডু দিয়ে মুখ মিষ্টি আর সবার উপরে থাকত বাংলা ক্যালেন্ডার। বেণীমাধব শীলের নতুন পঞ্জিকা… সেসব ভাবলেই মনের চারপাশ মায়ের গন্ধে গন্ধে ভরে ওঠে।"
-
Apr 15, 2025 12:40 IST
Entertainment News Live: 'আমরা অতীত প্রিয়, নস্টালজিয়া আমাদের সু - রোগ', নববর্ষে বিশ্বনাথ
আমরা অতীত প্রিয়। নস্টালজিয়া আমাদের সু - রোগ। আমাদের গ্রামের নববর্ষ মানে, অন্ধকার টিমটিম করে আলো জ্বলছে। ওই লাল নীল জলগুলো দিত, যেগুলোতে জ্বিভ রং হয়ে যেত। মিহিদানা খেতাম মনে আছে। বাবার সঙ্গে হাত ধরে ধরে দোকানে দোকানে যেতাম। বাবাও আর নেই। কলকাতা শহরের নববর্ষ মানে, একটা রেস্তোরাঁতে গেলাম একটু খেলাম দেলাম। ছেলেদের সঙ্গে সময় কাটালাম। রাতে একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে পারফর্ম করলাম। বাঙালি আছে, কিন্তু কোথাও যেন সমস্ত রকমের কালচারের একটা সংমিশ্রণ তৈরি হয়েছে। বাকি প্রত্যেকে কিন্তু নিজেদের কালচারটা ধরে রেখেছে। সাউথ ইন্ডিয়ান বলো, পাঞ্জাবি বলো কিংবা ওড়িশার মানুষরা, বাঙালি আসলে একটু অনুকরণ প্রিয়। আমাদের প্রচুর বাংলার গান আছে। কিন্তু আমরা অন্য ধরনের গানও শুনি। যদিও আমি এই ঘটনা যেন নিজেকেই দায়ী করব। আমার ছেলেরা যদি ১৮ বছর পর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নাম না শোনে, তাঁকে না চেনে, তাহলে সেই দায় আমার। সিনেমা প্রসঙ্গে যদি বলে পলাতক আমি দেখিনি, তাহলে এই দোষ আমার ছাড়া কারো নয়।
-
Apr 15, 2025 11:47 IST
Entertainment News Live: ভাই সইফ ভয়ঙ্কর বিপদে, কেন রেগে গিয়েছিলেন সোহা?
গত জানুয়ারিতে বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সইফ আলী খান। অভিনেতার তৎক্ষণাৎ অস্ত্রোপচার করা হলেও, নৃশংস ঘটনা থেকে তাঁর দ্রুত পুনরুদ্ধার অনেককেই অবাক করে দিয়েছে। সাইফের বোন সোহা আলি খান অমর উজালাকে বলেছিলেন যে তিনি ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন। সইফের সুস্থ হয়ে ওঠা নিয়ে নেতিবাচক মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোহা বলেন, 'আমার ভাই ইতিমধ্যেই এ বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আমার মনে হয় না মানুষ এ বিষয়ে আমার প্রতিক্রিয়া জানতে আগ্রহী হবে। তবে হ্যাঁ, আমি রেগে গিয়েছিলাম যখন মানুষ কোনো তথ্য না জেনে মন্তব্য করে। তাদের মধ্যে কোনো আবেগ নেই? তাহলে এই আবেগপ্রবণ মতামত আসে কোথা থেকে?
-
Apr 15, 2025 10:51 IST
Entertainment News Live: নববর্ষের দিন এগুলো ঘটতই সিনেপাড়ায়
অভিনেত্রী বললেন, যখন অভিনয় জীবনে ঢুকলাম, তখন অন্তত দুটো শুভ মহরত থাকত নববর্ষের দিন। নতুন সিনেমা নিয়ে তখন কি উন্মাদনা। আমাদের কি আনন্দ, এই বিশেষ দিনে যাব সেখানে। মনে আছে, সেখানে একটা সিনের অভিনেতারা, স্ক্রিপ্ট থেকে বেছে নিয়ে সংলাপ বলত। লাঞ্চে খাওয়াদাওয়া হত। এবং, সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান ভাইরা আমাদের সঙ্গে খাওয়াদাওয়া করত। বিকেল বিকেল বাড়ি আসতাম। সেটা যে সুখের আনন্দ ছিল। এখন আর সেসব নেই।