Entertainment News Highlights: প্রাক্তন প্রেমিকাকে হারিয়েছিলেন গাড়ি দুর্ঘটনায়, ঠাকুরপুকুরের ঘটনায় তিক্ত অভিজ্ঞতা ফিরল সাহেবের

Entertainment News Highlights: আজ সারাদিন সিনে দুনিয়ায় কী কী হচ্ছে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

Entertainment News Highlights: আজ সারাদিন সিনে দুনিয়ায় কী কী হচ্ছে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
saheb recalls sonika vikram

আজও শাস্তি হয়নি, ঠাকুরপুকুর নিয়ে যা বললেন সাহেব

 Entertainment News Highlights: না! ৮ বছর আগের পুরোনো ঘটনার সুরাহা এখনো হয়নি। পুলিশ এখনো কিনারা করতে পারেনি বিক্রম চট্টোপাধ্যায় এবং সোনিকা চৌহানের দুর্ঘটনার। তাই যখন আজ এত বছর পর, টলিপাড়ার অন্দরে গাড়ি দুর্ঘটনা ঘটেছে, তখন সে পুরনো ঘটনার কথা বারবার মনে পড়ছে সাহেব ভট্টাচার্যর। সোনিকা, সাহেবের প্রাক্তন প্রেমিকা ছিলেন। বিক্রমের গাড়ি যেদিন অ্যাক্সিডেন্ট করে, সেদিন সোনিকা ( Vikram-Sonika Case ) সেই গাড়িতেই ছিলেন। হাজরার ওখানে যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে, তাতে বিক্রম চট্টোপাধ্যায় আঘাত পেলেও, সোনিকা না ফেরার দেশে পাড়ি দেন। দিন তিন চারেক আগে যখন, টলিউডের বুকে আবারও এই ঘটনা ঘটে, তখন আবারও যেন তার মনে পড়ে গেল সেই ঘটনার কথা। পাশাপাশি তিনিও জানালেন, এই ঘটনার কোন সূরাহা হবে বলে মনে হয় না। শাস্তিও হবে বলে মনে হয় না। আগে থেকে এই সমস্ত কেসের সমস্ত জট তিনি দেখে ফেলেছেন। তো এই ধরনের কেসে পরিণতি কি হতে পারে সেই সম্পর্কে তিনি অবগত। 

Advertisment

সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই হেলথ আপডেট শেয়ার করলেন তাহিরা। ইনস্টা হ্যান্ডেলে পরিচিত-অপরিচিত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, 'সকলের ভালবাসা প্রার্থনা আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করছে। অনেক ধন্যবাদ। আমি বাড়ি ফিরেছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।' 

শিক্ষকরা নাকি রাস্তায় মার খাচ্ছেন? লাঠিচার্জ হচ্ছে তাঁদের ওপরে? এমনকি, এই দৃশ্যও দেখা যায় যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অনেককেই বেশ কয়েকজন পুলিশ লাথি ঘুষি মারছেন। বেশ কয়েকজন আঘাত পর্যন্ত পেয়েছেন। শিক্ষক শিক্ষিকা যারা সমাজের স্তম্ভ, যারা দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, তাঁদের নিয়ে এহেন ছেলেখেলা? আওয়াজ তুলেছেন অনেকেই। তাঁর মধ্যে একজন শ্রীলেখা মিত্র। বাম মনষ্ক এই অভিনেত্রী, ভীষণ ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী। তাই তো তিনি নিজে থেকেই এই ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় মার খেতে এবং পুলিশের লাথি ঘুষির শিকার হতে দেখে, বেশিরভাগ মানুষই উদ্বিগ্ন। রাজ্য পুলিশের নিম্ন মানসিকতার কথা উল্লেখ করেছেন তাঁরা। 

