/indian-express-bangla/media/media_files/eKr2TqIcsdyA0dXnTeNO.jpg)
Entertainment News Highlights: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সুদীপ্তার কাছে প্রশ্ন ছিল, এই ধরনের ঘটনা আদৌ ইন্ডাস্ট্রির নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন তুলছে কিনা? জবাবে অভিনেত্রী বললেন... "শুটিং প্যাকাপের এর পর সেই ইউনিট এর কোন সদস্য কোথায় যাবেন, কী করবেন, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তার দায়িত্ব সেই প্রযোজনার সঙ্গে যুক্ত অন্য কারুর হতে পারে না। ইন্ডাস্ট্রির তো নয়ই। ফিল্ম /টিভি ইন্ডাস্ট্রির সবাই যেহেতু ফ্রিল্যান্সার, তাই শুটিং বা ডাবিং বা ফিল্মমেকিং এর অন্যান্য যে কাজগুলো আছে, সবই কল টাইম আর প্যাক আপ টাইমের এর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে কে কী করবেন, তাই নিয়ে ইন্ডাস্ট্রি-র ডিসিপ্লিন দায়ী হতে পারেনা। এটা ব্যক্তিগত ডিসিপ্লিন এর প্রশ্ন।"
এই ঋকে নিয়ে এখন সমালোচনার পাহাড় যখন, তাঁর ব্যক্তিগত জীবনটা এক্কেবারে গল্পের মত। কার্যত, তিনি একাই থাকেন। দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে তিনি বলেছিলেন, তাঁর নতুন বাড়িতে একসময় সবাইকে ডাকবেন, কিন্তু যদিও বা সেই কাজ করা হয়নি। এমনিতে বেশ হাসিখুশি অভিনেত্রী, সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। কিন্তু, সোজাসুজি বলতে গেলে, তাঁকে বিয়ে না করার উপদেশ দিয়েছিলেন আরেক নায়িকাই। সেকথা সেই মঞ্চেই খোলসা করেছিলেন তিনি।
অভিনেতা, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্করের সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা! সিঙ্গাপুরে তার স্কুলে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তিনি। আট বছর বয়সী এই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনসেনা পার্টির অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘটনার আপডেট শেয়ার করা হয়েছে।
স্টুডিওপাড়ার এই নিন্দনীয় ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন টলিপাড়ার একাংশ। এবার সেই তালিকায় নাম জুড়ল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অন্যায়ের সঙ্গে কোনওদিনই আপোস করেন না স্বস্তিকা। নিজের ইন্ডাস্ট্রি হোক বা আরজি করের মতো ইস্যুতে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। এবার বাংলা মেগার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ এবং নিরীহ মানুষকে গাড়িতে পিষে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে কোনও অপরাধ থেকে কেউ মুক্তি না পায় সেই বিষয়ে আলোকপাত করেছেন। গাড়িতে থাকা মহিলাকে কেন ছেড়ে দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।
-
Apr 08, 2025 17:47 IST
ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায় তোলপাড় তিলোত্তমা, প্রতিবাদে সামিল শ্রীলেখা
একজন মদ্যপ ব্যক্তি তিনি গাড়ি চালিয়ে একজন পথচারীকে মেরে ফেললেন। কেউ আবার, নেশা করে চূড়ান্ত অবস্থা, গাড়িতে পর্যন্ত উঠতে পারছেন না, এইসব দৃশ্য দেখে শ্রীলেখা মিত্র চুপ করে থাকতে পারলেন না। শ্রীলেখা মিত্র, তিনি যেকোনও বিষয়ে সরব, তাঁকে এই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল। বেশ কিছুক্ষণ তিনি চুপ ছিলেন। কিন্তু, অবশেষে তাঁকে দেখা গেল এই নিয়ে বলতে।
-
Apr 08, 2025 16:54 IST
ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদী রূপাঞ্জনা, মৃত ব্যক্তির পরিবারের জন্য কী সওয়াল অভিনেত্রীর?
গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই দোষী আর সবচেয়ে বেশি দায় যাঁর উপর বর্তায় তিনি ওই মদ্যপ গাড়িচালক। রবিবারের সকালে এটা সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের ইন্ডাস্ট্রির একজনের জন্যই আজ এইরকম একটা ঘটনা ঘটল। এই সময়টা আমাদের জন্য কালো অধ্যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে তো রোজই কোনও না কোনও ঘটনা ঘটে চলেছে। কিন্তু, এটা অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা। আমরা তাঁদের চিনি। যাঁরা আগের দিন ফ্লোরে শট দিল তাঁদের নিয়ে পরদিন এমন কাণ্ড। যে মানুষটা চলে গেল, তাঁর বাড়ির সদস্যদের দায় কে নেবে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো করা উচিত। যাঁরা ঘটনার সময় ছিলেন প্রত্যেককে জেরা করা উচিত। সেই সময় তাঁদের মানসিক অবস্থা কেমন ছিল সেটা জানাও জরুরি। একটা দুর্ঘটনা কিন্তু, হঠাৎ করে ঘটে যেতে পারে না। আগের মুহূর্তে কী হয়েছিল সেটা জানা ভীষণ জরুরি।
-
Apr 08, 2025 15:43 IST
শাহরুখের সঙ্গে ফের স্ক্রিন শেয়ারের ইচ্ছেপ্রকাশ সানি দেওলের
নয়ের দশকের সুপারহিট মুভি ডর-এ শাহরুখের সঙ্গে শেষবার কাজ করেছিলেন সানি দেওল। এরপর আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু, জাটের প্রচারে শাহরুখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন কি বাত বলেন সানি দেওল। ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছেপ্রকাশ করেছেন। অতীতের তিক্ততা ভুলে পুনরায় একসঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় আছেন সাফ জানান সানি।
-
Apr 08, 2025 15:11 IST
ভক্তদের কুকুরের সঙ্গে তুলনা করলেন গোবিন্দার স্ত্রী!
