/indian-express-bangla/media/media_files/2025/04/06/zB0bnKCGVECPZktOaWXt.jpg)
ACP: নতুন এসিপি এসে গিয়েছেন, কে তিনি? Photograph: (Instagram)
Entertainment news Highlights: গতকাল রাত থেকেই আলোচনায় বেশ কিছু খবর। খবর ছিল যে এসিপি প্রদ্যুম্ন আর থাকবেন না CID তে। আর কথামত হলও তাই। দীর্ঘ এতবছরের পথচলা এই জনতার সঙ্গে। যারা অধীর আগ্রহে বসে থাকতেন টিভির সামনে, একবার অন্তত সেই দরাজ গলার স্বর শোনা যাবে। আর সেটি সম্ভব না। কেন? এই শো থেকেই বাতিল করা হল প্রদ্যম্নুর চরিত্রকে। মেরে ফেলা হল তাঁকে।
সকাল হতেই দিলজিৎ দোশাঞ্জ কাণ্ড ঘটিয়ে বসেছেন। তিনি যদিও বা ভয়ঙ্কর সব কাজ করতে সবসময় প্রস্তুত। এবারও তাঁর ব্যাতিক্রম না। বরং, এবার তাঁর কীর্তিতে এক হউিলড তারকা মাটিতে বসে পড়েছেন। সেই ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের জীবনে নতুন অতিথি আগমনের গুঞ্জনটা বেশ অনেকদিনের। জয় শেট্টির পডকাস্টে এসে আলিয়া জানিয়েছিলেন,মেয়ের নামের সঙ্গেছেলের জন্যও একটা নাম ঠিক করে রেখেছেন। কিন্তু, সেটা সময় এলে খোলসা করবেন। এই বক্তব্যের রেশ টেনেই শুরু হয় রাহার জন্য খেলার সঙ্গী আনছেন রণলীয়া। চর্চা উসকে Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, খুব শীঘ্রই সন্তানদের নামে ট্যাটু করাবেন।
প্রদ্যুম্ন সাহেব অর্থাৎ শিবাজী সতম সরেছেন CID থেকে। জানিয়েছিলেন, তিনি কয়েকদিনের ছুটি নিয়েছিলেন, কিন্তু নির্মাতারা যে তাঁকে মেরে ফেলবেন, সেকথা কী এবং কেন এত তারাই বলতে পারবেন। কিন্তু ২২ বছর এই চরিত্রে অভিনয় করার পর। তাঁর কোনো আক্ষেপ নেই। এখন তিনি অবসরে সময় কাটাতে চান। এবং তাঁর থেকেও বড় কথা, এবার প্রদ্যুম্ন সাহেবের জায়গায় আস্তে চলেছেন এক নতুন ACP.. তিনি কে? হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকে। অল্প বয়সীদের মনে আবারও উঠতে চলেছে ঝড়। আর এইবার প্রদ্যুম্নর জায়গায় আসছেন ACP আয়ুষ্মান। তিনি এবার জুজবেন শত্রুদের সঙ্গে। শুধু তাই নয়, তিনি আর কেউ না, বরং পার্থ সমথান।
-
Apr 06, 2025 19:37 IST
ACP প্রদ্যুম্ন না ফেরার দেশে, এসে গেল তাঁর রিপ্লেসমেন্ট
বড় কথা, এবার প্রদ্যুম্ন সাহেবের জায়গায় আস্তে চলেছেন এক নতুন ACP.. তিনি কে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখকে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকে। অল্প বয়সীদের মনে আবারও উঠতে চলেছে ঝড়। আর এইবার প্রদ্যুম্নর জায়গায় আসছেন ACP আয়ুষ্মান। তিনি এবার জুজবেন শত্রুদের সঙ্গে। শুধু তাই নয়, তিনি আর কেউ না, বরং পার্থ সমথান। তিনি নিজের চার্ম এবং অভিনয়ের মাধ্যমে সকলকে মন ভুলিয়েছেন। এবার ACP হিসেবে তিনি থাকছেন। কী বলছেন তিনি সংবাদ মাধ্যমে?