যার কণ্ঠের জাদুতে মোহিত হয়ে থাকত নয়ের দশকের ছেলেমেয়েরা, রোম্যান্টিক সুরের বাঁধনে মনে জাগত প্রেমের নেশা তিনি নান আদার দ্যান ফেমাস গায়ক শান। একাধিক রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় তাঁকে। ভয়েজ ইন্ডিয়া, সারেগামাপা লিল চ্যাম্পসের মতো শোয়ে বিচারক হিসাবে উপস্থিত থেকেছেন। সম্প্রতি Vickey Lalwani-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নয়ের দশকের জনপ্রিয় গায়ক শান।

Advertisment

 

  • Apr 10, 2025 20:07 IST

    জীবনের মূলমন্ত্রটা বলেই ফেললেন জিৎ

    তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এতবছর ইন্ডাস্ট্রিতে আছেন, নিশ্চই তাঁর ইগো আছে। একজন সফল সুপারস্টারের ইগো থাকা কি খুব স্বাভাবিক? উত্তরে অভিনেতা নিজেই দিলেন জবাব। তাঁর কাছে কাজটাই সব। ইগো বলতে তিনি কিছুই জানেন না। ইগোর বিন্দুমাত্র তাঁর কাছে কিছুই নেই। জিৎ একজন সুপারস্টার হওয়ার পরও তাঁকে একথা বলতে দেখলে বেশ অবাক হতে হয়। তিনি বলেন... "আমার একটুও ইগো নেই। বলা উচিত ইগো আমার কাছে জায়গা রাখে না।"



  • Apr 10, 2025 19:32 IST

    বাড়ির পরিচারিকার সঙ্গে প্রেম!

    অভিনেতা ওম পুরীর স্ত্রী সীমা বলেন, "১৯৮৯ সালে আমাদের আশীর্বাদ হয় এবং আমি জানি না কেন, কিন্তু দুই পরিবারই আমাদের বিয়ে করার জন্য তাড়াহুড়ো করেছিল। অন্নু ভাইয়া (অন্নু কাপুর) শুটিংয়ে বাইরে ছিলেন, এবং তিনি খুব বিরক্ত হয়েছিলেন যে তিনি অন্য একজনের মাধ্যমে তার প্রিয় বোনের বাগদানের কথা জানতে পেরেছিলেন। তখনকার দিনে মোবাইল ছিল না। কিন্তু কেউ বিশ্বাস করবে না, বিয়ের ঠিক আগে সে আমাকে বাড়ির পরিচারিকার সঙ্গে তার সম্পর্কের কথা জানায়।" 



  • Apr 10, 2025 17:19 IST

    'শাহরুখ-সলমনের বাড়িতে রেড পড়লে..'

    অজয় দেবগণ এবং কাজল - দুজনেরই বেশ পছন্দের মানুষ শাহরুখ এবং সলমন। কাজলের সঙ্গে তো মাঝেমধ্যে নানা শোয়ে মশকরা করতে দেখা যায় তাঁদের। তবে, তাঁদের বাড়িতে যদি রেড পরে তাহলে সত্যিই অজয় এই কাজ করবেন? আর যদি নিজের বাড়িতে পরে? কোনও ঘটনাই এই দুনিয়ায় বিরল নয়। অজয়কে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ এবং সলমনের বাড়িতে যদি রেড পরে? আপনি কী করে বিষয়টা হ্যান্ডেল করবেন? উত্তরে অজয় কিছুক্ষণ চুপ থেকেই বললেন...



  • Apr 10, 2025 16:27 IST

    জাটের প্রচারে জওয়ানদের সঙ্গে গদরের গানে উদ্দাম নাচ, ভাইরাল সানি দেওয়লের ভিডিও

    বড় পর্দায় মুক্তি পেল সানি দেওল অভিনীত নতুন ছবি 'জাট'। তার আগে ৯ এপ্রিল ভগবানের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের জয়সলমীরে। Tanot Mata মন্দিরে গিয়েছিলেন সানি দেওল। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তাঁদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন অভিনেতা। তবে সানি দেওল-বিএসএফ জওয়ানদের যে মুহূর্ত সকলের মনোরঞ্জন করেছে সেটি হল গদর-এর ফেমাস ট্র্যাক Main Nikla Gaddi Leke-এর তালে জমিয়ে নাচ।