বলিউড অভিনেতা গোবিন্দ এবং সুনীতা আহুজার সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। হিরো নম্বর ১ এর আইনজীবী ললিত বিন্দাল ঘোষণা করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন । তবে, এই দম্পতি তাদের মতপার্থক্য মিটিয়ে ফের একসাথে আছেন। সম্প্রতি, সুনীতা তার বিবাহকে ঘিরে জল্পনা-কল্পনার কথা এবং কঠিন সময়ে তিনি যে ট্রোলিং-এর মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কে মুখ খোলেন। সুনীতা স্বীকার করেছেন যে, যদিও বা তিনি দেখেন যে লোকেরা তার সম্পর্কে নেতিবাচক কথা বলছে, তবুও তিনি এটিকে ইতিবাচক হিসেবেই নেন। তিনি বলেন, "ইতিবাচক হোক বা নেতিবাচক, আমি এটিকে ইতিবাচকভাবে নিই। আমার মনে হয় তাঁরা কুকুর, তাই তারা ঘেউ ঘেউ করবেই।"
-
Apr 08, 2025 14:27 IST
সইফের জন্য আইনি জটে মালাইকা, কোন বিপদে বলিউডের মুন্নি?
এক NRI ব্যবসায়ীকে পাঁচতারা হোটেলে মারধরের অভিযোগ ওঠে সইফ আলি খানের বিরুদ্ধে। সেখানে উপস্থিত ছিলেন মালাইকাও। খান পরিবারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন মুন্নিও। ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট K S Zanwar এই মুহূর্তে এই ঘটনার সাক্ষীদের বয়ান রেকর্ড করছে। ১৫ ফেব্রুয়ারি প্রথম জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। সোমবার পুনরায় সেই জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয় বলিউডের মুন্নির বিরুদ্ধে। এই মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।
-
Apr 08, 2025 14:07 IST
আগুনে পুড়ে চিকিৎসাধীন তারকা সন্তান
অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্করের সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা! সিঙ্গাপুরে তার স্কুলে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তিনি। আট বছর বয়সী এই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনসেনা পার্টির অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে ঘটনার আপডেট শেয়ার করা হয়েছে।
-
Apr 08, 2025 13:23 IST
ঋ-কে কী উপদেশ দিয়েছিলেন নায়িকা?
ঋ সেই নায়িকার সঙ্গে কাজ করেননি। কিন্তু, যতবার তাঁদের দেখা হয়েছে, ততবার সেই নায়িকা একটাই উপদেশ দিয়েছেন তাঁকে। আর তাতে বেশ হতাশ হয়েছেন ঋ। অভিনেত্রী, সেই ঘটনাই সকলের সামনে শেয়ার করেছিলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে। অভিনেত্রীকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন সোনালী। বর্তমানে যিনি মিত্তির বাড়িতে অভিনয় করছেন আদৃতের মায়ের ভূমিকায়। অভিনেত্রীর সঙ্গে সোনালীর ব্যাঙ্ককে দেখা, তারপর? ঋকে ধরে নিয়ে কী বলেছিলেন?
-
Apr 08, 2025 12:52 IST
'যে মহিলা বাজার থেকে পালাল তাকে ছেড়ে দেওয়া হল কেন?' ঠাকুরপুকুর কাণ্ডে প্রশ্ন স্বস্তিকার
অন্যায়ের সঙ্গে কোনওদিনই আপোস করেন না স্বস্তিকা। নিজের ইন্ডাস্ট্রি হোক বা আরজি করের মতো ইস্যুতে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। এবার বাংলা মেগার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ এবং নিরীহ মানুষকে গাড়িতে পিষে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে কোনও অপরাধ থেকে কেউ মুক্তি না পায় সেই বিষয়ে আলোকপাত করেছেন। গাড়িতে থাকা মহিলাকে কেন ছেড়ে দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।
-
Apr 08, 2025 11:21 IST
ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জেরে ট্রমায় অভিনেত্রী ঋ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ঋ-র সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি একটাই কথা বলেন, 'আমার শরীর একদম ভাল নেই। ট্রমার মধ্যে রয়েছি। এই মুহূর্তে আমাকে একটু একা থাকতে দিন।' অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছে টলিপাড়ার একাংশ। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় 'ট্রমা'-র বিরুদ্ধে হেঁয়ালি করে লিখেছেন, 'বাহ্ কি সুন্দর না?মানসিক ট্রমা? আরে তোরা এতো বড় বড় কথা বলিস সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ বসবো না?'
-
Apr 08, 2025 10:30 IST
মদ্যপ পরিচালকের গাড়িতে বলি ১, তুলোধনা সুদীপ্তার
সুদীপ্তা চক্রবর্তী লিখেছিলেন, "খুনের দায়ে অভিযুক্ত এই মদ্যপ গাড়িচালক পরিচালক কে আমি চিনিনা। আজকের আগে কোনদিন নামও শুনিনি। কিন্তু ঘটনাটা সম্পর্কে জানার পর থেকে গা রি রি করছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ভেবে যে ইনি আমারই কর্মক্ষেত্রের আরেক কর্মী। নেশায় প্রায় অবচেতন যে মেয়েটি ওই গাড়িতেই ছিলেন, তার মুখ চিনি। লজ্জা করলো দেখে। খুব লজ্জা করলো। অসহায় লাগছে। সমস্ত অন্যায়কারী ও তার সহযোগীরা চরম শাস্তি পাক। যার গেলো, যারা গেলো, তারা সঠিক বিচার পাক।"