-
Apr 06, 2025 18:38 IST
'যিনি রাজনৈতিক নাটক লেখার জন্য পরিচিত, তিনি এখন...', ব্রাত্য প্রসঙ্গে বেণী
অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, শিক্ষার সঙ্গে যারা জড়িয়ে আছেন, তাঁদের তরফে এহেন মন্তব্য কি আঘাত হানে? এই প্রসঙ্গেই তিনি বলেন..."সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গে ২৬ হাজারেরও বেশি শিক্ষকের নিয়োগ বাতিল ( SSC Recruitment Verdict ) শুধুমাত্র একটি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়াকেই প্রকট করেনি, বরং নৈতিক শাসনেরও সম্পূর্ণ পতন। তবুও, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya Basu ) - নাট্যকার, একজন জনপ্রতিনিধি - দলীয় অনুগামীদের নিয়োগের সিদ্ধান্তকে সমর্থন করেন এবং কুণ্ঠাহীনভাবে বলেছেন, যে যাঁরা শাসকদলকে সমর্থন করেন তাঁরা চাকরির দাবি রাখেন! এটি শাসন নয়। এটি নীতির আড়ালের স্বজনপোষণ। একজন ব্যক্তি যিনি রাজনৈতিক নাটক লেখার জন্য পরিচিত, তিনি এখন কত সহজে সরকার পরিচালিত ট্র্যাজেডি মঞ্চস্থ করেন তা অত্যন্ত মর্মান্তিক।"
-
Apr 06, 2025 18:10 IST
পরীমণির গৃহপরিচারিকার ষড়যন্ত্র ধরে ফেললেন তসলিমা?
স্পষ্টবাদী সাহিত্যিক সাফ জানিয়ে দিলেন, যে সুখের সময় না থাকলেও পরীমণির দুঃখের সময়ে তিনি থাকবেন। "পরীমণির সুসময়ে আমি পাশে থাকি না। ওঁর দুঃসময়ে আমি ছুটে আসি। আবার ওঁর আঙিনায় দুঃসময় এসে দাঁড়িয়েছে। এক মহিলা গৃহপরিচারিকার চাকরি নিয়ে ওঁর বাড়িতে ঢুকেছিল। কিছুদিন পর সে বেরিয়ে এসে পরীমণির বিরুদ্ধে মামলা ঠুকেছে, আর মিডিয়াও বেশ ফলাও করে মহিলার সাক্ষাৎকার ছাপাচ্ছে, যেন মহিলা যা বলছে সবই সত্যি। নারী, বিশেষ করে সে নারী যদি ব্যতিক্রমী, সাহসী, প্রতিভাময়ী হয়, তাহলে তার সর্বনাশ না করে ছাড়বে না মিডিয়া। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, রক্ষণশীলতা আঁকড়ে রাখা, ক্ষমতার চাটুকারিতা বাংলাদেশের মিডিয়ার বিশেষ দোষ।"
-
Apr 06, 2025 17:11 IST
দ্বিতীয় সন্তানের ইঙ্গিত আগেই দিয়েছিলেন রণবীর-আলিয়া.. এবার?
সাদা পোশাক আর রোদচশমা পরে গাড়ির ভিতর বসে আছেন মিসেস কাপুর। কাঁচ বন্ধ গাড়ির বাইরে সেলেব পাপারাজ্জিদের ভিড়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ মনে করছে শীঘ্রই সুখবর দেবেন রণবীর ঘরণী। ২০২২-এর ৬ নভেম্বর রণবীর-আলিয়ার জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান রাহা। দেখতে দেখতে দু'বছর বয়স হয়ে গেল রণলীয়ার একমাত্র কন্যের। গুটি গুটি পায়ে রাহা একটু বড় হতেই এবার দ্বিতীয় সন্তানের পদধূলি পড়বে কাপুর পরিবারে? তারকা দম্পতির ইঙ্গিতপূর্ণ কথাই এবার সত্যি হওয়ার পালা? রবিবার বান্দ্রায় একটি ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দি মহেশ কন্যা আলিয়া ভাট।
-
Apr 06, 2025 15:34 IST
যাত্রা করে বাবার সম্মান ডোবাতে পারব না: স্বস্তিকা মুখোপাধ্যায়
"নট্য কোম্পানি, ভারতী অপেরা আরও যারা আজও যাত্রা প্রডিউসার আছেন প্রত্যেক বছর আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি কোনদিন হ্যাঁ করিনি, করবও না কারণ পারব না। আমি মাচা করেছি, গেয়ে নেচে মানুষকে এন্টারটেইন করে টাকা রোজগার করেছি। কিন্তু যাত্রা করতে গিয়ে বাবার নখের ছিঁটেফোটা অভিনয়টুকু করতেও পারব না। আর যাত্রাকে যে উচ্চমার্গে বাবা তার সহ শিল্পীদের, এবং বাকি সমস্ত ডিপার্টমেন্ট-এর মানুষদের সঙ্গে নিয়ে যেতে পেরেছিলেন সেই কাজ করতে গিয়ে ডাহা ফেল করে আর সন্তু মুখোপাধ্যায়-এর নামটা ডোবাতেও পারব না।" যাত্রাকে ছোট করা হচ্ছে, আলোচনার থেকে বেশি সমালোচনা করা হয় এটিকে নিয়ে, তাই এমন বললেন স্বস্তিকা।
-
Apr 06, 2025 13:46 IST
কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ জ্যাকলিন
২ এপ্রিল আচমকা রটে যায় জ্যাকলিনের মা কিম প্রয়াত। কিন্তু, পরে জানা যায় ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু, ৬ এপ্রিল রবিবাসরীয় সকালে সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেললেন জ্যাকলিন। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে হেরে গেলেন জ্যাকলিনেমর মা কিম ফার্নান্ডেজ। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন জ্যাকলিনের বাবা।
-
Apr 06, 2025 13:00 IST
দিলজিতের ইশারায় নাচলেন হলিউড কিংবদন্তি
দিলজিৎ এবার যার সঙ্গে নাচতে ব্যাস্ত তিনি আর কেউ নন বরং হলিউড তারকা উইল স্মিথ। ইনস্টাগ্রাম রিলসে যেভাবে তাঁরা নাচছেন। দুজনে যৌথভাবে রবিবার সকালে একটি রিল শেয়ার করেছেন, যেখানে উইল তার স্মার্টফোনে দিলজিতের একটি ছবি দেখানোর পরপরই তাঁরা নাচতে শুরু করেন। দিলজিতের স্টেপের সঙ্গে পা মিলিয়ে উইলও নাচছেন। দুজনকে পাঞ্জাবের ভাংরা নাচতে দেখা যায়।
-
Apr 06, 2025 12:05 IST
'ওনার চোখ কথা বলত। আমি অনেক ছবিতে দেখেছি যে...'