  • Apr 10, 2025 16:27 IST

    ঠাকুরপুকুরের ঘটনায় তিক্ত অভিজ্ঞতা ফিরল সাহেবের

    আগে থেকে এই সমস্ত কেসের সমস্ত জট তিনি দেখে ফেলেছেন। তো এই ধরনের কেসে পরিণতি কি হতে পারে সেই সম্পর্কে তিনি অবগত। অতীতের পাতায় উঁকি দিয়ে সাহেবকে বলতে শোনা গেল... "আমার মনে হয় না এই কেসটা নিয়ে বেশি কিছু হবে। কারণ যে কটা ধারা পুলিশ দেবে প্রত্যেকটা জামিনযোগ্য অপরাধ। সেটা ৩০৪ এ অথবা রেকলেস ড্রাইভিং এর, সব কটাই জামিনযোগ্য। সেই অপরাধী কিছুদিন হয়তো, পুলিশ কাস্টডিতে থাকবে, তারপরে হয়তো জেল কাস্টডিতে থাকবে। পুলিশ যদি কোন স্ট্রং কেস তৈরি করতে না পারে, তাহলে আদৌ কোন সাজা বা শাস্তি হবে কিনা, সেই নিয়ে আমার গুরুতর সন্দেহ আছে।"



  • Apr 10, 2025 15:19 IST

    সিনেমার প্রচারের মাধ্যমে ঠাকুরপুকুর দুর্ঘটনার তীব্র প্রতিবাদ যশরতের

    সিনেমার প্রচারের মাধ্যমে ঠাকুরপুকুরের ড্রিঙ্ক করে ড্রাইভের প্রতিবাদ করলেন যশ ও নুসরত। সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবির সঙ্গে লিখেছেন, 'যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাঁদের সবার সঙ্গে আড়ি।' নুসরতের বক্তব্য, 'মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমরা কখনই প্রশ্রয় দিই না। প্রত্যেকের সচেতন হওয়া উচিত। সেফ ড্রাইভ সেফ লাইফে বিশ্বাসী।'



  • Apr 10, 2025 14:30 IST

    আজকের মতো আমাদের সময় সবসময় এত পার্টি হত না: সাবিত্রী চট্টোপাধ্যায়

    উত্তমকুমার-সাবিত্রী চট্টোপাধ্যায়ের সময়টা ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ। সেই সময় ছবির সাফল্য কী ভাবে সেলিব্রেট করা হত? তখনও কী এভাবেই হই হুল্লোড়, উদ্দাম পার্টিতে মাততেন স্বর্ণযুগের তারকারা? এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বর্তমান প্রজন্ম প্রসঙ্গে সাবিত্রী বলেন, 'আজকের মতো এত পার্টি সেই সময় হত না। উত্তমবাবু আর আমার একটা সিনেমা তাসের ঘর ভীষণ হিট হয়েছিল। সেই সিনেমার সকল কলাকুশলীদের নিয়ে গ্র্যান্ড হোটেলে একটা বিরাট পার্টি হয়েছিল। কিন্তু, আমি যাইনি। রাত্রিবেলা উত্তমবাবু আর কয়েকজন এসেছিলেন। ওঁরা বলেছিলেন, কেন গেলেন না? যদি আসতেন তাহলে খুব আনন্দ হত। আসলে আজকের সব কিছুই অনেক বদলে গিয়েছে। জীবনযাপনে আমূল পরিবর্তন এসেছে। 



