Entertainment Latest Highlights: বড় দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় গায়কের

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
death news today celebrity

চলে গেলেন কিংবদন্তি...

আর শেষরক্ষা হল না। টানা ১১ দিন লড়াই করছিলেন তিনি। কিন্তু আর পারলেন না। অবশেষে হেরে গেলেন নিয়তির কাছে। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জাওয়ান্দা, যিনি ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশে দুর্ঘটনার শিকার হন, বুধবার মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৩৫।

Advertisment

  • Oct 08, 2025 17:35 IST

    Riya Ganguly: 'অপরাধী করে দিয়ে গেলে...', প্রাক্তন স্বামীর মুখ দেখেন না, শাশুড়ির শেষযাত্রায় বুকফাটা আর্তনাদ রিয়ার

     

    সম্পর্ক কি এত সহজে ভাঙ্গা যায়? নিশ্চয়ই না। অন্তত বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি  এটাই বুঝিয়ে দিলেন সম্পর্কের মায়া বুঝতে রক্ত লাগে না। বরং লাগে মানসিকতা। নাহলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং মুখ দেখাদেখি বন্ধ হলেও তাঁর শাশুড়ির শেষ যাত্রায় তাঁকে ফেলতে পারলেন না। স্বামীর সঙ্গে সম্পর্ক তো দূর, বরং তাঁর নাম শুনতেও দ্বিধা বোধ করেন তিনি। কিন্তু শাশুড়িমা, তাঁর মৃত্যুর খবর পেয়ে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না তিনি। 



  • Oct 08, 2025 16:54 IST

    Bollywood: 'কুবুল হ্যায়' থেকে 'সাত পাক', মুসলিম অভিনেত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে 'লক্ষণ' সুনীলের পুত্র

    ভারতের বেশিরভাগ সেলিব্রিটি - তারা অভিনেতা, ক্রিকেটার বা, টিভি তারকা যেই হোন না কেন,  আজকাল ব্যক্তিগতভাবে এবং ক্যামেরার আলো থেকে দূরে বিয়ে করতেই পছন্দ করেন। সেই তালিকায় এখন যুক্ত হলেন জনপ্রিয় টেলিভিশন জুটি কৃষ পাঠক এবং সারা খান। ৬ অক্টোবর, এই দুই তারকা পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন। প্রায় এক বছর ধরে সম্পর্কে থাকার পর তারা অবশেষে আইনগতভাবে একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন। জানা গেছে, তাদের বড় বিবাহোৎসব হবে আগামী ডিসেম্বরে।



  • Advertisment
  • Oct 08, 2025 15:44 IST

    Rajvir Jawanda Death: স্ত্রীর বারণ না শুনেই গাড়ি নিয়ে বেরলেন, আর ফিরলেন না! স্বামীকে হারিয়ে শোকে পাথর গায়ক-ঘরনী

    প্রয়াত গায়কের ঘনিষ্ঠ বন্ধুদের তরফে জানা গেছে, রাজবীরের স্ত্রী তাকে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে না যাওয়ার জন্য রীতিমতো অনুরোধ করেছিলেন। তিনি উদ্বিগ্ন ছিলেন যে, ১৩০০ সিসি মোটরসাইকেলে সিমলা যাওয়া বিপজ্জনক হতে পারে। বারবার অনুরোধ সত্ত্বেও, রাজবীর তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং যাত্রা শুরু করেন।



  • Oct 08, 2025 14:42 IST

    Zubeen Garg Death: জুবিন গর্গ হত্যা তদন্তে নতুন মোড়, গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ

    কর্মকর্তারা জানিয়েছেন, কামরূপ জেলার ডেপুটি এসপি (আইন-শৃঙ্খলা) হিসেবে কর্মরত সন্দীপনকে কয়েক দিন ধরে, গুয়াহাটির সিআইডি অফিসে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি রিপোর্ট করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।



  • Oct 08, 2025 13:41 IST

    Zubeen Garg Death-Pakistan: পাকিস্তানে বাজল জুবিন গর্গের গান, ভক্তদের চোখে জল...

    পাকিস্তানের জনপ্রিয় পপ-রক ব্যান্ড খুদগর্জও জুবিন গর্গকে স্মরণে এক বিশেষ উদ্যোগ নেয়। সম্প্রতি করাচিতে এক অনুষ্ঠানে তারা গায়কের বিখ্যাত গান 'ইয়া আলি' পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করে। ইনস্টাগ্রামে সেই পরিবেশনার একটি ক্লিপ শেয়ার করে ব্যান্ডটি লিখেছে, “করাচি থেকে ভালোবাসা রইল, জুবিন গর্গ—তুমি চিরকাল আমাদের প্লেলিস্টে থাকবে। ধন্যবাদ।”



  • Oct 08, 2025 13:00 IST

    Rajvir Jawanda Death: সিমলা যাওয়ার পথে দুর্ঘটনা, ৩৫ বছর বয়সে অকালপ্রয়াণ শিল্পীর

    আর শেষরক্ষা হল না। টানা ১১ দিন লড়াই করছিলেন তিনি। কিন্তু আর পারলেন না। অবশেষে হেরে গেলেন নিয়তির কাছে। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জাওয়ান্দা, যিনি ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশে দুর্ঘটনার শিকার হন, বুধবার মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৩৫।



  • Oct 08, 2025 11:59 IST

    Soha Ali Khan: আদৌ খেয়াল রাখতেন অমৃতা? নাকিই...! সইফের প্রাক্তন-পত্নীকে নিয়ে ঠোঁটকাটা সোহা

    সইফ আলি খান ও অমৃতা সিংয়ের প্রেমকাহিনি একসময় বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল। ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন, তবে ২০০৪ সালে দুই সন্তান- সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের জন্মের পর তাঁদের বিবাহিত জীবনের ইতি ঘটে। এক দশকেরও বেশি সময়, একসঙ্গে কাটানোর পর, বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁদের পরিবারের অনেকের কাছেই ছিল কঠিন।



  • Oct 08, 2025 11:14 IST

    Bigg Boss: বড় বিপাকে বিগ বস, স্টুডিও বন্ধের নির্দেশ দিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড!

    Bigg Boss Kannada: কর্ণাটক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (KSPCB), পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগে বেঙ্গালুরু দক্ষিণের বিদাদিতে অবস্থিত, বিগ বস কন্নড় রিয়েলিটি শোর স্টুডিও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ৬ অক্টোবর, বোর্ড ভেলস স্টুডিওস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে (জলি উড স্টুডিওস অ্যান্ড অ্যাডভেঞ্চারস) একটি নোটিশ জারি করে। যেখানে বলা হয়েছে যে, সংস্থাটি প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই বৃহৎ আকারে বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করছে। 



tollywood bollywood Entertainment News Today