আজ মহানায়িকার জন্মদিন। আর ঋতুর কোথায়, মহানায়িকার চোখের চাহনি তাঁর পক্ষে ভোলা সম্ভব না। বলছেন, "ওনার চোখ কথা বলত। আমি অনেক ছবিতে দেখেছি যে, যেখানে উনি সাইলেন্ট রয়েছেন, কিন্তু উনার চোখ সবকিছু বলে দিত। দ্বীপ জ্বেলে যাইয়ের ওই দৃশ্যটা, যেখানে তিনি বলছেন, 'আমি অভিনয় করতে জানি না। আমি অভিনয় করতে শিখিনি', উফ! সেই তাকিয়ে থাকা। তারপর, উত্তর ফাল্গুনীতে গরাদগুলোর দিকে যখন তাকিয়ে আছেন। আমি এগুলো ভুলতে পারি না। কী দারুণ..."
-
Apr 06, 2025 11:27 IST
১০ বছর পূর্তির আগেই বিচ্ছেদ! সুদীপের সঙ্গে ডিভোর্স ঘোষণা পৃথার
টেলিভিশনের পর্দায় যখন একজন একাকী নারীর পারফেক্ট সঙ্গী তখন বাস্তবে বৈবাহিকজীবনে ঝড়!! এই প্রসঙ্গে পৃথার সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু বিশেষ কিছু বলতে চাননি। বরং তাঁর কথায় ছিল বিরক্তির ছাপ। তাঁর জবাব,'আপনারা যা ভাবার ভেবে নিন।' অন্যদিকে সুদীপ মুখোপাধ্যায় পৃথার পোস্টের সত্যতা উড়িয়ে দিয়ে বলছেন, 'It's A Fool Week'। এপ্রিল মাসে কম-বেশি সকলেই একে অপরকে এপ্রিল ফুল করে থাকে।
-
Apr 06, 2025 10:09 IST
CID-তে প্রয়াত এসিপি সাহেব, শো নিয়ে কী বললেন?
অভিনেতা নিজের চরিত্র এবং তাঁর শো ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গে বলেন, "২২ বছর ধরে আমি এই চরিত্রকে বেঁচে নিয়েছি। এখন নির্মাতাদের যদি মনে হয়, যে আমার মেয়াদ ফুরিয়ে এসেছে তাহলে আর কিছু করার নেই। এবং এই ঘটনাকে হাসিমুখে মেনে নেব। আমি একটা ব্রেক নিয়েছি। এবং আনন্দ করব এই সময়কালে। অনেক কাজ করেছি, এখন একটু আরামের সময়। আমি আবার ফিরব কিনা, সেটা তো নির্মাতারা জানেন।"
-
Apr 06, 2025 09:38 IST
চলে গেলেন প্রদ্যুম্ন, ছেড়ে গেলেন স্মৃতি
খবর ছিল এমনই যে আর দেখতে পাওয়া যাবে না তাঁকে। CID র প্রদ্যুম্ন সাহেব না থাকলে নিশ্চয়ই আগের মত আর জৌলুস থাকে না। আর গতকাল রাত হতেই দেখা গেল সেই পোস্ট। চলে গেলেন ACP প্রদ্যুম্ন। না, বাস্তবের মানুষটা নন। বরং এই সিরিয়াল থেকে বিদায় নিয়েছে চরিত্রটাই। যেন এক যুগের অবসান হল।