  • Apr 10, 2025 14:04 IST

    এই প্রজন্মের সাধারণত বদ হজম হয়

    এখন সমাজ মাধ্যমের যুগ, সবকিছু সহজে সবাই পেয়ে যাচ্ছে, সেকারণেই উশৃঙ্খল জীবন যাত্রা আরও বাড়ছে। পরাণ বন্দোপাধ্যায় ঠাকুরপুকুর কাণ্ডে বলছেন, "আগে যারা তারকা থাকতেন, তাঁরা জানতেন যে পাঁচজনের কাছে ভালবাসা পেয়ে আমরা সেলিব্রিটি হয়েছি। সেটাকে সহজে নষ্ট হতে দেওয়া যাবে না। এই এখন, নিজেরাই নিজেদের সেলিব্রিটি বানায়। তারপর, তাঁদের মধ্যে ভাব থাকে, যে আমরা সেলিব্রিটি মানে যা খুশি তাই করতে পারি। উন্মত্ত অবস্থায় মানুষ মারতেও অসুবিধা নেই। সেলিব্রিটি শব্দটার একটা অভিধানিক অর্থ আছে। শ্রদ্ধা আছে, বিনয় আছে, সব আছে। নিজেকে সেলিব্রিটি ঘোষণা করে, যা খুশি তাই করলেই হল? এগুলো হয় না।"



  • Apr 10, 2025 13:31 IST

    চাকরিহারা শিক্ষকদের লাথি-ঘুষি, গর্জে উঠলেন শ্রীলেখা

     শিক্ষক শিক্ষিকা যারা সমাজের স্তম্ভ, যারা দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, তাঁদের নিয়ে এহেন ছেলেখেলা? আওয়াজ তুলেছেন অনেকেই। তাঁর মধ্যে একজন শ্রীলেখা মিত্র। বাম মনষ্ক এই অভিনেত্রী, ভীষণ ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী। তাই তো তিনি নিজে থেকেই এই ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট করলেন। শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় মার খেতে এবং পুলিশের লাথি ঘুষির শিকার হতে দেখে, বেশিরভাগ মানুষই উদ্বিগ্ন। রাজ্য পুলিশের নিম্ন মানসিকতার কথা উল্লেখ করেছেন তাঁরা।



  • Apr 10, 2025 13:09 IST

    ঠাকুরপুকুরের দুর্ঘটনায় তোলপাড় তিলোত্তমা, এর মাঝেই মাদকহীন উদযাপনের বার্তা শ্রীময়ী-কাঞ্চনের

    মাঝরাতে কাঞ্চন মল্লিকের সঙ্গে লং ড্রাইভের একটি ভিডিও পোস্ট করে সুস্থ ও সুন্দরভাবে আনন্দ উদযাপনের বার্তা দিয়েছেন শ্রীময়ী। পরিবার-সন্তান সামলে স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো লাভিডাভি মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। তবে এই ভিডিওটির সঙ্গে নাগরিকসমাজের জন্য রয়েছে একটি বিশেষ বার্তাও। মদ বা মাদক সেবন ছাড়াও হাইওয়ের ধারে মাটির ভাড়ে চা খেয়ে, বা কোনও ধাবায় তড়কা রুটি খেয়েও আনন্দ উদযাপন করা যায় সেই বার্তাই দিয়েছেন টলিপাড়ার এই পাওয়ার কাপল। 



  • Apr 10, 2025 12:09 IST

    রিয়্যালিটি শোয়ের কেলেঙ্কারি ফাঁস, বিস্ফোরক অভিযোগ শানের

    নাচ-গানের রিয়্যালিটি শো নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। এবার সেই তালিকার নয়া সংযোজন সংগীতশিল্পী শান। টেলিভিশনের পর্দায় প্রতিযোগীদের যে সংগীত পরিবেশন দর্শক দেখে সেটার উপর থাকে অন্য মলাট!! দর্শকের মনোরঞ্জনের জন্য গানগুলিকে পুনরায় ডাব করে সেই 'ডাবিং ভার্শন' সম্প্রচারিত হয়!! শানের অভিযোগ, প্রতিযোগীরা একবারই গান গাওয়ার সুযোগ পায়। তারপর সেই অডিওটাকে স্টুডিওতে নিয়ে এসে ফের ওঁদের দিয়ে গাওয়ানো হয়। বহুবছর ধরে এটা গতেবাঁধা নিয়মেই রিয়্যালিটি শোগুলো চলছে।



bollywood Bollywood News bollywood movie entertainment Entertainment News Entertainment News Today